ল্যাম্পপোস্ট সহ একটা প্রাকৃতিক দৃশ্যের চিত্রাংকন ।

in আমার বাংলা ব্লগlast month (edited)

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

IMG-20240508-WA0003.jpg

আজকে আপনাদের মাঝে আমার একটা নতুন আর্ট নিয়ে চলে এসেছি।আজকের আর্টে থাকছে একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য।যেটা আসলে একটা সুন্দর পরিবেশকে দৃশ্যমান করে।যাইহোক গত সপ্তাহে একটা আর্ট পোস্ট আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আর আজকে আবারও চলে এলাম আরেকটি আর্ট নিয়ে।
IMG-20240508-WA0004.jpg
আজকের এই আর্টের কনসেপ্ট হলো ল্যাম্পপোস্ট সহ প্রাকৃতিক একটা দৃশ্য।যেখানে গাছপালার পাশাপাশি কয়েকটি পাখি দেয়ার চেষ্টা করেছি।তবে এখানে একটা কথা বলতেই হয়,আর্ট করতে আমি একদম পারদর্শী নই, তাই আমার চেষ্টা দিয়ে যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করলাম। আসলে নতুন নতুন কিছু আপনাদের মাঝে শেয়ার করতে সবসময়ই ভালো লাগে। যাইহোক অনেক কথাই বলে ফেললাম,এখন মূল কাজে ফেরা যাক।
IMG-20240508-WA0005.jpg

প্রয়োজনীয় উপকরণ

ড্রয়িং খাতা
জল রঙ
তুলি

IMG-20240508-WA0009.jpg

প্রথম ধাপ

প্রথমেই তুলিতে নিলাম লাল রঙ। তারপর নির্দিষ্ট জায়গা মাথায় রেখে উপরের দিকটায় রঙ করে ফেললাম।নিচের দিকে কিছুটা অংশ হলুদ করে আবার উপর দিক থেকে লাল রঙ করে নিলাম।

20240507_181037.jpg20240507_181220.jpg

20240507_181318.jpg

দ্বিতীয় ধাপ

এইধাপে নিচের দিকের পুরো অংশটা হলুদ রঙ করে নিলাম। উপর থেকে নিচের দিকে লাল আর হলুদের একটা আকাশ এঁকে নিলাম।

20240507_181513.jpg

20240507_181727.jpg

তৃতীয় ধাপ

কালো রঙ তুলিতে নিয়ে ডান দিকে একটা নারকেল গাছের কান্ড এঁকে নিলাম।তারপর গাছের পাতাগুলো এঁকে নিলাম।

20240507_181923.jpg

20240507_182202.jpg

চতুর্থ ধাপ

এখন মাঝখান বরাবর একটা ল্যাম্প এঁকে নিলাম।প্রথমে ল্যাম্পের উপরের দিকের অংশটা এঁকেছি।

20240507_182338.jpg

20240507_182502.jpg

পঞ্চম ধাপ

এখন ল্যাম্পের নিচের দিকের অংশ এঁকে নিলাম।তারপর আবার ল্যাম্পের বাম পাশে কিছু গাছের পাতা এঁকে নিলাম।এভাবে ২পাশেই অনেকগুলো পাতা এঁকে নিয়েছি।

20240507_182703.jpg20240507_182752.jpg

20240507_182856.jpg

ষষ্ঠ ধাপ

এখন আকাশে কয়েকটা পাখি এঁকে নিলাম। আর সাদা রঙ দিয়ে ল্যাম্পপোস্ট এর আলো দিয়ে দিলাম। এইতো এঁকে ফেললাম একটা সুন্দর দৃশ্য।

IMG-20240508-WA0001.jpg

IMG-20240508-WA0000.jpg

ফাইনাল আউটলুক

IMG-20240508-WA0002.jpg

IMG-20240508-WA0006.jpg

IMG-20240508-WA0007.jpg

IMG-20240508-WA0008.jpg

আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের ও কাজের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণআর্ট
ক্যামেরা.মডেলএম ৩২
সম্পাদনারিসাইজ & সেচুরেশন

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 last month 

আসলে ভাইয়া, গত সপ্তাহেও খুব সুন্দর একটি আর্ট আপনার কাছ থেকে দেখেছিলাম। আজকে আবারও খুব সুন্দর একটি আর্ট নিয়ে আসলেন। আসলে আমরা সবাই সব কাজে পারদর্শী নয়। কিন্তু তারপরেও চেষ্টা করি সব ধরনের কাজের অভিজ্ঞতা নেওয়ার। আপনার আর্ট দেখে একদমই মনে হচ্ছে না যে আপনি পারদর্শী নয়। কারণ আপনার পেইন্টিংটা খুবই সুন্দর হয়েছে। ল্যাম্পপোস্টটা দেখে অনেকটা সত্যি কারের বলে মনে হচ্ছে। বেশ ভালো লাগলো আপনার আজকের পেইন্টিং।

 last month 

ঠিক ঠিক।।ধন্যবাদ মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

🙏💕🙏💤

 last month 

ল্যাম্পপোস্ট গুলো রাতের অন্ধকারে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। চমৎকার একটি পেইন্টিং ফুটিয়ে তুলেছেন। এধরনের কাজ গুলো যদিও আমি পারিনা। তবে অনেক পছন্দ করি। ভালো লাগলো আপনার পেইন্টিং দেখে ধন্যবাদ আপনাকে ভাই।

 last month 

আমি নিজেও হেল্প নিয়ে একটু একটু করে চেষ্টা করি ভাই।

 last month 

ল্যাম্পপোস্ট সহ প্রাকৃতিক দৃশ্যের চিত্র অংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম। এ ধরনের দৃশ্য দেখে চোখ ফেরানো মুশকিল হয়ে পড়ে। এরকম দৃশ্য ঘরে রাখলে ঘরে সৌন্দর্য বৃদ্ধি পায়। সুন্দর একটি অংকন পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last month 

জি ঠিক ভাই এই রকম দৃশ্য ঘরে রাখলে ঘরেরও সৌন্দর্য বৃদ্ধি পায়।

 last month 

আজকে আপনি অসাধারণ একটি ল্যাম্পপোস্ট সহ একটা প্রাকৃতিক দৃশ্যের চিত্রাংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার হাতে আর্ট করা ল্যাম্পপোস্ট সহ একটা প্রাকৃতিক দৃশ্যের আর্ট টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে আর্ট টি সম্পন্ন করেছেন। তবে তাল গাছের দৃশ্যটির জন্য আপনার আর্ট টি একটু বেশি সুন্দর লাগছে।

 last month 

চেষ্টা করেছি ভাই সুন্দর করে তুলে ধরতে।ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সব সময় এই কামনা করছি ভাই।

 last month 

ল্যাম্পপোস্ট সহ একটা প্রাকৃতিক দৃশ্যের চিত্রাংকন অসাধারণ হয়েছে, দেখে মুগ্ধ হলাম। সত্যি ভাই আপনার চিত্র অঙ্কন দক্ষতা দেখে অনেক ভালো লাগবে। খুবই সুন্দরভাবে ধাপে ধাপে শেয়ার করলেন।

 last month 

আসলে ভাই মাঝে মাঝে চেষ্টা করি আরকি। ধন্যবাদ পাশে থাকার জন্য ভালো থাকবেন।

 last month 

ভাইয়া আপনি ল্যাম্পপোস্ট সহ প্রাকৃতিক দৃশ্যের খুব সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার এই পেইন্টিং আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করতে আমিও খুব পছন্দ করি। এই দৃশ্যগুলো বাস্তবে দেখতে যেমন ভালো লাগে তেমনি পেইন্টিং এর মাধ্যমে দেখতেও খুব ভালো লাগে। পেইন্টিং এর কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month 

আসলে প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করতে আমিও খুব পছন্দ করি তবে সময়ের কারণে করা হয়না আর কি।

 last month 

আপনার চেষ্টা দিয়ে আপনি খুব ভালো করেছেন। দেখে মনে হচ্ছে যেন প্রফেশনাল কেউ আর্ট করেছে। এভাবে চেষ্টা করলে আপনি খুব ভালো আর্টিস্ট হয়ে যেতে পারবেন ভাইয়া। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমার খুবই ভালো লেগেছে।

 last month 

সব সময় করা হয়নাতো তাই এমন আর কি।।ধন্যবাদ তোমাকে ভালো থেকো।

 last month 

ল্যাম্প পোস্ট আর প্রাকৃতিক দৃশ্য দুটোই দারুন লাগছে দেখতে। ভাইয়া আপনি এত সুন্দর করে পেইন্টিং করেছেন দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে ল্যাম্প পোস্টটি দেখতে বেশি সুন্দর লাগছে। আর গাছটিও সুন্দর হয়েছে। দারুন একটি চিত্র অঙ্কন করে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last month 

আপনাদের সাপোর্ট পেলে ভালো লাগে আপু।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।,

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70853.78
ETH 3811.42
USDT 1.00
SBD 3.43