"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
একগুচ্ছ অনু কবিতা
মোঃরায়হান রেজা
অনু কবিতা-১
ভালোবাসার মায়া জালে,
বেঁধে রেখেছো আমায় গভীর ভাবে।
তাইতো তোমার ভালোবাসার মায়া জলে,
আটকে গেছি আমি গভীর ভাবে।
তোমার ভালোবাসার বন্ধনে,
রেখো এভাবেই আমায় জড়িয়ে।
থাকবো আমি তোমার সাথে,
সারা জীবন ধরে।
অনু কবিতা-২
মনে পরে শুধু তোমার কথা,
তাইতো নীরবে কাঁদি আমি একা।
তুমি বলেছিলে আসবে আমার ঘরে,
তাইতো ঘরটি ফুলে সাজিয়ে রেখেছিলাম আমি যত্ন করে।
তুমি আসার কথা বলে,
আসলে না আর আমার ঘরে।
তাইতো আমি তোমার পথ চেয়ে,
থাকি এখন নিরবে অপেক্ষায় দাঁড়িয়ে।
অনু কবিতা-৩
মনের মাঝে হাজারো স্বপ্ন নিয়ে,
এসেছিলাম আমি এই স্বপ্নের শহরে।
স্বপ্নগুলো দেখি আমি দুচোখ ভরে,
কিন্তু স্বপ্নের দেখা পায়না আমি শত চেষ্টা করে।
তবুও আমি চেষ্টা করে যাচ্ছি,
স্বপ্ন পূরণের জন্য।
ভালবেসে স্বপ্নকে আমি,
জয় করে তাই আনবো।
অনু কবিতা-৪
স্বপ্নময় এই নীল আকাশের বুকে,
পাখির মত ডানা মেলে,
উড়তে আমার ইচ্ছা করে।
পাখিদের দেখলেই লাগে,
আমার অনেক অনেক ভালো।
তাইতো দুহাত বাড়িয়ে উড়তে,
থাকি স্বপ্নের দেশে আরো।
হাজারো চেষ্টা করেও আমি,
শান্তি খুঁজে বেড়াই।
পাখিদের মতো উড়তে আমি শান্তি খুঁজে পায়।





https://x.com/rayhan111s/status/1904117163302260863?t=a2G_b1H7SDVN4YoVsU-O4Q&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনুকবিতা পড়তে খুবই ভালো লাগে। খুব সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা অনুকবিতাগুলো মাঝে মাঝেই পড়া হয়। আজকের কবিতা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো ভাইয়া। খুব সুন্দর করে লিখেছেন।
https://x.com/rayhan111s/status/1904134521689358535?t=g_QwuAUHYCoijRbdp92IKg&s=19
https://x.com/rayhan111s/status/1904136148991263176?t=62gEM_b9mcWOxp8nF9m9RA&s=19
https://x.com/rayhan111s/status/1904226531838513448?t=wJ7q0XQ3NZTY4mWU5G4bCA&s=19
https://x.com/rayhan111s/status/1904227177144692738?t=LS0qOD0XN6oCeLUAWTPH1A&s=19
https://x.com/rayhan111s/status/1904227991363993968?t=9ItEzlxfcILz9X_LQyk1AQ&s=19
https://x.com/rayhan111s/status/1904228659432730895?t=nSlyk_6tbyoSUdwtWfEEAg&s=19
https://x.com/rayhan111s/status/1904229383432450185?t=6LhJKQDF8GJ2NtPheTsexQ&s=19
https://x.com/rayhan111s/status/1904229633425641845?t=CEqiDsoZiYoskCb8Kk-gyg&s=19