মেঘলা আকাশের নিচে প্রকৃতি ঘেরা গ্রামে ফুটবল খেলা উপভোগ করা

আচ্ছালামুয়ালাইকুম প্রিয় ব্লগার বন্ধুরা, আসা করি আল্লাহর রহমতে ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি।

পারিবারিক চাপের কারনে আপনাদের মাঝে অনিয়মিত হয়ে গেছি। এরই মাঝে ফোনটাও ফ্যাক্টরি রিসেট দিতে হয়েছে। সবকিছু মিলিয়ে একটু বাজে অবস্থা কাটিয়ে উঠেছি।

এরই মাঝে সমবয়সী ক্লাসমেট (আতিক মামা) ছোট্ট মেছেজ দিয়ে দুপুরে জানিয়ে দেয় "বিকেলে খেলা আছে, দেখতে যেতে হবে"

যেহেতু বিকেলে তেমন কোন কাজ ছিলো না, তাই জানিয়ে দেই ঠিক আছে।

IMG20220812180636.jpg

গরমের দিন হিসেবে মেঘযুক্ত আকাশ এর সাথে বাতাশের নিস্তব্ধতা একটু বেশি খিট খিটে অবস্থা।

বিকেল ৪ঃ৫০ এর দিকে বের হই, এবং রওনা দেই ক্লাসমেট মামার বাড়িতে, সেখান থেকে ওকে নিয়ে বের হতেই আসরের আযান কানে আসে, এবং নিয়ত করা হয় নামাজ পড়ে তার পরে খেলা দেখতে যাবো।

অবশেষে নামাজ শেষ করে খেলা দেখার উদ্দেশ্য রওনা হই।

যদিও কিছুটা দুরের রাস্তা ছিলো, তবুও হেটেই যাওয়ার সম্মতি হয় দুজনেরই, তাই হেটেই যাওয়াই শুরু করি। এবং বিকেলে হাটার উপকারিতা সম্পর্কে আলচনা করতে থাকি।

হাই স্কুলের ক্লাসমেট ২০১৩ সালে এক সাথে এস.এস.সি দিয়েছি। তার পরে ঈদের দিন গুলা ছাড়া তেমন দেখাই হয় না। অনেকদিন পরে ঢাকা থেকে বাড়িতে আসছে।

মাঠের কাছাকাছি পৌঁছাতেই আমি জিজ্ঞেস করি "খেলা কখন শুরু হবে"?
ও উত্তর দেয় " বিকেল ৪টায়"
ওর উত্তর শুনে মেজাজটা খিট খিটে লাগলো।

আমরা যখন মাঠে পৌছাই তখন বাজে ৫ঃ২৬ এর মত। তখনো খেলা শুরু হয় নাই।

IMG20220812173225.jpg

খেলা শুরু না হওয়া নিয়ে গবেশনা করে বের করলাম যে, প্রচন্ড গরম এর কারনে এখনো খেলা শুরু করতে পারেনি।

অবশেষ বিকেল ৫ঃ৪০ এ খেলা শুরু হয়

IMG_20220813_211228.jpg

ছবিঃ খেলা শুরু সময়

ভেবেছিলাম খেলাটা খুবই বড়সড়ো করে হবে, কিন্তু ভাবনাটা একটু বেশিই ছিলো। আমাদের গ্রামের নতুন এস.এস.সি ব্যাচ এর বিভক্ত দুই এলাকার ছাত্রদের খেলা।
সোনাপদ্মা মধ্য পারা এবং সোনাপদ্মা উত্তর পারা

যাই হোক যেহেতু এসেছি খেলা উপভোগ করেতে থাকি।

খেলা শুরুর প্রথম ১০ মিনিটেই মধ্য পারা ২ গোল খেয়ে বসে।

এখান থেকে বুঝতে সমস্যা হলো না গোল খাওয়ার পেছনের কারন কি ছিলো। এই ১০ মিনিটে খেলার ধরন দেখে মনে হচ্ছিলো যাদের টিম মেটের প্রতি আস্থা আর বিশ্বাস এর অভাব থাকে তারা ভালো খেলয়ার হওয়ার পরেও হার নিয়ে ফিরতে হবে।

IMG20220812182157.jpg

প্রথম ১০ মিনেটে দুইটা গোল হওয়াতে বাদাম কিনে আনি, কারন গোল খাওয়া আর দেওয়া যত বেশি হবে তত মজা আসবে। আর এই আনন্দ কে পূর্ণতা দিবে বাদাম।

দুই গোল খাওয়ার পরে একজন মুরুব্বি আমাদের সামনে হাজির, তাই ক্যমেরা বন্দি করে রেখে দিয়েছিলাম।

IMG_20220813_211104.jpg

ছবিঃ খেলা চলমান মাঠ

দুই গোল খাওয়ায় কিছুটা ক্ষিপ্ততা নিয়ে একটা গোল দিতে সক্ষম হয় ১৫ মিনিট পরেই।

এর পরে হাপেনার হয়…….

হাপেনারের পরে আর গোলের কোন লেনদেন হয় না। উরাধুরা সট খেলেই খেলার সমাপ্তি ঘটে।

শুরুটায় যতটা মজা দিয়ে হয়েছিলো, শেষটায় সকল দর্শক ততটাই ক্লান্তকর হয়।

খেলার সর্বশেষ ফলাফল হয় ২-১ গোলের
সোনাপদ্মা উত্তর পারা ২ - ১ সোনাপদ্মা মধ্য পারা

এভাবেই শেষ করে ফিরে আসি বাড়ির দিকে,,,,,

ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসওপ্পো এফ ১৯ প্রো
ফটোগ্রাফার@myfriendmamun
স্থাননতুন ভারেঙ্গা উচ্চ বিদ্যালয়

প্রিয় ব্লগার বন্ধুরা আজ এ পর্যন্তই, আসাকরি এই খেলা আপনাদেরও প্রিয়, এবং আমার এই পোষ্টি আপনাদের ভালো লাগবে।

সকলের সুস্থতা কামনা করে আজ এ পর্যন্তই,,,,,,

আমার পরিচয়

PicsArt_12-12-08.02.49.jpg

আমি ,আল - মামুন

আমার বাড়ি পাবনা জেলায়

বাংলা আমার মাতৃভাষা, আমি আমার মাতৃভাষাকে ব্যবহার করতে ভালোবাসি, এ ভাষায় আমি আমার মনের ভাব প্রকাশ করে শান্তি লাভ করি। এই ভাষাতে ব্লগিং করার জন্য "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার পথ চলা শবে মাত্র শুরু। বর্তমানে আমি লেভেল-৪ এ ক্লাসরত আছি

@MyFriendMamun.png
আমার বাংলা ব্লগ, বাংলা ভাষার ঐতিহ্য

Sort:  
 2 years ago 

ফুটবল খেলা দেখতে এবং ফুটবল খেলতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমিও কয়েকদিন আগে ফুটবল খেলা দেখতে গিয়েছিলাম। আপনার সুন্দর এই ফুটবল খেলার মুহূর্ত আমাদের সকলের মাঝে চমৎকার ভাবে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বা ভাইয়া ফুটবল খেলার প্রকৃতিক অনুভূতিটি পরে অনেক ভালো লাগলো । আপনি অনেক সুন্দর ভাবে ছায়া ঘেরা য়ে মধ্যে বসে গ্রামের ফুটবল খেলা উপভোগ করেছেন। সুন্দর সময় উপভোগ করার পাশাপাশি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া

অনেক অনেক ধন্যবাদ মনযোগ দিয়ে পোষ্টি পড়ার জন্য

 2 years ago 

আমার ফুটবল খেলা দেখতে অনেক ভালো লাগে তবে আমি নিজে খুব ভালো খেলতে পারি না। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো ভাই। আমিও আপনার পোস্টের মধ্যমে খেলা উপভোগ করলাম।

অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে,,,,, অনেক অনেক ধন্যবাদ আপনাকে

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

 2 years ago 

আপনার কথা শুনে বোঝা যাচ্ছে ভাইয়া আপনি ফুটবল খেলার অনেক ফ্যান হেটে আপনি ফুটবল খেলা দেখতে গিয়েছেন। আমারও ফুটবল খেলা দেখতে অনেক ভালো লাগে। আমাদের গ্রামে প্রতিবছর প্রায় ফুটবল খেলার প্রতিযোগিতা হয়ে থাকে ।ধন্যবাদ ভাইয়া এমন পোস্ট শেয়ার করার জন্য।

আপনার মন্তব্য দেখে বুঝতে পারলাম, আপনি পোষ্টটি সুন্দর করে পড়েছেন। আমিও আপনার মতই খেলতে তেমন পারি না

 2 years ago 

প্রথম ফটোগ্রাফি তে থাকা ছবিটি সবুজ মাঠে ফুটবল খেলার দৃশ্যটি একদম পরিষ্কার ভাবে তুলে ধরেছে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়া।

আপনার ভালোলাগার কথাটি জেনে খুবই ভালো লাগলো

 2 years ago 

গ্রাম্য পরিবেশে এখন এইরকম ফুটবল খেলা উপভোগ করে থাকি। সত্যি অনেক ভালো লাগে আমি ফুটবল খেলতে খুবই পছন্দ করি। আপনার উপভোগ করা মুহূর্ত দেখে ভালো লাগলো।

মণ্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ফুটবল খেলা আপনার পছন্দ জেনে ভালো লাগলো

 2 years ago 

গ্রামের সবুজ প্রকৃতির মধ্যে ফুটবল খেলার দৃশ্য গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। সত্যি মুহূর্তটি অনেক আনন্দের ছিল এবং সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করলেন শুভকামনা রইল।

আপনি দৃশ্য গুলো উপভোগ করেছেন জেনে খুবই ভালো লাগলো

ফুটবল আমার একটি প্রিয় খেলা। এবং ফুটবল আমিও প্রতিনিয়ত ওই বিকেলে মাঠে খেলি। আর আমার বাড়ির আশেপাশে গ্রামে যদি ফুটবল টুর্নামেন্ট হয় আমি অন্য সব কাজ ফেলে ফুটবল খেলা দেখতে চাই। ঠিক আমার মতই আপনি একজন ফুটবল প্রেমিক। মেঘলা আকাশের নিচে প্রকৃতি ঘেরা গ্রামের ফুটবল খেলা। ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনি নিখুদ ভাবে পোষ্টি পড়েছেন, আপনার মন্তব্য পরেই বোঝা যাচ্ছে। মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 60913.71
ETH 2919.21
USDT 1.00
SBD 3.71