হারিয়ে যাওয়া মানুষের রহস্য ( পর্ব ৭ )

ChatGPT Image Dec 9, 2025, 03_52_35 PM.png

Image Created by OpenAI

"হারিয়ে যাওয়া মানুষের রহস্য" গল্পের সপ্তম পর্ব শেয়ার করে দেবো। তো ওই ঘটনার পরে গ্রামের মধ্যে সকাল-সন্ধ্যা একটা আলোচনার ঢেউ পড়ে গেছে। প্রায় নিখোঁজ এর চারদিন বাদে গ্রামের মোড়ে একটা লোকের দেখা মেলে এবং সে অপরিচিত লোক। লোক বললে ভুল হবে, কারণ সে যুবক ছিল, প্রায় রাহুলের বয়সের হবে। কিন্তু তার অবস্থা দেখে মনে হয় যেনো, নদী সাঁতরে এপারে এসেছে আর তার চোখে একটা গভীর ক্লান্তির ছাপ। তারপরেও মুখে রয়েছে একটা গভীর রহস্যময় হাসি। তো এরপরে যুবকটি তার নাম অর্জুন বলে পরিচয় দিলো এবং গ্রামের লোকজন তাকে আরো বিস্তারিত পরিচয় জানতে চায়। কারণ গ্রামের এই ঘটনার পরে তাকে একপ্রকার গভীর সন্দেহের মধ্যে রেখেছে সবাই।

তো অর্জুন তাদের সামনে নিজেকে রাহুলের বন্ধু হিসেবে পরিচয় দেয়, কিন্তু তাও তাদের সন্দেহ কাটলো না। এরপরে যখন সে রাহুল এখন কোথায় আছে বললে, তখন সবার মন একটু নরম হয় আর ওদিকে মন চলে যায়। এখন তারা যতোটা রাহুলের সন্ধান জানার জন্য কৌতুহল ছিল, তার থেকে বেশি হতবাক হয়ে যায় অর্জুন এর কথা শুনে। কারণ অর্জুন বলেছিলো- রাহুল ছায়া- মানুষদের দেখতে পেয়েছিলো নদীর ঘাটে। আর এদের নদীর ঘাটের ছায়া বলে থাকে। আর রাহুলকে এই ছায়ারাই নিয়ে গেছে। গ্রামের বয়স্ক লোকেরা বললো- এই ছেলেটা যতো সব বানিয়ে কথা বলছে, কারণ ছায়া- মানুষ বলে কিছু হয় না আর আমরা এতকাল দেখলাম না, রাহুল দেখে ফেলেছে? সব গাঁজাখুরি কথা।....