আমি একা নই, তবুও একা লাগে কেন?
একটা বিষয় লক্ষ্য করেছি এই জীবনে যখন থেকে নিজের পায়ে দাঁড়াতে শিখেছি, যখন থেকে বুঝতে শিখেছিল তখন থেকেই কেন যেন আমাদের জীবন থেকে আনন্দগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে অফুরন্ত সুখের ভান্ডার। যেখানে আমরা অল্প কিছুতেই এতটা বেশি খুশি হতাম যেটার কোন সীমানা থাকবে না। কিন্তু আজ নিজের কাছে অনেক কিছু আছে তারপরও কেন জানি মনে হয় আমি মনে হয় অনেকটা একা। কিংবা কোন কিছুই কেন জানি আমার ভালো লাগে না। জানি না এই বিষয়টা কি আমার একার হয় নাকি আরো মানুষের ক্ষেত্রেও এটা হয়।
সৃষ্টিকর্তা মানুষকে এমন ভাবে তৈরি করেছে সেখানে একটি আবেগ রয়েছে। এই আবেগের কারণে মানুষ সুখ কিংবা দুঃখ প্রকাশ করতে পারি, অনুভব করতে পারি কিন্তু একসময় গিয়ে যখন জীবনের চারিদিক থেকে অনেকটা চাপ দিয়ে যখন একটি মানুষ শক্ত হয়ে যায় তখন কেন জানি তার জীবন থেকে খুশি নামের বস্তুটা কোথায় যেন হারিয়ে যাই। সেই খুশি যেন আর কখনোই তার দিকে ফিরে তাকায় না। হয়তো এই বিষয়গুলো আমার একান্তই চিন্তা ভাবনা হতে পারে কিন্তু জানিনা অন্যদেরও এমনটা হয় কিনা!
বর্তমানে আমাদের জীবন হয়ে গেছে রোবট। আমরা রোবটের মত প্রতিনিয়তই কাজ করি, নিজের জীবনকে দিয়ে একটু সময় দেবো নিজের পরিবারকে যে একটু সময় দেবো সেই সময়টা হয়ে ওঠে না। সারাদিন বাহিরে গিয়ে কাজ করে রাতের বেলা আর শরীর চলে না যে, নিজের পরিবারকে একটু সময় দেই কিংবা তাদের সাথে একটু বাহিরে কোথাও ঘুরতে যাই। জীবনের একটি পর্যায়ে এসে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি কিন্তু তারপরও কেন জানি আমার কাছে মনে হয় এই জীবন থেকে বেরিয়ে আসা উচিত এবং নিজের ভালোলাগার কাজগুলো করা উচিত।

