ভালো কাজ

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভালো কাজ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


students-5831655_1280.jpg



লিংক

এই পৃথিবীতে সবাই সব সময় বিভিন্ন ধরনের কাজ করতে ব্যবস্থা থাকে। আর এই কাজ করতে করতে কখনো কখনো সঠিক কাজ করে আবার কখনো কখনো ভুল কাজ করে। কিন্তু আমাদের সব সময় কাজ করার ক্ষেত্রে চোখ কান খোলা রাখতে হবে। কেননা আমরা যদি কাজ করার সময় কোন ধরনের ভুল করি তাহলে সেই ভুলের জন্য একদিক থেকে যেমন আমরা কষ্ট পাবো ঠিক অন্য দিক থেকে আমাদের এই কাজের জন্য বাকিরাও কিন্তু কষ্ট পেতে পারে। কেননা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটা মানুষের ছোট একটা ভুলের জন্য অনেক বড় একটা জনগোষ্ঠীকে অনেক বেশি দুঃখ কষ্ট সহ্য করতে হয়। আসলে মানুষ তাদের জীবনে যেসব কাজ করে তাদের অবস্থান বেঁধে এক একটা কাজ এক এক ধরনের হয়ে থাকে।


অর্থাৎ যে মানুষগুলো সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দেশের সবথেকে গুরুত্বপূর্ণ কাজগুলো করে তারা কিন্তু সব সময় বুঝে শুনে কাজ করার চেষ্টা করেন। কেননা তারা একটা জিনিস সব সময় মাথায় রেখে যে তাদের সামান্য একটু ভুলের জন্য কিন্তু দেশের অনেক বড় ক্ষতি হতে পারে। আর এজন্য আমরা সব সময় প্রত্যেকটা কাজ সজাগ দৃষ্টিতে করার চেষ্টা করব এবং কখনো খারাপ কোনো কাজ করা যাবে না। আসলে এই পৃথিবীতে মানুষ সব সময় ভালো কাজ করার চেষ্টা করে। কিন্তু বর্তমান সময়ে কিছু কিছু লোক রয়েছে যারা ভালো কাজের বদলে খারাপ কাজ করে আনন্দ পায় এবং অন্যের ক্ষতি দেখতে পারলে তাদের আরো বেশি মজা হয়। এইসব লোকেরা কখনো মানুষের প্রকৃত বন্ধু হতে পারেনা এবং তারা মানুষের কাছাকাছি থাকার চেষ্টা করে না।


আর এইসব মানুষরা যদি সমাজের সর্বত্র বসবাস করে তাহলে কিন্তু সমাজের উন্নতির বদলে সবসময় অবনতি হবে। ভালো মানুষ গুলো সব সময় চুপচাপ ভালো কাজ করে চলে যাওয়ার চেষ্টা করে। তারা কখনো নিজেদের নাম অর্জনের জন্য ভালো কাজ করে না। আর ভালো মানুষগুলোর জন্য কিন্তু আমাদের পৃথিবীটা এখনো বসবাস উপযোগী রয়েছে। তাই আমাদের সব সময় চিন্তা ভাবনা করতে হবে যে আমরা যতই জীবনে সামনের দিকে এগিয়ে যাই না কেন আমরা সবসময় ভালো কাজ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। যদিও ভালো কাজ করে জীবনে উন্নতি লাভ করাটা কিন্তু সব থেকে বড় একটা কঠিন ব্যাপার। কিন্তু দেরি করে যদি আমরা জীবনে উন্নতি লাভ করতে পারি তবুও কিন্তু আমরা জীবনে প্রকৃত শান্তি পাব।


আসলে আমরা যদি খারাপ কাজ করে খুব দ্রুত সময়ে উন্নতির সর্ব শিখরে পৌঁছে যাওয়ার জন্য চেষ্টা করি তাহলে হয়তোবা পারবো কিন্তু সেই স্থান আর বেশিদিন স্থায়িত্ব থাকবে না। আর আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সবসময় ভালো কাজের উপকারিতা সম্পর্কে বোঝাতে হবে এবং তাদেরকে ভালো কাজ করার জন্য সব সময় অনুপ্রাণিত করতে হবে। আর তারা যদি আমাদের ভাল কাজ দেখে তাহলে কিন্তু তারাও ভালো কাজ করতে সব সময় চেষ্টা করবে। কেননা তারা ছোটবেলা থেকে যে জিনিসটা দেখবে সেই জিনিসটাই তারা তাদের ভবিষ্যৎ জীবনে করার চেষ্টা করবে। আরে জন্য আমার সকল মানুষের কাছে অনুরোধ যে জীবনের যতটুকু সময় আমরা বেঁচে থাকব ঠিক ততটুকু সময় ভালো কাজ করে যাওয়ার চেষ্টা করব এবং এর মাধ্যমে কিন্তু সারা জীবন আমরা এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

Your post is manually
rewarded by the Steem-Bingo

Steem-Bingo, the prize pool
minimum 45 Steem Guaranteed for every draw

Come try our new game "Steem-Bingo" I will give you a free bingo ticket.“I want to play,” I will transfer 1 STEEM to you to play. If you win, it's your prize 💰

How to join, read here