বন্ধুদের সাথে পিকনিক।।। ২৫.১০.২০২১///10%binifiit shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে rahomotullah1998
আজ সোমবার , ২৫অক্টোবর / ২০২১
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে বন্ধুদের সাথে পিকনিকের কিছু মূহুর্ত শেয়ার করবো।আশা করি আপনাদের পছন্দ হবে ।

IMG_20211023_222047_1.jpg
এটি হচ্ছে আমাদের পিকনিকের খাওয়ার দৃশ্য।আমরা মাঝে মধ্যেই পিকনিক করে থাকি।

IMG_20211023_222937_1.jpg

রাতের বেলাতে বেশির ভাগ সময়ে পিকনিক করে থাকি।আমাদের পিকনিকে অনেক মজা হয়।

IMG_20211023_222814_1.jpg
আমাদের বন্ধুরা সব সময় হাসি খুশিতে থাকতে চাই। তাই আমারা মাঝে মধ্যেই এমন পিকনিকের আয়োজন করি।

IMG_20211023_222928_1.jpg
পিকনিক মানে তো আনন্দ।তাই জীবনে আনন্দ পাওয়ার জন্য মাঝে মধ্যে এমন পিকনিক করা অনেক ভালো।

IMG_20211023_222943_1.jpg
এটি হচ্ছে পিকনিকের সবচেয়ে আকর্ষন।এটি হচ্ছে আমার বন্ধু। আমার বন্ধু সব সময় এমন কিছু কাজ করে যে মানুষ শুধু হাসে।

IMG_20211023_222827_1.jpg
আমরা যখন পিকনিক করি।তখন এমন খুব খুশিতে থাকি।খুশির ঠেলায় আমারা প্লেটে খায় না।তবে কখনো কখনো পদ্দার পাতায় খাই আবার কখনো কখনো কলার পাতায় খাই। তারই ধারাবাহিকতায় আজকের পিকনিকে কলার পাতায় খাইলাম।

আমার পরিচয়।

আমার নাম মোঃরহমতুল্লাহ। আমার আইডির নাম রহমতুল্লাহ১৯৯৮। আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যৎ এ প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চায়।

Sort:  
 3 years ago 

আপনাদের কলাপাতায় খাওয়া দাওয়ার বিষয়টি আমার খুবই ভালো লেগেছে। আর এই রকম পরিবেশ সচরাচর দেখা যায় না। আর দেখেই মনটা খুব ভালো হলো। তাই আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।

 3 years ago 

জি ভাই কলা পাতায় খাওয়া দাওয়ার বিষয় উঠে গিয়েছে। ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

বন্ধুদের সাথে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন দেখছি। বিষয়টি আমার কাছে ভালো লেগেছে। এই রকম পিকনিক আমিও মাঝে মধ্যে করি।শুভকামনা আপনার জন্য ভাই।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই। আসলে পিকনিক মানই আনন্দের একটা ব্যপার।

 3 years ago 

বন্ধুদের সাথে পিকনিক করে খাওয়ার মজাটাই আলাদা। আমিও মাঝে মধ্যে আমার বন্ধুদের সাথে পিকনিক করে খাওয়া দাওয়া করি।আশা করি আজকের দিনটি সুন্দর ভাবে উপভোগ করেছেন।

 3 years ago 

জি ভাই বুঝতেই পারছেন পিকনিক মানে কতটা আনন্দের। ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

বন্ধুদের সাথে পিকনিক কার না ভালো লাগে।
অনেক মজা হচ্ছে তো।
খুব ভালো লাগলো।
ধন্যবাদ ও শুভকামণা রইল।

 3 years ago 

ঠিক বলেছেন আপনি ভাই পিকনিক মানেই তো আনন্দের একটা ব্যপার।ধন্যবাদ ভাই আপনাকে।

বাহ!!! এই টাইপের পিকনিক গুলো আমার অসাধারণ লাগে। কলাপাতায় খাওয়া দেখে তো আরও ভালো লাগলো। অনেক মজা করেছেন সবাই মিলে দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ শেয়ার করার জন্য

 3 years ago 

জি ভাই পিকনিক মানেই মজা।খুব আনন্দ করছি ভাই। ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

পিকনিকের আনন্দ টা আলাদা, আনন্দটা আরো বেশি হয় যখন বন্ধুবান্ধবকে নিয়ে একসাথে পিকনিক করে খাওয়া দাওয়া করা হয়। জি ভাইয়া, বন্ধু বান্ধবের সাথে পিকনিক করলে জীবনের আসল আনন্দ পাওয়া যায় এবং শৈশব জীবনের স্মৃতি গুলো মনে পড়ে যায়। তাহলে ভাইয়া, অনেক আনন্দ করেছেন তাই না?
আনন্দের মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

জি আপু পিকনিকে আনন্দ তো হবেই।বুঝতে তো পারছেন পিকনিক মানে কি হতে পারে। ধন্যবাদ আপনাকে আপু আমাকে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

কলার পাতায় করে অনেক ছোটবেলায় গ্রামের বাড়িতে গিয়ে একবার খেয়েছিলাম । আপনার ছবিগুলো দেখে সেই কথাটি মনে পড়ে গেল। আপনি বন্ধুদের সঙ্গে খুব সুন্দর সময় উপভোগ করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করার।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে। কলার পাতায় পিকনিক মানে আনন্দের একটা বিষয়।

 3 years ago 

বন্ধুদের সাথে পিকনিক করা মানে অন্যরকম একটি মৌজা অন্য রকম একটা অনুভূতি। আমরা মাঝে মধ্যে পিকনিক করি। আমাদের পিকনিক তো অনেক রাত হয়ে যায় জন্য কিছু সমস্যা হয়। আপনাদের পিকনিক দেখে ইচ্ছা করছে কিছুদিনের মধ্যে পিকনিক করার। আপনারা দেখি কলাপাতায় খাচ্ছেন আমরাও মাঝেমধ্যে কলাপাতায় খাই অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাই আপনার সুন্দরতম মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি ভাই তাড়াতাড়ি পিকনিক করে ফেলেন।পিকনিক করলে অনেক আনন্দ পাওয়া যায়।ধন্যবাদ আপনাকে ভাই।

সত্যিই অসাধারণ একটি সময় পার করেছেন আপনি। এই সময়গুলো অনেক মজার হয়, এমন সময় আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা দাদা ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই। আমাকে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

বন্ধু মানেই ভালোবাসা। তবে আপনার একটা ব্যাপার আমার কাছে খুবই ভালো লেগেছে তা হচ্ছে কলা পাতায় খাওয়া।
আমি কখনোই কলা পাতায় খাইনি, অনেক ইচ্ছা আছে তবে সুযোগ হয়নি।

 3 years ago 

আপু আমাদের পরবর্তী পিকনিক আগমী সপ্তাহে। দাওয়াত রইল কলা পাতায় খাওয়ার জন্য।ধন্যবাদ আপনাকে আপু আমাকে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70963.77
ETH 3821.66
USDT 1.00
SBD 3.47