হাঁস কিনতে চর এলাহি যাওয়া।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হাঁস কিনতে চর এলাহি যাওয়া। |
---|
এইতো দুদিন আগে হঠাৎ করেই আমি এবং আমার বোনের হাসব্যান্ড দুজনে মিলে গল্প করতে করতে বললাম শীত এলো কিন্তু হাঁস খাওয়া হচ্ছে না। হাঁসের পার্টি দেওয়া যায় কিনা। তখন ভাইয়া বলল হ্যাঁ দেওয়া যায় তবে হাঁস কোথায় থেকে নিবে। তখন আমি আমাদের আশেপাশের একটি বাজারে কথা বললাম। তখন তিনি বললেন সেখানে নয় বরং অন্য একটি জায়গায় আরো ভালো হাঁস পাওয়া যায়।
যথারীতি দুজনে কথা বলে সিদ্ধান্ত নিলাম যে চর এলাহি বাজার থেকে হাঁস কিনে আনবো। ওখানে ভালো হাঁস পাওয়া যায়।দুজনে মিলে একটা তারিখ নির্ধারণ করলাম ওই তারিখে আমরা যাব। তবে আমাদের সাথে আরেকজন লোক যাওয়ার কথা ছিল।যদিও সে পরে যেতে পারেনি। যাইহোক তার পরিবর্তে আমার ভাগিনা আমাদের সাথে গিয়েছে।তো আমরা দুই বাইকে করে রওনা হলাম।
আমার বাইকে ভাগিনা ছিল,আর ভাইয়া একা ড্রাইভ করেছিল। আমরা যেতে যেতে চর এলাহি পার হয়ে এলাহি বাজারে চলে গেলাম। আমরা সকাল দশটা রওনা হয়েছি সাড়ে এগারোটায় সেখানে পৌঁছে গেলাম। তবে যখন গিয়ে পৌছালাম তখন যে এরিয়ার মধ্যে বাজার বসে সেটি এখনো বসে নি। একজনকে জিজ্ঞাসা করলাম যেখানে হাঁস উঠবে নাকি।
তিনি বললেন হ্যাঁ অনেক হাঁস উঠবে, তবে এখন না খাওয়ার পরে। তখন আমরা সেখান থেকে এলাহি ঘাটের দিকে চলে গেলাম। সেখানে অনেকক্ষণ ঘুরাঘুরি করে কিছু ফটোগ্রাফি করে সেখান থেকে আবার ফিরে এলাম চর এলাহি বাজারে।এরপর খাবারের সময় হলো তখন দেখতে পাই কিছু কিছু কাঁচামালও আসতে লাগলো বাজারের দিকে। আর কিছু বড় ব্যবসায়ী সবগুলো কাঁচামাল নিয়ে নিচ্ছে পাইকারি ধরে।
যেমন ধরুন আমাদের সামনে কুমড়ার পিস ৪৫ টাকা করে নিয়েছে। এক একটা কুমড়া দুই কেজি থেকে শুরু, উপরে তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত হবে। আর ওই লোক ১কেজি ৫০ টাকা করে সেল দিবে।যাইহোক এইরকম অনেক কিছুই দেখলাম।অনেকক্ষণ ঘুরাঘুরির পর আমরা হোটেলে খেতে গেলাম।খাওয়া দাওয়া শেষ করে আবার বাজারের দিকে গেলাম, তখন দেখলাম কয়টি লোক হাঁস নিয়ে বাজারে আসলো।
এরপর দেখতে পেলাম এক ব্যাপারি হাঁসগুলো রিক্সা থেকে নামানোর আগেই সেগুলো দাম দর করে নিয়ে নিয়েছে।পরে আমরা যখন কিনতে গেলাম তখন সে অনেক বেশি দাম চাইল আমাদের কাছে।এভাবে যতগুলা আসতে লাগলো এদিকে সবগুলোই ব্যাপারি দাম করে নিয়ে যায়। আর সে ব্যাপারি থেকে আমরা নিতে চাইলে তারা অনেক বেশি দাম বলে।
যাইহোক বাকিটা আরেকদিক শেয়ার করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | জেনারেল রাইটিং । |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
লোকেশন | - বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
https://x.com/Nevlu123/status/1869202955637055712
Upvoted! Thank you for supporting witness @jswit.
🙏🪄💫
অদ্ভুতভাবেই যেন হাঁসের নিলাম হল দেখলাম। আগামী পর্বের জন্য অপেক্ষা করবো কারণ আমিও জানতে ইচ্ছুক আপনি কিভাবে হাঁস পার্টির জন্য হাঁস কিনে নিয়ে গেলেন।
জি পর্ব শেয়ার করেছি।।
প্রথমত এত দূরে হাঁস কেনার জন্য গিয়ে পোষাবে কিনা সেটাই চিন্তা করছি।পরে তো হাঁস দেখে মোটামুটি ভালো লাগলো। তবে সেখানে যেভাবে হাঁস নিলাম হচ্ছে সেই হিসেবে হাঁসের দাম বেশি হওয়ারই কথা। আগামী পর্বের অপেক্ষায় রইলাম।
একদম ঠিক বলেছো।।
তাহলে তো বেশ লাভ করবে। আমাদের এখানেও ৪০/৫০ টাকা কেজি কুমড়া বিক্রি করা হয়ে থাকে। যাইহোক আপনার বোনের হাসবেন্ড এবং ভাগিনার সাথে হাঁস কিনতে চর এলাহি গিয়েছেন,জেনে খুব ভালো লাগলো ভাই। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাইজান। ♥️