ভ্রমণ : নাশিয়াকে নিয়ে নৌকা ভ্রমণ করার মুহূর্ত

in আমার বাংলা ব্লগ14 days ago

Abb 22 এপ্রিল 2024 সোমবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

20240205_124231 (1).jpg

আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে ভ্রমণ করার একটি পোস্ট নিয়ে হাজির হলাম। প্রায় সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে আমার ভীষণ ভালো লাগে। আজ ও আমি একটি জায়গায় ঘুরতে গিয়েছি। ‌মাঝে মাঝে ঘুরতে গেলে মন এবং শরীর দুটোই ভালো থাকে। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।

20240205_124028.jpg

কিছুদিন আগে হঠাৎ করেই বের হলাম নাশিয়াকে নিয়ে। আসলে শুধু মেয়েকে নিয়ে ঘুরাঘুরি খুবই কম করা হয়। সোনিয়া সহ মেয়েকে নিয়ে প্রায় সময় বিভিন্ন জায়গায় যাই। কারণ ঘুরাঘুরি করতে আমি নিজেও খুব বেশি পছন্দ করি। যার কারনে আমি ঘুরাঘুরি করে থাকি। প্রত্যেক সপ্তাহে কয়েকবার ঘুরার চেষ্টা করি বিভিন্ন জায়গায়।

20240205_124129.jpg

ঈদের আগ মুহূর্তে যখন নদী দেখতে গিয়েছিলাম তখন ভীষণ ভালো লেগেছিল। মেয়েকে নিয়ে নৌকা ভ্রমন করে অনেক বেশি আনন্দ পেয়েছিলাম। বিশেষ করে নৌকাতে যখন নাশিয়া উঠেছিল তখন অনেক বেশি খুশি হয়েছিল। আসলে নৌকা ভ্রমন করতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। প্রথমত মনে করেছিলাম মেয়েটি ভয় পাবে। ভয় পেলে পুরো আনন্দটা মাটি হয়ে যাবে।

20240205_124131.jpg

আসলে যেমন ভেবেছি তেমন হলো না। নৌকাতে ও ওঠার পর মেয়েটা অনেক বেশি খুশি হয়েছিল। সে অনেক মজা পেয়েছিল। আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লেগেছিল তার আনন্দ দেখে। মেয়েটির আনন্দ দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। যার কারণে মেয়েকে নিয়ে একেকবার একেক জায়গায় চলে যায়। আমি যখন মেয়েটিকে নিয়ে মোটরসাইকেল করে বাড়ি থেকে বের হচ্ছিলাম তখন অনেক কিছু ভাবতেছিলাম।

20240205_124221.jpg

মেয়েকে নিয়ে এত দূর যেতে পারবো কিনা। পথের মধ্যে যদি মোটরসাইকেলের মধ্যে ঘুমিয়ে পড়ে তাহলে কি করব। কারণ মাঝে মাঝে তাকে নিয়ে বিভিন্ন জায়গায় গেলে মোটরসাইকেলের মধ্যে ঘুমিয়ে পড়ে । যখন ঘুমিয়ে পড়ে তখন অনেক কষ্ট করতে হয় আমার। কারণ তখন সামনে বসিয়ে মোটরসাইকেল চালাতে পারিনা। এভাবে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।

20240205_124607.jpg

যার কারণে আমি চেষ্টা করি সব সময় কাছে কোথাও ঘুরতে নিয়ে যেতে। যেন ঘুমিয়ে পড়লে তাকে নিয়ে দ্রুত বাসায় চলে আসতে পারি। যখন দূরের উদ্দেশে রওনা হলাম তখন এই বিষয়গুলো বারবার মনে পড়তেছে। কিন্তু সৃষ্টিকর্তার অশেষ রহমতে তার ঘুম আসে নাই ঐদিন। নৌকাতে উঠার পর অনেক বেশি খুশি হয়েছিল। যে আনন্দটা আমাকে অনেক বেশি আনন্দিত করেছে।

20240205_124604.jpg

পরবর্তীতে আমি ভাবলাম মাঝে মাঝে তাকে নিয়ে একা একা নৌকা ভ্রমণ করতে চলে আসতে হবে। সে যেন এমন মজাটা করতে পারে। ছোট বাচ্চারা যখন খেলাধুলা, দৌড়াদৌড়ি , ঘুরাঘুরি করে থাকে তখন অনেক বেশি মেধা বিকাশ হয়। যা ভবিষ্যতে তার অনেক বেশি কাজে আসবে। আমি যখন তাকে নিয়ে ঘুরাঘুরি করি তখন অনেক বেশি ভালো লেগেছিল।

20240205_124454.jpg

কিছুদিন আগে তাকে নিয়ে আবার আরো একটি পার্কে গিয়েছিলাম সেই পোস্ট আপনাদের মাঝে শেয়ার করব খুব শীঘ্রই। সে পোস্টটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। মাঝে মাঝে যখন দূরে কোথাও ঘুরতে যাই তখন অনেক বেশি ভালো লাগে। কারণ ঘুরাঘুরি করলে মন মানসিকতা অনেক বেশি ভালো লাগে। যার কারণে আমি সব সময় চেষ্টা করে ঘুরাঘুরি করার জন্য।

20240205_124251.jpg

এজন্য পরিবারের সবাইকে নিয়ে মাঝে মাঝে অনেক দূরে দূরে চলে যাই প্রাকৃতিক দৃশ্যের মাঝে। মাঝে মাঝে চলে যাই বিভিন্ন নদী দেখতে। নদীর পাড়ে বসে সময় কাটাতে। আবার মাঝে মাঝে চলে যায় পাহাড় দেখতে। পাহাড়ের দিকে তাকিয়ে থাকতেও আমার অনেক বেশি ভালো লাগে। তেমনি কয়েকদিন আগে মেয়েকে নিয়ে নদী দেখতে গিয়েছিলাম এবং নদীতে নৌকা ভ্রমণ করেছিলাম। সেই মুহূর্তটাও আমার অনেক বেশি ভালো লেগেছিল।

20240205_124250.jpg

20240205_124235.jpg

20240205_124231.jpg

20240205_124226.jpg

20240205_124258.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীভ্রমণ
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 14 days ago 

নাশিয়া দেখি অনেক বড় হয়ে গেছে। ঙআর অনেক সন্দুর হয়েছে। নাশিয়াকে নিয়ে আপনি নৌকাতে অসাধারন ভ্রমণের মুহূর্ত শেয়ার করলেন। আসলে বাবার সাথে মেয়ের, অসাধারণ মুহূর্ত উপভোগ হয়েছে এবং পরবর্তীতে পার্কে ভ্রমণের ফটোগ্রাফি গুলো দেখতে পাব আশা করছি।

 14 days ago 

আসলেই দারুন মুহূর্ত উপভোগ করেছি নৌকা ভ্রমণে।

 14 days ago 

বাচ্চাদের নিয়ে ভ্রমণ করলে তারা অনেক খুশি হয়। তাই বাচ্চাদের নিয়ে ভ্রমণ করা উচিত আপনি আপনার মেয়েকে নিয়ে খুবই সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন। আর এই ভ্রমণের মুহূর্তগুলো আমাদের সাথে করেছে। একটি পার্কে ভ্রমণ করেছিলেন আশা করছি সেই ফটোগ্রাফি গুলো খুব তাড়াতাড়ি শেয়ার করবেন। আজকের দৃশ্যগুলো দেখে অনেক ভালো লাগলো।

 14 days ago 

চেষ্টা করেছি নৌকা ভ্রমণের মুহূর্তটা সবার মাঝে শেয়ার করার জন্য।

 14 days ago 

নাশিয়াকে নিয়ে চমৎকার মুহূর্ত উপভোগ করেছেন। ছোটদের সাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। আপনার মেয়ে দেখতে মাশাআল্লাহ অনেক কিউট। নাশিয়ার হাসিমাখা মুখ দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। মাঝে মধ্যে ফেসবুকে দেখি। আপনার মেয়ের জন্য শুভ কামনা রইলো ভালো থাকবেন।

 14 days ago 

নাশিয়াকে দেখে ভালো লেগেছে শুনে খুশি হলাম। দোয়া করবেন আমার মেয়ের জন্য সব সময়।

 14 days ago 

বাবুকে নিয়ে নৌকা ভ্রমণের সুন্দর মুহূর্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখছি। আপনার সুন্দরী নৌকা ভ্রমণ দেখে বেশ ভালো লেগেছে আমার। মাঝেমধ্যে এভাবে বাইরের পরিবেশে ঘুরতে যাওয়ার প্রয়োজন আছে। এতে মন ভালো থাকে।

 14 days ago 

আমাদের নৌকা ভ্রমণ দেখে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 14 days ago 

নাশিয়াকে নিয়ে তুমি একা একা নৌকা ভ্রমণে গিয়েছিলে। এটা আমার কাছে খুব ভালো লেগেছিল। তুমি যখন বলেছিলে নৌকা ভ্রমন করবে, আমিও তো ভেবেছিলাম নাশিয়া অনেক বেশি ভয় পাবে। এখন তো দেখছি নাশিয়া আসলেই ভয় পায়নি। নাশিয়া তো দেখছি অনেক বেশি আনন্দিত নৌকায় চড়তে পেরে। চিপস খেতে খেতে নৌকায় চড়তেছে দেখছি সে। ভালোভাবেই উপভোগ করলাম নাশিয়াকে নিয়ে নৌকা ভ্রমন করার মুহূর্তটা। অনেক সুন্দর করে মুহূর্তটা তুমি সবার মাঝে শেয়ার করেছো।

 14 days ago 

নাশিয়া আসলেই অনেক বেশি খুশি হয়েছিল নৌকা ভ্রমণ করতে পেরে।

 14 days ago 

নাশিয়াকে দেখতে ভীষণ ভালো লাগতেছে। আমারও ইচ্ছা করে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে পরিবারকে নিয়ে। আপনি পরিবারের সাথে বেশ সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছেন। নৌকায় মুহূর্তটা বেশ সুন্দর ছিল। এখানে চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। পরিবেশটা ভীষণ সুন্দর ছিল। পানিগুলো এতটাই দারুন লাগছিল মন বলছিল যেন তাকিয়ে থাকি। সুন্দর মুহূর্ত তুলে ধরেছেন অসাধারণ।

 14 days ago 

ইচ্ছে যখন করবে তখনই বেরিয়ে পড়বেন ঘুরতে যাওয়ার জন্য। চারপাশের সৌন্দর্য আসলেই সুন্দর ছিল।

ভাইয়া আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন নাশিয়াকে নিয়ে। কিছু দিন আগে আমি নৌকা ভ্রমন পোস্ট শেয়ার করেছিলাম। শুনে বেশ ভালো লাগলো ভাইয়া মাঝে মাঝে আপনি পরিবারকে নিয়ে অনেক দূরে বেড়াতে চলে যান নদীর পাড়ে অথবা নৌকা ভ্রমণে। ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। শুভকামনা রইল আপনার জন্য অনেক আনন্দময় সময় কাটিয়েছেন নাসিয়াকে নিয়ে নৌকা ভ্রমন মুহূর্তে।

 14 days ago 

ঘুরাঘুরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাই তো বেশিরভাগ সময় ঘুরতে চলে যাই।

 14 days ago 

মেয়েকে নিয়ে নৌকা ভ্রমণ করেছেন জানতে পেরে বেশ ভালো লাগলো ভাই। আপনি একদম ঠিক বলেছেন ভাই আসলে মাঝে মাঝে কোথাও যদি দূরে ঘুরতে যাওয়া যায় সত্যি বেশ ভালো লাগে। মেয়েকে নিয়ে নৌকা ভ্রমনে বেশ দারুন সময় পার করেছেন দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তৈরি করে শেয়ার করার জন্য।

 14 days ago 

মাঝে মাঝে ঘুরতে গেলে আসলেই ভালো লাগে। তাইতো সময় পেলে গিয়ে থাকে।

 14 days ago 

ভাই, প্রথমে আমাদের ছোট্ট কিউট সোনামণি নাশিয়া মামুনির জন্য অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। নৌকা ভ্রমনে গিয়ে মামনি খুব খুশি হয়েছে তা ওর চেহারায় ফুটে উঠেছে। আর তাইতো ওর হাসিমাখা মুখ খানি দারুন লাগছে। যাইহোক ভাই, নাশিয়া মামুনিকে নিয়ে নৌকা ভ্রমণের মুহূর্তটুকু খুব উপভোগ করেছেন শুনে ভীষণ ভালো লাগলো। আর আপনাদের নৌকা ভ্রমণে কাটানো সুন্দর সময়টুকু শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 14 days ago 

হ্যাঁ ভাই নাশিয়া অনেক খুশি হয়েছে। আপনাদের মাঝে মুহূর্তটা শেয়ার করার চেষ্টা করলাম।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64230.75
ETH 3149.35
USDT 1.00
SBD 3.85