কলেজ ক্যাম্পাসে কিছু মুহূর্ত ও ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ23 days ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

আজকে অনেকদিন পর আমি আমার কলেজে এসেছিলাম। কলেজ ক্যাম্পাসে এসে অনেক ভালো লাগলো। আসলে আমি বিকেলবেলা কলেজে ক্যাম্পাসে এসেছিলাম। কলেজ ক্যাম্পাসে এসে সৌন্দর্যময় এই কলেজের দৃশ্য দেখতে পেলাম। আসলে কলেজ ক্যাম্পাসে কাটানো সেই স্মৃতিগুলো যেন বারবার মনে করতেছিল। আর এই স্মৃতিগুলো মনে করতে পেরে খুবই ভালো লাগতেছিল। কারণ কলেজ ক্যাম্পাসের এই অপরূপ সৌন্দর্যময় দৃশ্য গুলো অনেক দিন পর দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম।অনেকদিন পর কলেজ ক্যাম্পাসে এসে কিছু মুহূর্ত উপভোগ করেছি, আর সেই মুহূর্তগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য ফটোগ্রাফি গুলো করেছি। সেই ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি এই ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগবে।

IMG_20240428_001202.jpg

IMG_20240428_001144.jpg


আসলে আমাদের কলেজ ক্যাম্পাসের গেটে অনেক বড় করে তৈরি করা হয়েছে। আগে এত বড় গেট ছিল না। আর এটি সিরাজগঞ্জ শহরের অনেক প্রাচীনতম একটি সরকারি কলেজ। এই সরকারি কলেজ নাম ইসলামিয়া সরকারি কলেজ। ইসলামের সরকারি কলেজের গেটের কাছে এসেই যেন অনেক ভালো লাগলো। পুরনো হাজারো স্মৃতি জড়িয়ে রয়েছে এই কলেজ ক্যাম্পাসের সাথে। তাই সেই কলেজ ক্যাম্পাসের গেটে প্রবেশ করতে বেরিয়ে যাক অন্যরকম একটা অনুভূতি মনের ভিতর কাজ করতে ছিল।


IMG_20240428_001425.jpg

IMG_20240428_001415.jpg

গেট দিয়ে প্রবেশ করলাম, তারপর কলেজ ক্যাম্পাসে দেখতে পেলাম বৈশাখী উপলক্ষে সুন্দরভাবে সাজিয়েছিল। আর এই বৈশাখী সাজানোর দৃশ্য গুলো যেন এখনো কলেজ ক্যাম্পাসে রয়েছে। অনেকেই দেখতে পেলাম ছুটির দিন হলেও কলেজ ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। আমরাও আগে বন্ধু-বান্ধবের সাথে এই কলেজ ক্যাম্পাসের গাছের নিচে বসে হাজারো আড্ডা দিতাম গল্প করতাম। সেই স্মৃতিগুলো যেন মনে পড়ে গেল।

IMG_20240428_000931.jpg

IMG_20240428_000907.jpg

আমাদের এই কলেজ ক্যাম্পাসে বিশাল বড় একটি ফুলের বাগান রয়েছে। এই ফুলের বাগানের দৃশ্য দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলে আমি যখন এই কলেজে পড়াশোনা করেছি, তখন এই ফুল বাগানে আমি অনেকগুলো ফুলের গাছ লাগিয়েছিলাম। সেই ফুলবাগানে এসে জবা ফুল দেখতে পেয়ে খুবই ভালো লাগলো, তাই ফটোগ্রাফি করলাম।

IMG_20240428_001132.jpg

IMG_20240428_001034.jpg

এই ফুল বাগানে অনেকগুলো রঙ্গন ফুলের গাছ দেখতে পেলাম। আসলে এই ফুল বাগানের রঙ্গন ফুলের গাছ যেন বেশি। আসলে কলেজ বন্ধ হওয়ার কারণে ফুল বাগানের যত্ন যেন বেশি নেওয়া হয় না। যার কারণে বাগানটি যেন অগোছালো রয়েছে। তারপরে ফুলগুলো খুবই সুন্দরভাবে ফুটেছিল, তাই দৃশ্য গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো।

IMG_20240428_001004.jpg

IMG_20240428_000947.jpg

তারপরে পরিচিত একটি ফুল গাছ দেখতে পেলাম। এই ফুলের গাছটি আমার বন্ধু লাগিয়েছিল। সেটি ছিল রঙ্গন ফুল গাছ।আসলে এই ফুল গাছ দেখতে পেয়ে বন্ধুদের সাথে কাটানো স্মৃতিময় তেন গুলো বারবার মনে পরতেছিল। আসলে কলেজ জীবনে হাজারো স্মৃতি জড়িয়ে রয়েছে। তাই আজকে হঠাৎ করে কলেজ ক্যাম্পাসে আসতে পেরে, এই স্মৃতিগুলো যেন বারবার চোখের সামনে ভাসতে ছিল।


আসলে আমাদের প্রত্যেকেরই কলেজ জীবনের সেই দিনগুলো যেন অনেক আনন্দের ছিল। কলেজ জীবনে পার হয়ে আসার পরে সেই দিনগুলো আজ খুবই মনে পড়ে। হঠাৎ করে কলেজ ক্যাম্পাসে আসতে পেরে আজকে অনেক ভালো লাগলো। তবে বন্ধু বান্ধবের সাথে কলেজ ক্যাম্পাসে আবারও একদিন সুন্দর একটি মুহূর্ত উপভোগ করবো। সেই দিনটি খুব তাড়াতাড়ি পালন করব বন্ধুদের সাথে কথা হয়েছে। তো বন্ধুরা আজকে আপনাদের সাথে আমার কলেজ ক্যাম্পাসের কিছু ফটোগ্রাফি আর ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে পেরে ভালো লাগছে।

প্রত্যেকটা ছবি তোলার লোকেশন এবং ডিভাইসের নামঃ

Location
Device:Poco X2

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি পোকো x2
ধরণ❝ ফটোগ্রাফি❞
ক্যমেরা মডেলPoco X2
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 22 days ago 

আসলে অনেকদিন পর যখন কলেজ ক্যাম্পাসে যাওয়া যায়, তখন সেই পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়ে। আর কলেজ ক্যাম্পাসে কাটানো সেই দিনগুলোর কথা মনে করতে পেরেও ভালো লাগে। আপনি কলেজ ক্যাম্পাসে হঠাৎ করে গিয়েছেন, কলেজ ক্যাম্পাসের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ, দেখতে পেয়ে খুবই ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

ভাই আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি পোস্ট উপহার দিয়েছেন।কলেজ ক্যাম্পাসে কিছু মুহূর্ত ও ফটোগ্রাফি, কলেজ ক্যাম্পাসে অনেক সুন্দর সুন্দর আমাদের মাঝে শেয়ার করেছেন শুভকামনা রইল। আপনার ফটোগ্রাফি গুলো প্রত্যেকটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 22 days ago 

কলেজ ক্যাম্পাসে গিয়ে অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে সিরাজগঞ্জ সরকারি কলেজের গেটের ফটোগ্রাফি অনেক ভালো লাগছে। আপন তোলা ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে। বিশেষ করে জবা ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে অসাধারণ লাগছে। প্রতিটা ফটোগ্রাফির সুন্দর ব্যাখ্যা করেছেন। আপনার কলেজ ক্যাম্পাসের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 22 days ago 

কলেজ ক্যাম্পাস থেকে অনেক সুন্দর সুন্দর ফটো ধারণ করে দেখিয়েছেন। আপনার এই ফটো ধারণের পাশাপাশি আমারও দেখা হয়ে গেল আপনাদের কলেজের সুন্দর চিত্র। কলেজের বাগানটাও বেশ চমৎকার, সেখান থেকে ফুলের ফটো ধারণ করেছেন দেখে বেশি ভালো লাগলো আমার।

 22 days ago 

আসলে কলেজ ক্যাম্পাসের সাথে আমাদের অনেক সুন্দর কিছু স্মৃতি জড়িয়ে থাকে। যেগুলো এখনো অনেক বেশি মনে পড়ে। বিশেষ করে তখনই বেশি মনে পড়ে, যখন আমরা সেই কলেজ ক্যাম্পাসে অনেকদিন পরে যাই। আপনি তো দেখছি অনেকদিন পরে কলেজ ক্যাম্পাসে গিয়ে খুব ভালো সময় উঠে কাটিয়েছিলেন। আর ভালোই ঘুরাঘুরি করেছেন, সেই সাথে অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করলেন দেখে অনেক ভালো লাগলো। আপনাদের কলেজ ক্যাম্পাসটা কিন্তু সত্যি অনেক সুন্দর ছিল।

 22 days ago 

অনেকদিন পর যখন সেই পুরানো ক‍্যাম্পাসে যাওয়া যায় অনেক স্মৃতি অনেক সুন্দর মূহূর্ত জাগ্রত হয়ে যায় মনে। আপনার কলেজের গেট টা তো বেশ সুন্দর। পাশাপাশি ভেতরের পরিবেশ টাও বেশ চমৎকার মনোরম এবং প্রাকৃতিক। অনেক ফুল গাছও রয়েছে দেখছি। দারুণ করেছেন কলেজের ফটোগ্রাফি গুলো ভাই। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।

 22 days ago 

অনেকদিন পর কলেজ ক্যাম্পাসে এসে আপনি অনেক সুন্দর কিছু মুহূর্ত ও ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলেই আপনাদের কলেজ ক্যাম্পাসটি অনেক চমৎকার ।ধন্যবাদ ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 22 days ago 

আমাদের সেই পুরনো কলেজ ক্যাম্পাসে গেলে হাজারো স্মৃতি মনে পড়ে যায়। বন্ধুদের সাথে দেওয়া আড্ডা, একসাথে বসে গল্প করা, সবকিছুই যেন চোখের সামনে ভাসে তখন। আপনি আপনার কলেজ ক্যাম্পাসে গিয়ে অনেক সুন্দর কিছু মুহূর্ত অতিবাহিত করেছিলেন। কলেজ জীবনের দিনগুলো আসলে কিন্তু অনেক বেশি আনন্দের ছিল। যেগুলো এখন আর আমরা চাইলেও ফিরে পাবো না। কিন্তু স্মৃতির পাতায় অবশ্যই থেকে যাবে। আপনি কলেজ ক্যাম্পাসে যেমন ঘুরাঘুরি করেছিলেন, তেমনি আশপাশ থেকে সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন, যেগুলো শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 66278.74
ETH 3072.53
USDT 1.00
SBD 3.68