অভাগা কপাল। কবিতা নং :- ১৩৬

in আমার বাংলা ব্লগ4 days ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


173545045020427005231416486425.jpg



সোর্স

আসলে এই পৃথিবীতে বর্তমান সময়ে কেউ যদি সুখে থাকে তখন তাকে সবাই হিংসা করে এবং কি করে সে দুঃখে থাকবে সেজন্য অন্যান্য মানুষেরা চেষ্টা করে। আসলে অন্যের দুঃখ দেখলে মানুষ অনেক বেশি খুশি হয়। এছাড়াও মানুষ সবসময় চায় যে তারা আরো বেশি দুঃখে থাকুক এবং তাদের জীবনে কখনো সুখ ফিরিয়ে না আসুক। আসলে এই জিনিসগুলো আমরা যখন চারি পাশে দেখতে পাই তখন আমাদের সব থেকে বেশি খারাপ লাগে। এছাড়া এই পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আছে যারা খুব খারাপ কপাল নিয়ে জন্মগ্রহণ করে। কেননা তাদের জীবনে কখনো সুখ থাকে না এবং সেই মানুষগুলো খুব নরম প্রকৃতির হয়ে থাকেন। আসলে তাদের নিজেদের জীবনের সুখ না থাকলেও তারা কখনো অন্যের সুখ দেখে হিংসা করে না।


আসলে যারা হিংসুক প্রকৃতির লোক তারা কখনো অন্যের সুখ দেখতে পায় না। তারা সব সময় নিজের সুখ নিয়ে ব্যস্ত থাকে এবং অন্য মানুষ যদি সুখী হয় এতে তাদের কষ্ট হয়। কিন্তু এই অবহেলিত এবং অনাদরে বেড়ে ওঠা মানুষগুলো যদিও জীবনে কখনো ভালোভাবে সুখ পায় না তবু কিন্তু তারা সবসময় একটা জিনিস চেষ্টা করে যে তাদের জন্য জানো অন্য কারো কোন ক্ষতি না হয় এবং তাদের সুখ যাতে নষ্ট না হয়। যেহেতু এই মানুষগুলোকে সবাই খুব একটা বেশি পছন্দ করে না তাই তারা দূর থেকে অন্যান্য মানুষের সুখ দেখে আনন্দ পায় এবং প্রার্থনা করার জন্য তারা জীবনে আরও অনেক বেশি সুখী হোক। তবুও এই মানুষগুলোর জন্য কেউ কখনো কোন প্রকার কাজ করে না এবং সব মানুষগুলো স্বার্থপরের মত এদের থেকে দূরে থাকার চেষ্টা করে।


একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি অন্যের সুখের জন্য কাজ করতে না পারি তাহলে আমরা জীবনের কখনো সুখী হতে পারব না। কেননা যারা অন্যের উপকার করে আনন্দ পায় তাদের মত সুখী মানুষ এই পৃথিবীতে একটিও নেই। তাইতো এই পৃথিবীতে বাঁচতে গেলে শুধু মাত্র স্বার্থপরের মত নয় বরং অন্যের সুখ নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত এবং তাদের জীবনে কখনো কোন ক্ষতি আমরা করার চেষ্টা করো না। আসলে এভাবে যদি আমরা সবাই মিলে একে অপরের সাহায্য করতে পারি এবং জীবনে অনেক মানুষের উপকার করতে পারি তাহলে আমরা আমাদের মনের ভিতর থেকে যে আনন্দ পাবো সেই আনন্দ কিন্তু অন্যান্য আনন্দ থেকে অনেক বেশি। তাইতো পরোপকারের মধ্যে যারা জীবন ধারণ করে তারাই পৃথিবীতে প্রকৃত মানুষ এবং তারা প্রকৃত সুখ পেয়ে থাকে।


✠ অভাগা কপাল ✠


নিরাশায় ভরা এই জীবন,
কোন কিছু তো আর পাইনা।
যাকে চাই সে দূরে চলে যায়,
আপন কেহ আর কখনো হয় না।


সবাই বলে নাকি পোড়া কপাল,
এই কপালে সুখ কখনো হয় না।
তাইতো সবাই দূরে দূরে থাকে,
কেউ কাছে এসে ভালোবাসো না।


এতই খারাপ এই ভুবনে আমি,
কেহ আপন করিতে চায় না।
এই জীবনে অন্যায় কাজ কখনো,
আমার দ্বারা কখনো তো হলো না।


হৃদয়ের যত ব্যাথা ছিল আমার,
সবগুলো জমা হয়ে যায় হৃদয়ে।
মনের কথা নাকি শেয়ার করলে,
মনটা হালকা হয় এই ভুবনে।


কাছের মানুষ তো আর কেহ নাই,
মনের কথা বলার মত কাউকে না পাই।
এ জীবনটা একাকী কেটে যায়,
সব আশা গুলো নিরাশা হয়ে যায়।


তবুও মনে হয় ভয় সবসময়,
কেহ যদি আবার খারাপ কয়।
কারো আগে পিছনে থাকি না আমি,
নিজের মত নিজে থাকতে চাই।


সবার সুখ দেখে হিংসা হয় না,
তাই দেখে মনে আনন্দ নিয়ে যাই।
আমার জীবনে সুখ না থাকলেও,
অন্যের সুখ দেখে মজা পাই।


হিংসাত্মক মন মানসিকতা নেই আমার,
মানুষের উপকার করে যাই সব সময়।
কেউ আমাকে ভালো বাসলো না বলে,
অন্যকে আমি ভালো বাসবো সবসময়।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 4 days ago 

1000021141.png

1000021140.png

1000021139.png

1000021138.png

1000021137.png

 4 days ago 

আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর কবিতা লিখেছেন। ভাষাগুলো অসাধারণ ছিল।