ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম
ABB 11 অক্টোবর 2024 শুক্রবার ✅
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।
গাজানিয়া ফুল
- খুবই চমৎকার একটি ফুল এটি। এর আগে আমি এই ফুলের ফটোগ্রাফি করেছি বলে মনে হয় না। কিন্তু আমি যখন এই ফুলটি দেখেছি একটি নার্সারিতে তখন বেশ ভালো লেগেছিল। আসলে নার্সারিতে অনেক সুন্দর সুন্দর ফুল দেখা যায়। গাজানিয়া ফুলটির নামটা আমার কাছে অনেক বেশি ইউনিক লেগেছে। এ নামটা আমার জানা ছিল না। যে কোন ফুলের নাম না জানলে আমি গুগল থেকে সংগ্রহ করি। আসলে এই ফুল সম্পর্কে আমার তেমন কোন ধারণা নেই। কিন্তু দেখতে সূর্যমুখী ফুলের মত। আর এ ধরনের ফুল গুলো আমার এমনিতেই অনেক বেশি পছন্দের। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে।
সূর্যাস্ত
- দৃষ্টিনন্দন সূর্যাস্তের ফটোগ্রাফি করেছি আজ। আসলে সূর্যাস্ত যাওয়ার মুহূর্ত ফটোগ্রাফি করতে আমি বেশ ভালোবাসি। কিছুদিন আগে আমি একটি নদীর কূলে গিয়েছিলাম ঘোরার জন্য। সেই নদীর কূলে ছোট ছোট কাশফুল ছিল। কাশফুলের সাথে সূর্যাস্ত দেখতে এমনিতেই অনেক বেশি সুন্দর লাগে সবার কাছে। তখনই আমি সূর্যাস্ত যাওয়ার মুহূর্তে কাশফুল দিয়ে এই ফটোগ্রাফি করেছি। সব মিলিয়ে ফটোগ্রাফিটির দুর্দান্ত লেগেছে আমার কাছে। যার কারণে আজ আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে।
Dog flowe
- খুবই সুন্দর একটা ফুলের ফটোগ্রাফি। আসলে ফুলের নাম আমার জানা ছিল না। ফুলের নামটি আমি গুগল থেকে সংগ্রহ করেছি। গুগলে সার্চ দেওয়ার পর এর নামটি এসেছে। কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। সাদা এবং হলুদের মিশ্রণে ফুলের কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর। যে কেউ দেখলে মুগ্ধ হয়ে যাবে। এজন্য আমি যখন দেখেছি তখন মুগ্ধ হয়ে ফটোগ্রাফিটি করেছি। এবং আজ আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি আশা করি আপনাদের সবার কাছেও এটি ভালো লাগবে। এ ফটোগ্রাফিটি আমি একটা নার্সারি তৈরি করেছি।
অন্যরকম ফটোগ্রাফি
- আজ আমি ভিন্ন ধরনের একটি চমৎকার ফটোগ্রাফি করেছে। মাঝে মাঝে এমন কিছু ফটোগ্রাফি থাকে যেগুলোর নাম থাকে না। হঠাৎ করে একটি গাছের নিচে বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করে গাছের উপরের দিকে তাকিয়ে দেখলাম গাছের গায়ে ছোট ছোট কিছু গাছ রয়েছে। বিষয়টা আমার কাছে খুব চমৎকার লেগেছিল। আর সঙ্গে সঙ্গে আমি ফটোগ্রাফি করে ফেলেছি। ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আশা করি আপনাদের সবার কাছেও আজকের এই অন্যরকম চমৎকার ফটোগ্রাফিটি ভালো লাগবে।
নৌকা ⛵
- খুবই চমৎকার একটি চলন্ত নৌকার ফটোগ্রাফি। মাঝে মাঝে নদী দেখতে গেলে সেখানে নৌকা চলন্ত দেখা যায়। ইঞ্জিল চালিত এই নৌকাগুলো অনেক বেশি ভালোলাগে আমার কাছে। অনেক দ্রুত এই নৌকাগুলো এক দিক থেকে অন্যদিকে ছুটে যায়। বিশেষ করে এ নৌকাগুলো দিয়ে মাছ ধরার কাজে ব্যবহার করা হয়ে থাকে। নদী গুলোর মধ্যে যখন জোয়ার আসে তখন মাছ ধরার চেষ্টা করে তারা। এবং পচুর পরিমাণে মাছ ধরতে পারে। এ বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার আশা আছে আমি কখনো এদের সাথে যাব কিভাবে মাছ ধরে তা দেখব। আশা করি আজকের এই ফটোগ্রাফিটি আপনাদের ভালো লাগবে।
Camera 📸 Samsung S23 Ultra
Location
বিঃ ফটোগ্রাফি করা একটি শিল্প। যা সবার দ্বারা সম্ভব হয় না। ভালো ফটোগ্রাফি করার জন্য অভিজ্ঞতার খুব প্রয়োজন। অভিজ্ঞতা আপনা আপনি আসে না। অভিজ্ঞতা অর্জন করে নিতে হয়। কয়েকটি বিষয় খেয়াল রাখলে ভালো ফটোগ্রাফি করা যায়। বিশেষ করে ফটোগ্রাফি করার জন্য ক্যামেরার গাইডলাইন ব্যবহার করা খুবই প্রয়োজন। গাইডলাইন সম্পর্কে কিছু জ্ঞান থাকতে হবে। এবং কোন অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি করলে ছবিগুলো সুন্দর দেখাচ্ছে তা দেখতে হবে। ভালো ছবি তোলার জন্য একটা ছবিকে কয়েক অ্যাঙ্গেল থেকে তুলতে হবে। যে অ্যাঙ্গেলটি আপনার কাছে সেরা মনে হয় সেটি সবার মাঝে শেয়ার করতে হবে। বিশেষ করে যখন ছবি তুলবেন অর্থাৎ ক্যামেরায় ক্লিক করবেন তখন নিঃশ্বাস বন্ধ রেখে ক্লিক করতে হবে। যখন নিঃশ্বাস বন্ধ থাকবে তখন ক্যামেরা নড়াচড়া করবে না। আর তখনই খুবই পরিষ্কার ছবি পাওয়া যাবে। আশা করি এই কয়েকটি বিষয় খেয়াল রাখলে খুব ভালো ফটোগ্রাফি করতে পারবেন। আমি আশা করি রেনডম ফটোগ্রাফি সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।
পোস্ট বিবরণ
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ক্যামেরা | Samsung S23 Ultra |
পোস্ট তৈরি | narocky71 |
লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
<I'm p/center>
বাহ ভাইয়া দারুণ দারুণ অসম্ভব সুন্দর হয়েছে ভাইয়া। প্রতিটি ফটোগ্রাফি অনেক দারুণ ভাবে তুলেছেন আপনি। বিশেষ করে গাজানিয়া ফুলের ফটোগ্রাফি দারুণ লেগেছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
এই ফুলটা আসলেই অনেক চমৎকার হয় দেখতে।
https://x.com/NARocky4/status/1844623667046535664?t=iIiuF9IpyD3s4lP2SiJubw&s=19
আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী চোখ জুড়ানোর মতো।আর আপনি ফটোগ্রাফি করতে অনেক বেশি পারদর্শী। আপনি খুবই সুন্দর করে আপনার মোবাইল ক্যামেরার মাধ্যমে প্রতিটি ফটোগ্ৰাফী একদম সুন্দর ভাবে ধারণ করেছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন। বিশেষ করে আপনার তোলা দৃষ্টিনন্দন সূর্যাস্তের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে।
আমি সব সময় সুন্দর সুন্দর ফটোগ্রাফি করার জন্য চেষ্টা করি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে।
আপনার রেনডম ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লাগে। খুবই দক্ষতার সাথে এবং যত্ন সহকারো ফটোগ্রাফি গুলো করে থাকেন। সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি ছিল অসাধারণ।
হ্যাঁ ভাই অনেক দক্ষতার সাথে এবং যত্ন করে ফটোগ্রাফি গুলো করা হয়।
ওয়াও অসাধারন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার তোলা প্রতি টা ফটোগ্রাফি আজকে সুন্দর ছিলো।বিশেষ করে গাজানিয়া ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
গাজানিয়া ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো।
আপনার ফটোগ্রাফি মানেই দারুন দারুন ফটোগ্রাফি। বরাবরই খুব সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেন। আজকের প্রত্যেকটা ফটোগ্রাফি ও ভীষণ সুন্দর হয়েছে। গাজানিয়া ফুলের ফটোগ্রাফি টা অনেক বেশি ভালো লেগেছে। সূর্যাস্তের ফটোগ্রাফি তো অনেক বেশি ভালো লাগলো দেখে। ধন্যবাদ আপনাকে মনোমুগ্ধকর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আমার নিজের কাছেও এই ফুলটার ফটোগ্রাফি ভালো লেগেছে, আর সূর্যাস্ত দেখতেও সুন্দর লেগেছে।
আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে ভাইয়া । বিশেষ করে নৌকার ফটোগ্রাফিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। নদীর ধারে বন দেখতে অসাধারণ লাগতেছে।
এরকম দৃশ্য আসলে অনেক সুন্দর। নদীর ধারে বন দেখতে অসাধারণ লাগছে শুনে ভালো লাগলো।
আপনারা প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেন তা দেখে আমার সত্যি খুব ভালো লাগে। আচ্ছা সুন্দর সুন্দর ফটোগ্রাফি সত্যি মন ছুঁয়ে দেওয়ার মত। প্রত্যেকটা ফটোগ্রাফি সম্পর্কে আপনি যে ধারণা দিয়েছেন তা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমি চেষ্টা করি সুন্দর ফটোগ্রাফি করে বর্ণনা ও সুন্দর করে তুলে ধরার জন্য। যেন আপনারা ফটোগ্রাফি সম্পর্কে ধারনা নিতে পারেন।
ভাই আপনার ফটোগ্রাফি দক্ষতা সত্যিই অসাধারণ লেভেলের। এর আগেও আপনার ফটোগ্রাফি দেখেছি আমার কাছে অনেক ভালো লাগে। আজকের প্রত্যেকটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে। বিশেষ করে গাজানিয়া ফুলের ফটোগ্রাফিটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আমার ফটোগ্রাফি আপনার কাছে ভালো লাগে শুনে খুশি হলাম।
ঠিক বলেছেন ভাইয়া মাঝে মধ্যে এমন ধরনের ফটোগ্রাফি থাকে যার নাম থাকে না ।আপনার রেনডম ফটোগ্রাফির অ্যালবাম আমার কাছে অনেক ভালো লেগেছে ।ধন্যবাদ ভাইয়া ফটোগ্রাফির অ্যালবাম আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমি এভাবেই ফটোগ্রাফি করার জন্য চেষ্টা করবো।