স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।মূলত কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে, তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু অনু কবিতি শেয়ার করতে।
আজকে প্রথমে ভেবেছিলাম অন্য কোন পোস্ট করবো, তবে সময় না পাওয়াতে চিন্তা করলাম অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। আর সেজন্যই মূলত আজকে ছোট ছোট অনু কবিতার মাঝে অন্ত মিল রেখে কিছু অনু কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই অনু কবিতাগুলো ভালো লাগবে।
আসলে কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে কবিতা সব সময় লিখতে পারা যায় না। কারণ কবিতা লেখার জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়, কিছুটা আনমনে কল্পনা করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু লাইন লিখে আবার কেটে ফেলতে হয়। আবার মাঝে মাঝে একটি লাইনের সাথে আরেকটি লাইন বা ছন্দ মিলিয়ে এগিয়ে নিতে হয় কবিতার লাইন গুলোকে। এতে করেই কবিতা সম্পূর্ণতা লাভ পায়।
তবে অনু কবিতার ক্ষেত্রে কিছু মজার বিষয় হলো, ছোট ছোট লাইনের মধ্যেই অন্তমিল রেখে মনের ভাব প্রকাশ করা যায়। মূলত কবিতাই হচ্ছে এমন যেখানে নিজের মনের অকথিত কিছু কথা সহজেই তুলে ধরা সম্ভব।তাইতো মাঝে মাঝে এরকম কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কবিতা।আশা করছি অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।
স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
জীবনের রেলগাড়িটা চলছে বিরতিহীন।
এগিয়ে যাচ্ছে শেষ স্টেশনের লক্ষ্যে।
পিছু ফিরে তাকানোর নেই সুযোগ,
কেবল দুর্বার গতিতে এগিয়ে চলা।
আর হয়তো এটাই জীবনের মানে।
অনু কবিতা-২
আমি চাই তোমাতে হতে বিলীন।
আমি চাই থাকো তুমি,আমার মনে হয়ে অমলিন।
আমি চাই পূর্ণিমর চাঁদটা তোমার হাতে দিতে তুলে।
আমি চাই তোমাতে তাকিয়ে পৃথিবী যাই ভুলে।
অনু কবিতা-৩
আজ এই অবেলায়
মনের আকাশে মেঘ।
যখন তখন নামবে বৃষ্টি,
ঝরবে সব আবেগ।
আকাশের ওই বুকে জমা,
হাজার রকম কষ্ট।
সেই কষ্টের জের ধরে,
মনটা আমার নষ্ট।
অনু কবিতা-৪
শীতল বাতাসে এক পলক দেখেছি তোমায়।
তোমার উষ্ণতায় জড়াবে কি আমায়?
ভালোবেসে কাছে এসে দিবে একটু ঠাঁই?
তোমার মনে আমি শুধু একটু জায়গা চাই।
অনু কবিতা-৫
জীবনের চাহিদা অক্লান্ত পরিশ্রম,
দিতে হয় সর্বক্ষেত্রে সর্বদায়।
নতুবা মিলবেনা সফলতা।
অক্লান্ত পরিশ্রম আর ভাগ্যের সহায়তায়,
শুধু এনে দিতে পারে আসল সফলতা।
ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
VOTE @bangla.witness as witness
OR
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
পোস্টের ধরণ | অনু কবিতা |
ভাইয়া আপনি বরাবরই সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেন।আপনার অনু কবিতা গুলো পড়তে ভীষণ ভালো লাগে। ২ নাম্বার অনু কবিতা টি দারুণ হয়েছে ভাই। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ পলাশ ভাই ভালো থাকুন।
https://x.com/Nevlu123/status/1867763683138711967
অনেক সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন আপনি। প্রতিটা অনু কবিতা অনেক সুন্দর ছিল। আর আমার কাছে সবগুলো অনু কবিতা পড়তে অনেক ভালো লেগেছে। আপনার প্রতিটা কবিতার মধ্যে আমার কাছে প্রথম এবং শেষের অনু কবিতা একটু বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর টপিক তুলে ধরে লিখেছেন কবিতাগুলো।
চেষ্টা করেছি ভিন্ন কোন টপিক তুলে ধরতে ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাইয়া কবিতা চাইলেই সব সময় লেখা যায়। মাঝে মধ্যে কবিতার লাইনগুলো যখন ধরা দেয় তখনই লিখে রাখতে হয়। যাই হোক আপনার আজকে অনু কবিতা গুলো খুব সুন্দর হয়েছে। শেষের অনু কবিতাটি বেশি ভালো লেগেছে আমার কাছে।
চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন আপু। 💭
খুবই সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন । বরাবরই আপনি খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখে থাকেন। আপনার লেখা অনু কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এবং চেষ্টা করি সব সময় পড়ার জন্য। আপনার মত কবিতা লিখতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। সুন্দর সুন্দর অনু কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ চমৎকার ও সাবলীল মন্তব্যের জন্য /।
আপনার অনু কবিতা গুলো প্রতিটিই কিন্তু দারুন ছিল। আপনি বেশ সুন্দর করে আপনার লেখা অনু কবিতা গুলো লেখেছেন্ এবং মনের আবেগ তুলে ধরেছেন। দারুন সুন্দর এই অনু কবিতাগুলো শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ আপু সবসময় পাশে থাকার জন্য ভালো থাকুন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
💥☄️💥
তোমার লেখা প্রতিটা অনুকবিতাই দারুন হয়েছে। সব সময় সুন্দর করেই তুমি লেখ। আর তোমার লেখা কবিতা গুলো পড়তে আমার কাছে খুব বেশি ভালো লাগে। আজকেও দারুন কিছু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছ।কবিতাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ তোমাকে ভালো থেকো সর্বদায়।
কি দারুন দারুন আপনি কবিতা লিখেছেন। আসলে কবিতার লাইন গুলো যখন তখন আসে আর সেই মুহূর্তগুলোতে লিখে রাখতে না পারলে পরবর্তীতে আর লেখা যায় না। প্রেম, জীবন, আবেগ অনুভূতি সব নিয়ে বেশ কিছু সুন্দর কবিতা লিখেছেন আপনি।
খুব সুন্দর উপলব্ধি মূলক মন্তব্য করেছেন ধন্যবাদ।