ভিডিওগ্রাফি || বৃষ্টি আসার আগ মুহূর্তে সবুজ প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240324_221549.jpg


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার একটি ভিডিওগ্রাফি শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


আসলে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে আমার দুটোই বেশ ভালো লাগে ৷ আমি সময় পেলে সুন্দর মুহূর্ত গুলো ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করি ৷ শখের বসে ভালো লাগা থেকেই এগুলো করা হয় সাধারণত ৷ কয়েক দিন আগে এ বছরে প্রথবার বৃষ্টি হয়ে ছিলো আমাদের এদিকে ৷ তখন আমি বাড়িতেই ছিলাম ৷ বৃষ্টি আসার আগ মুহূর্তে মেঘলা আকাশ আর বাতাস বইতে শুরু করেছে ৷ গ্রামের মাঠে সবুজ প্রকৃতি বাতাসের তীব্রতায় দোল খাচ্ছে ৷ এসব দৃশ্য দেখতে বেশ ভালো লাগছে ৷ হঠাৎ মুঠোফোনে সেই চমৎকার দৃশ্য গুলো ক্যামেরা বন্দি করে ফেললাম সেদিন ৷ আজ ভাবলাম সে সব মনোরম দৃশ্য আপনাদের সাথে শেয়ার করে নেই ৷ আপনাদের ও সবার ভালো লাগবে , এজন্য চলে আসলাম বৃষ্টি আসার আগ মুহূর্তে সবুজ প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

সেদিন ২১ মার্চ বৃহস্পতিবার বিকেল বেলা হঠাৎ আকাশ মেঘলা হয়ে গেলো আর বাতাস বইতে শুরু করলো ৷ এর পরপরই সেদিন প্রথম বার বৃষ্টি হলো আমাদের এদিকে এ বছর ৷ বৃষ্টি আসার আগ মুহূর্তে আমি স্কুল মাঠে বসে আড্ডা দিচ্ছি সবার সাথে ৷ বৃষ্টি আসার সম্ভাবনা দেখে বাড়ির পথে আসতে শুরু করলাম ৷ তারপরই হঠাৎ চোখে পড়লো এমনো মনোমুগ্ধকর দৃশ্য ৷ যদিও ক্যামেরা সেই সৌন্দর্য্য সেভাবে ফুটে উঠেনি ৷ তবে বাস্তবিক ভাবে প্রকৃতির এই দৃশ্যে গুলো ছিলো উপভোগ করার মতো ৷ কালো কুচকুচে আকাশ আর তীব্র গতিতে বাতাস বইতে শুরু করেছে ৷ গ্রামের সবুজ মাঠ সেই বাতাসে দোল খাচ্ছে ৷ প্রকৃতির এই দৃশ্যে আমার ভীষণ ভালো লাগে ৷ তাই কিছু ভিডিও ক্যাপচার করি ৷ যা আজ আপনাদের মাঝে তুলে ধরলাম ৷ আশ করি আপনাদেরও সবার ভালো লাগবে ৷

তো চলুন এবার ভিডিওগ্রাফির মাধ্যমে বৃষ্টি আসার আগ মুহূর্তে সবুজ প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করি ৷


প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য ভিডিওগ্রাফি'র মাধ্যমে...


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি বৃষ্টি আসার আগ মুহূর্তে সবুজ প্রকৃতির ভিডিওগ্রাফি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য ৷ আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার কথা হবে দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ভিডিওগ্রাফিঃ বৃষ্টি আসার আগ মুহূর্তে সবুজ প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য ৷
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 24/03/2024



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png

20230619_2027351.gif



Sort:  
 2 years ago 

বন্ধুদের সাথে স্কুলে আড্ডা দিচ্ছিলেন মেঘ আসার সম্ভাবনা দেখে বাড়ি আসার পথে আপনি অনেক সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য ক্যামেরাবন্দি করে রেখে আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর দৃশ্য শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

সবুজ প্রকৃতির খুব সুন্দর একটি ভিডিওগ্রাফি দেখতে পেলাম ভাইয়া আপনার পোষ্টের মাধ্যমে। প্রকৃতির খোলামেলা সবুজ পরিবেশ বেশি ভালো লাগে দেখতে। বৃষ্টি আসার আগ মুহূর্তে সবুজ প্রকৃতি অনেক সুন্দর লাগে। এত সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago 

একুশে মার্চ বৃহস্পতিবার আপনি স্কুল মাঠে বসে আড্ডা দিচ্ছিলেন। সেদিনের মেঘলা মেঘলা দৃশ্য দেখতে পেলেন আর এই বৃষ্টির দিনের অনুভূতি গুলো আপনি খুবই সুন্দর ভাবে আজকে শেয়ার করলেন এবং ভিডিওগ্রাফি করেছেন। সেই ভিডিওটি আমাদের মাঝে তুলে ধরলেন। আপনার ভিডিওটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো আসলে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বৃষ্টি আসার আগ মূহুর্তের সবুজ প্রকৃতি ও কালো হয়ে যাওয়া আকাশের মেঘ গুলো খুব চমৎকার ভাবে ধারণ করেছেন ভাইয়া।ভিডিওটি দারুন হয়েছে।এ ধরনের প্রকৃতি, সবুজ ফসলের মাঠ,আকাশ সব মিলিয়ে অসাধারণ হয়েছে আপনার ভিডিওগ্রাফিটি।

 2 years ago 

বৃষ্টি আসার আগের মুহুর্তে প্রকৃতির এই রূপ সত্যিই মনোমুগ্ধকর। ধন্যবাদ এত সুন্দর মুহুর্তের ভিডিও ধারণ করে তা আমাদের সাথে শেয়ার করার জন্য।সুন্দর হয়েছে আপনার ভিডিওগ্রাফী

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভিডিওগ্রাফিটা বেশ ভালো লেগেছে সত্যি বলতে আকাশ আর আশপাশের সৌন্দর্য দেখে মনে হচ্ছে যেন বৈশাখ মাস। সবুজের মাঝে থেকে এরকম মনোরম দৃশ্য তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে এত সুন্দর ভাবে যে ভিডিওগ্রাফি করা যায় এটা আপনার ভিডিওগ্রাফির এই পোস্টটি না দেখলে বুঝতেই পারতাম না ভাইয়া। বৃষ্টি আসার আগ মুহূর্তের সবুজ প্রকৃতির এক অমায়িক ভিডিও ধারণ করেছেন আপনি আপনার ফোনে এবং সেগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। সকাল সকাল এরকম সুন্দর ভিডিও দেখে মনটা ভালো হয়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এরকম সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আমার ধারনকৃত ভিডিওগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাহ ভাইয়া আপনি অসাধারণ একটি প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিওগ্ৰাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি খুবই সুন্দর করে ধান ক্ষেতের সৌন্দর্য আমাদের মাঝে ফুটে তুলেছেন। আসলে বৃষ্টি আসার পূর্বে ধান ক্ষেতের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পায়। আপনি খুবই সুন্দর করে চারদিকের পরিবেশের ভিডিও করেছেন।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে , আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

ওয়াও দারুন একটি ভিডিও দেখলাম গ্রামের সেই সবুজ প্রকৃতি মেঘলা আকাশ সাথে বাতাসের তীব্রতা ৷ কদিন আগে বৃষ্টি আর মেঘ পুরো আকাশ জুড়ে কালো ছিল ৷ যা হোক ভালো লাগলো তোর সুন্দর একটি সবুজ প্রকৃতি ভিডিওগ্রাফি দেখে ৷

 2 years ago 

এইরকম দৃশ্য একমাএ গ্রামেই পাওয়া যাবে। বৃষ্টির আগ মূহুর্তে মেঘলা কালো আকাশ। বাতাস হচ্ছে নির্মল বাতাস এবং সেই বাতাসে দুলে উঠছে কচি সবুজ ধানগুলো। কী সুন্দর একটা দৃশ্য না। এইরকম আবওহাওয়া হলে সুযোগ পেলে আমিও মাঠে চলে যায়। উপভোগ করি। দারুণ ছিল আপনার ভিডিওগ্রাফি টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Posted using SteemPro Mobile