নিজ স্বক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১০ স্টিম পাওয়ার আপ।|

in আমার বাংলা ব্লগlast year
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।আর সেটি হলো পাওয়ার আপ পোষ্ট সিজন-৪

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovtyimrSnk8cWNidBhfpsnBV4hT8HCxe4vtEHqRr3PJSYWjgYjiib6d9r5xwhJArnJu6cKxP4AVuwbpmeWjTcBKDg.jpeg

প্রতি সপ্তাহের ন্যায় এইবারও নিজ স্বক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১০ স্টিম পাওয়ার আপ।

হ্যালো বন্ধুরা আমি আজকে আবারো এসেছি পাওয়ার আপ পোস্ট নিয়ে, এবং আমি আজকে ১০ স্টিম পাওয়ার আপ করে সিজন-৪ এ যোগদান করলাম।তবে এইবার সিজন-৪ এ আমার টার্গেট থাকবে ৭০০০ স্টিম পাওয়ার এচিভ করা। যাতে করে আমি আট এক্স( 8x)ডলফিন হতে পারি।যদিও সিজন তিন এ আমার টার্গেট ছিলো ৩০ হাজার স্টিম পাওয়ার করে ৬এক্স ডলফিন হওয়া। আর সেই লক্ষ্যেও আমি পৌঁছে গেয়েছি।

এখন আবার ২০২৪ সালের ১৭ এ নবেম্বরের মধ্যেই আমি ৪০০০০ হাজার প্লাস স্টিম পাওয়ার করে ফেলেছি। যদিও ২০২৪ সালে আমার টার্গেট ছিল আট এক্স ডলফিন হওয়া, আর সেটা অতিক্রম করে ডিসেম্বর এর আগ পর্যন্ত আরও কিছু এসপি অতিরিক্ত অর্জন করতে পেরবো। এতে করে আমার কাছে অনেক ভালো লাগছে।

আসলে বন্ধুরা নিজের পাওয়ার বৃদ্ধির লক্ষ্যে এবং নিজেকে আরও শক্তিশালী করার লক্ষ্যে স্টিম পাওয়ার খুবই প্রয়োজন।স্টিমিট প্লাটফর্মে প্রতিনিয়ত কাজ করতে হলে, বা শক্ত একটি অবস্থান তৈরি করতে হলে, অবশ্যই স্টিম পাওয়ার এর প্রয়োজন আছে। আর সেজন্যই আমি প্রতিনিয়ত পাওয়ার আপ করে থাকি।

সিজন তিন শেষে সর্বমোট আমার পাওয়ার হয়েছিলো ৩৩,৩৮৫ স্টিম পাওয়ার।

পূর্বে আমার স্টিম পাওয়ার ছিলো ৪০৩৩৫ স্টিম।১০ স্টিম পাওয়ার আপ করে আমার এখন ৪০৩৪৫ স্টিম পাওয়ার হয়েছে।

পূর্বের স্টিম পাওয়ার৪০৩৩৫
পাওয়ার আপ১০ স্টিম
বর্তমান স্টিম পাওয়ার৪০৩৪৫
প্রথম টার্গেট১০,০০০ স্টিম পাওয়ার (Done)
দ্বিতীয় টার্গেট১৫,০০০ স্টিম পাওয়ার (Done)
তৃতীয় টার্গেট৮,০০০ স্টিম পাওয়ার (Done)
চতুর্থ টার্গেট৭,০০০ স্টিম পাওয়ার (Done)

পাওয়ার আপ করার জন্য আমাকে প্রথমে আমার ওয়ালেটে যেতে হবে সেখান থেকে স্টিম অপশনে ড্রপ বোতামে ক্লিক করলাম এবং পাওয়ার আপ এ ক্লিক করলাম। তারপর পাওয়ার আপে ক্লিক করার পর, আমি যে পরিমাণ পাওয়ার আপ করতে যাচ্ছি তা সেখানে বসাতে হবে। তারপর আমাকে পাওয়ার আপ এ ক্লিক করতে হবে। এর পরে আমি পাসওয়ার্ড দিয়ে ওকে করলেই পাওয়ার আপ হয়ে যাবে।

তো বন্ধুরা চলুন শুরু করা যাক পাওয়ার আপ কিভাবে করেছি সেটির ধাপ গুলো।

প্রথম ধাপ

Screenshot_20241206-093420_Chrome.jpg

দ্বিতীয় ধাপ

Screenshot_20220717-211237_Chrome.jpg

শেষ ধাপ

Screenshot_20241206-093438_Chrome.jpg

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

পোষ্ট ও ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণপাওয়ার আপ

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 last year 

বাহ নভেম্বরের ভেতরে তো আপনি অনেক পরিমানের পাওয়ার জমা করে ফেলেছেন। আসলে নিয়মিত পাওয়ার আপ করার এই এক সুবিধা। আজকের আপনার দশ স্টিম পাওয়ার আপ দেখে ভালো লাগলো। এভাবে পাওয়ার আপ করতে থাকলে যে কোন লক্ষ্যে খুব দ্রুত পৌছাতে পারবেন।

 last year 

পাওয়ার আপ করা আমাদের সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের সবারই উচিত অল্প অল্প করে হলেও প্রতিনিয়ত পাওয়ার আপ করা। আমরা যদি প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধি করি, তাহলে আমাদের সক্ষমতা অনেক বেশি বৃদ্ধি করতে পারবো। এমন কি নিজের স্থান ও অনেক বেশি শক্ত হবে পাওয়ার আপের মাধ্যমে। নিজে এভাবে ধারাবাহিকতা বজায় রেখে পাওয়ার আপ করে এগিয়ে যান, আর সবাইকে ও পাওয়ার আপের প্রতি উৎসাহিত করুন।

 last year 

আইডি সক্ষমতা বৃদ্ধি করতে হলে অবশ্যই অবশ্যই পাওয়ার বৃদ্ধি করতে হবে। প্রত্যেক সপ্তাহে আপনি আপনার পাওয়ার বৃদ্ধি অব্যাহত রাখেন দেখে বেশ ভালো লাগে আমার। এভাবে আপনি সামনের দিকে আরো এগিয়ে যাবেন।

 last year 

আপনার শক্তি বৃদ্ধি করতে আপনি পাওয়ার আপ করে যাচ্ছেন। আজকে আপনার পাওয়ার আপ দেখতে পেয়ে ভালো লাগলো, এভাবে এগিয়ে যাবেন শুভকামনা রইল।

 last year 

ভাইয়া আপনি আজও পাওয়ার আপ করেছেন। আপনার পাওয়ার আপ দেখে আমরা সত্যি বেশ উৎসাহ পাই। আর পাওয়ার আপের মাধ্যমে আপনি বেশ অনেক দূর এগিয়ে গিয়েছেন। শুভ কামনা রইল আপনার জন্য।

 last year 

Screenshot_20241229-080934_SuperWalk.jpg

Screenshot_20241229-080900_Chrome.jpg

Screenshot_20241229-080827_Chrome.jpg

Screenshot_20241229-080733_Chrome.jpg

Screenshot_20241229-080632_Chrome.jpg

 last year 

আপনি আপনার সক্ষমতা বৃদ্ধি করার জন্য পাওয়ার আপ করলেন দেখে অনেক ভালো লাগলো। সব সময় পাওয়ার আপ করার ফলে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। এভাবেই আপনি এগিয়ে যেতে থাকেন। আপনার পাওয়ার আপ দেখলে অন্যরাও অনেক উৎসাহিত হবে পাওয়ার আপের প্রতি।

 last year 

আপনি এই সপ্তাহে ১০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ৪০,৩৪৫+ এসপি তে পৌঁছে গেলেন ভাই। প্রতি সপ্তাহে আপনার পাওয়ার আপ পোস্ট দেখতে ভীষণ ভালো লাগে। আশা করি এভাবেই অনেক দূর এগিয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 last year 

পাওয়ার আপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই সপ্তাহে ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লাগলো ভাই। এভাবে পাওয়ার আপ করতে থাকলে আপনি আপনার লক্ষ্যে খুব শীঘ্রই পৌঁছে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল।