নীরব স্থাপত্য, জীবন্ত অনুভূতি

20250322_180523.jpg

ভ্রমণ মানেই কিন্তু শুধু নতুন নতুন জায়গা দেখা নয়, ভ্রমণ মানেই অনেক কিছু অনুভব করা অর্থাৎ সেখানকার পরিবেশ, সময় আর কিছু না বলা গল্পকথা। এখানে এই দৃশ্যের মাঝে আলো–অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে কিছু ইতিহাস এবং স্থাপত্য দেখা যাবে। এইসব দৃশ্য বা ইতিহাসের কিছু বিষয়, সবকিছুই কিন্তু ইকো পার্কের ভেতরে ফুটে উঠেছে। এখানে একটা সুবিশাল মূর্তির দৃশ্য দেখতে পাবেন, যার গভীরতা অনেক। এই মূর্তিটার আলাদা একটা আকর্ষণীয় বিষয় আছে, কারণ কেউ ছবি তুলতে তুলতে বা হাঁটা চলা করতে করতে এই মূর্তিটির সামনে এসে সবাই যেনো থমকে যায়।

এই ছবির মুখের ভঙ্গিমার মধ্যে রয়েছে একটা অন্যরকম বিষয়। এইসব স্থাপত্যের মাঝে শিল্পীর দারুণ কারুকার্য চোখে পড়ে যায়। শহরের কোলাহল থেকে দূরে পার্কের ভেতরে এমন একটা শান্ত পরিবেশে এইসব যেনো মনের মধ্যে একটা প্রশান্তি এনে দেয়। এছাড়া এর মধ্যে আরো একটা প্রাচীন সভ্যতার অনুকরণে তৈরী করা অসাধারণ স্থাপত্য। এই স্থাপত্যের মাঝে মানুষ শুধু ঘুরতে আসে না, এখানে সময় কাটানোর পাশাপাশি ইতিহাসের অনেক ঐতিহ্যবাহী বিষয় উপভোগ করতে পারা যায়।