ভালো জিনিসের নেশা করুন।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভালো জিনিস সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


desire-2422710_1280.jpg



লিংক


আসলে আমাদের এই পৃথিবীতে বিভিন্ন ধরনের নেশা রয়েছে। এখানে বর্তমানে আমি ভালো কোন কিছুর কথা বলছি। প্রথম অবস্থাতে অনেকে ভাবে যে নেশা বলতে শুধুমাত্র ক্ষতিকারক জিনিসগুলোকে বোঝায়। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে এমন এমন কিছু নেশা রয়েছে তা কিন্তু সবসময় ভালো হয়। অর্থাৎ কাজ করার নেশা, অন্যের উপকার করার নেশা। আসলে মানুষের জীবনে বিভিন্ন ধরনের নেশা আমরা সবসময় দেখতে পাই। আবার কিছু কিছু মানুষ আছে যারা সব সময় মানুষের উপকারের পাশাপাশি বিভিন্ন ধরনের কঠোর পরিশ্রম করতে ব্যস্ত থাকে। আসলে কাজ তাদের কাছে একটা নেশার মতো মনে হয়। আর তারা যদি কাজ না করে তাহলে তাদের মনটা খারাপ থাকে।


এই পৃথিবীতে আমরা যদি ভালো ধরনের নেশা অর্থাৎ যে জিনিস গুলোতে নিজেদের উপকার হবে এবং অন্যের উপকার হবে এই ধরনের জিনিসগুলো যদি আমরা নিজেদের জীবনে নেশা করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা একটা উন্নতির দিকে এগিয়ে যাবে এবং সমাজের বসবাসকারী প্রত্যেকটা মানুষ আমাদেরকে সব সময় ভালোবাসার চেষ্টা করবে। কিন্তু বেশিরভাগ মানুষ কখনো ভালো নেশা করতে চায় না অর্থাৎ তারা এমন কিছু নেশা আসক্ত হয়ে যায় যার ফলে তাদের জীবনে অধঃপতন নেমে আসে। আসলে আমার কাছে মনে হয় যে ভালো জিনিসের নেশা অপেক্ষা খারাপ জিনিসের নেশা মানুষকে অনেক বেশি আকৃষ্ট করে এবং সেই ফাঁদে যারা একবার পড়ে যায় তারা কিন্তু আর জীবনে উন্নতি লাভ করতে পারে না।


আসলে এইদিকে আমাদের সব সময় চোখ-কান খোলা রেখে সব সময় সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে হবে। কেননা আমরা যদি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভালো কাজ করতে থাকি এবং এই ভালো কাজের মাঝে যদি নিজেদের পাশাপাশি অন্যের উপকার করার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে আমরা একটা আলাদা ধরনের শান্তি পাবো। কিন্তু যারা বিভিন্ন ধরনের খারাপ কাজে চলে যায় এবং সেই কাজের প্রতি নেশায় আসক্ত হয়ে তারা তাদের নিজেদের জীবনটাকে নষ্ট করে ফেলে তাহলে তারা আর জীবনে কখনো ভালো হতে পারে না এবং এই খারাপ কাজের নেশা তাদেরকে দিন দিন ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়। এজন্য আমাদের সবাইকে অবশ্যই সতর্ক থাকতে হবে।


একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি ভালো কাজ করি এবং ভালো পথে এগিয়ে চলার চেষ্টা করে তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দেখে তারাও ভালো কিছু গ্রহণ করার চেষ্টা করবে। আর এভাবে তারা যদি ভালো জিনিস গ্রহণ করতে পারে তাহলে কিন্তু আস্তে আস্তে করে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারবে এবং তাদেরও ভালো জিনিসের প্রতি একটা নেশার তৈরি হবে। আসলে আমরা অবশ্যই এই জিনিসটা সকলে চাই। এভাবে যদি আমরা সবাই মিলেমিশে একসঙ্গে চলতে পারি তাহলে কিন্তু খারাপ কোন নেশা আমাদেরকে কখনো আসক্ত করতে পারবে না এবং আমাদের সমাজ থেকে আস্তে আস্তে করে এই খারাপ ধরনের জিনিসগুলো একবারে চিরদিনের জন্য উঠে যেতে শুরু করবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

Postda gorə təsəkkurlər