রেনডম কিছু ফোটোগ্রাফি।
আমি @rahimakhatun
from Bangladesh
২৮ এ মে ,২০২৩ খ্রিষ্টাব্দ ।
|
|---|
আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
কয়েকটি ফটোগ্রাফি এক সাথে |
|---|
Device- samsung SM-A217F
কুকারিজের দোকান দেখতে দেখতে মার্কেটের মাঝ খানে হঠাৎ চোখে পরলো সুন্দর একটি শোপিস এর দোকান। আমার আবার শোপিস এর দোকানে গেলে আর আসতে ইচ্ছে করে না। এত এত সুন্দর আইটেম দেখে মনে হয় সব কিনে আনি। আমরা যে শোপিস এর দোকানে ঢুকলাম ওদেরই আরেকটা কুকারিজের দোকান আছে ,আপু গেলো ওদের ওই দোকানে আর আমি এই দোকানে দাঁড়িয়ে শোপিস দেখছিলাম আর কিছু ফোটোগ্রাফি করলাম। সেখানে থেকে কিছু সুন্দর সুন্দর শোপিস ছবি আপনাদের সাথে শেয়ার করবো।
দূর থেকে মনে হয়েছিল কাঁচের ভিতরে আগুন জ্বলছে ,কিন্তু এইটি আসলে কালারিং লাইট জ্বালানো। দেখতে লাগছিলো। তাই আমি একটি ছবি তুলে নিলাম ,যদিও ছবিতে খুব একটা বুঝা যাচ্ছিলো না।
এই ঘন্টাটা আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে এর আওয়াজটা আমার বেশ পছন্দের। কালারগুলো ও বেশ সুন্দর। ভেবেছিলাম একটা কিনবো কিন্তু অনেক দাম চাচ্ছিলো তাই কিনিনি।

ফুলের বাস্কেট। বেশ সুন্দর সুন্দর কালারিং ফুল।
লোকেশন : স্টাফকোটার ,ডেমরা।
তারিখ : ২০ ডিসেম্বর ২০২২।
সময় :বিকাল ০১.১২
ডিভাইস : Galaxy -A13.
বেশ সুন্দর একটি পানির ফুয়ারা। ড্রয়িঙ রুমে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগলে। দাম চেয়েছিলো ৫হাজার টাকা। বিশেষ করে পানি পরার শব্দটা বেশ ভালো লাগে।
সুন্দর একটি ওয়ালম্যাট।
লোকেশন : স্টাফকোটার ,ডেমরা।
তারিখ : ২০ ডিসেম্বর ২০২২।
সময় :বিকাল ০১.১২
ডিভাইস : Galaxy -A13.
লোকেশন : স্টাফকোটার ,ডেমরা।
তারিখ : ২০ ডিসেম্বর ২০২২।
সময় :বিকাল ০১.১২
ডিভাইস : Galaxy -A13.
আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
| device | samsung SM-A217F |
|---|---|
| Location | Dhaka |
| Photograpy | flowers |
| link | source |
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |











মার্কেট ভ্রমণ করে আপনি অনেক সুন্দর সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন প্রত্যেক আলোচিত্র অনেক ভালো লাগলো।
বিশেষ করে ঘরের চিত্রগুলো সবথেকে বেশি ভালো লেগেছে।।
খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার এই ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার এবং বর্ণনা করার জন্য অসংখ্য ধন্যবাদ।
বাহ আপু আপনি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনি মার্কেট ভ্রমণ করে যেসব ফটোগ্রাফি গুলো করেছেন ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। পানির ফোয়ারা, ওয়ালমেট এই দুইটি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর ফটোগ্রাফিকুল আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ঠিকই বলেছেন আপনি শোপিস এর দোকানে গেলে আমারও আসতে মন চায় না। যা দেখি তাই আমার কাছে খুব ভালো লাগে। খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি আমাদের মাঝে। ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তবে আমার কাছে পানির ফুয়ারা এবং ওয়ালমেটের ফটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে । এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।
একদম ঠিক বলেছেন আপু শোপিস দোকানে গেলে আর আসতে মন চায় না। আমার তো মন চায় এত সুন্দর সুন্দর লাগে একটা কিনলে যারা মন ভরে না সবগুলোই বাড়ি নিয়ে আসি। শোপিসের খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো খুবই ভালো লাগলো। ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।