ফুলের নকশা কাটিং ডিজাইন

in আমার বাংলা ব্লগ6 months ago

IMG20240515230518_00.jpg

কাগজের তৈরি নকশা ডিজাইন ৷


শুভ রাত্রি..

হ্যালো বন্ধুরা...কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার তৈরি নতুন একটি ফুলের নকশা কাটিং ডিজাইন শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আসলে এই নকশা ডিজাইন গুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লাগে ৷ আর এই নকশা ডিজাইন গুলো করতেও বেশ ভালো লাগে ৷ তাই মাঝে মাঝেই এই নকশা গুলো তৈরি করার চেষ্টা করি ৷ তবে অনেক দিনই ধরেই করা হচ্ছে না বিভিন্ন কারণে ৷ আজ ভাবলাম একটি নকশা কাটিং করি ৷ তাছাড়াও আজ অবশ্য আমি একটু বেশিই ব্যস্ত ছিলাম ৷ সারা দিন তেমন সময় পাইনি , বিভিন্ন কাজ লেগেই ছিলো ৷ কমিউনিটিতেও তেমন একটা সময় দিতে পারিনি ৷ বিকেল বেলা অবশ্য ব্যস্ততা শেষ হয়েছে ৷ তাই ভাললাম আজ একটি নকশা কাটিং করি ৷ এজন্য বসে পড়লাম সন্ধ্যার আগ মুহূর্তে নকশা কাটিং করতে ৷ খুব বেশি সময় লাগেনি ৷ তবে একটু মনোযোগ দিয়ে কাজটি সম্পূর্ণ করতে হয়েছে ৷ আসলে এই নকশা গুলো তৈরি করতে বেশি সময়ের প্রয়োজন হয়না ৷ তবে কাগজের ভাঁজ এবং কাটি করার সময় একটু সতর্কতা অবলম্বন করতে হয় ৷ তাছাড়া পাতলা কাগজ ব্যবহার করলে এই নকশা গুলো আরো সহজে করা যায় ৷ যাই হোক , শেষমেশ আমি নকশাটি তৈরি করি ৷ আশা করি আজকের এই নকশা কাটিং ডিজাইন আপনাদের সবার ভালো লাগবে ৷ তো চলুন এবার কাটিং প্রক্রিয়া দেখে আসি ৷


কাগজের তৈরি নকশা


প্রয়োজনীয় উপকরণঃ

  • রঙিন পেপার ,
  • পেন্সিল ,
  • রাবার এবং
  • কাঁচি ৷


কাটিং প্রক্রিয়াঃ


IMG20240515225007_00.jpg

IMG20240515225032_00.jpg


শুরুতে আমি একটি রঙিন পেপার নিয়েছি ৷ এরপর সেটি ভাঁজ করতে হবে ৷


IMG20240515225146_00.jpg

IMG20240515225317_00.jpg


কাগজের ভাঁজ গুলো ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ৷


IMG20240515225331_00.jpg

IMG20240515225436_00.jpg


কাগজের ভাঁজ গুলো শেষ হলে উপরের বাড়তি অংশ কেটে নেই ৷


IMG20240515225747_00.jpg

IMG20240515230142_00.jpg


এরপর ডিজাইন এঁকে নিয়ে পেপার কাটিং করে নেই ৷


IMG20240515230229_00.jpg

IMG20240515230307_00.jpg


এরপর কাগজের ভাঁজ গুলো ধীরে ধীরে খুলে নিতে হবে ৷


IMG20240515230335_00.jpg

IMG20240515230451_00.jpg


আমি আস্তে আস্তে কাগজের ভাঁজ গুলো খুলে ফেলি এবং আমার নকশা তৈরি সম্পূর্ণ হয় ৷


IMG20240515230459_00.jpg

IMG20240515230430_00.jpg


এরপর কিছু ফটোগ্রাফি করে নেই ৷


IMG20240515230502_00.jpg

IMG20240515230436_00.jpg


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার তৈরি কাগজের নকশা ডিজাইন টি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷



পেপার কাটিং
ক্যামেরাঃ realme C11
কাটিং/ক্যাপচারঃ nirob70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 15/05/2024


ধন্যবাদ সবাইকে



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


20230619_2027351.gif


Sort:  
 6 months ago 

রঙ্গিন লাগজ দিয়ে যাই বানানো হোক না কেন আমার তা ভীষণ ভালো লাগে।আপনি চমৎকার সুন্দর একটি ফুল বানিয়েছেন রঙ্গিন কাগজ কেটে কেটে।বেশ ভালো লাগছে পোস্ট টি।ধাপে ধাপে তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দিদি , আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 6 months ago 

ফুলের নকশা কাটিং গুলো আমার ভীষণ ভালো লাগতেছে। আমিও চেষ্টা করব আপনাদের মাঝে ফুলের কাটিং নকশা ডিজাইন তুলে ধরার জন্য। এটা অত্যন্ত সুন্দর লাগতেছে। একদম নিখুত হাতের কাজ ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 6 months ago 

ধন্যবাদ আপনাকে , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 6 months ago 

দারুন ফুলের নকশা কাটিং ডিজাইন তৈরি করেছেন ভাইয়া দেখতে খুবই সুন্দর লাগছে। কাগজের ভাজে কাগজ কেটে কিভাবে চমৎকার ফুলের নকশা কাটিং ডিজাইন তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 6 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 6 months ago 

সারাদিন ব্যস্ত থাকার পরেও আপনি আমাদের মাঝে সময় দিছেন এটা জানতে পেরে খুবই ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে আমারও অনেক ভালো লাগে। আমি লক্ষ্য করে দেখেছি এই ধরনের ডিজাইন তৈরি করা অনেক কঠিন কাজ কেননা একটু ভুল হলেই পুরো পরিশ্রম বৃথা হয়ে যায়।

 6 months ago 

আপনার এমন সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷

 6 months ago 

রঙিন কাগজের নকশা ডিজাইন গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আমিও সপ্তাহে একটা করে পেপার কাটিং ডিজাইন শেয়ার করি।আপনি খুবই সুন্দর ভাবে নকশা ডিজাইন টি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 6 months ago 

আমার তৈরি পেপার কাটিং ডিজাইন আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে

 6 months ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ফুলের ডিজাইন করেছেন। দেখতে পেয়ে ভালো লাগলো। নকশা ডিজাইনটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধাপে ধাপে খুব সহজেই দেখে শিখে নিলাম।

 6 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 6 months ago 

রঙিন কাগজ কেটে ফুলের নকশা কাটিং ডিজাইন গুলো আপনি খুব সুন্দর ফুটিয়ে তুলতে পারেন। এর আগেও আমি আপনার এধরনের পোস্ট দেখেছি। হলুদ রঙের কারনে দেখতে অনেক সুন্দর লাগতেছে। অনেক ধন্যবাদ আপনাকে ভাই।

 6 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 6 months ago 

ভাইয়া আপনি সারাদিন ব্যস্ত থাকার পরেও কাগজের নকশাটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে খুবই খুশি হলাম। এই ধরনের নকশাগুলো দেখতে অনেক ভালো লাগে। আমিও কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে পছন্দ করি। তবে এভাবে নকশা তৈরি করিনি কখনো। ভালো লেগেছে আপনার পোস্ট।

 6 months ago 

আমার পোস্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ৷ ধন্যবাদ আপনাকে

 6 months ago 

আপনি দেখতেছি রঙিন পেপার দিয়ে খুব সুন্দর ফুলের নকশা তৈরি করেছেন। রঙিন পেপার এর ফুলের নকশাগুলো দেখতে বেশ ভালোই লাগে। যদিও এই ভাঁজ গুলো কাটতে একটু সাবধানে কাটতে হয়। কারণ একটু এদিক ওদিক হলে ফুলগুলো নষ্ট হয়ে যায়। খুব সুন্দর করে রঙিন কাগজের ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 6 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷