"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖

in আমার বাংলা ব্লগ19 days ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240326_111538.jpg

ভালোবাসার সম্পর্ক খুবি মূল্যবান। আর এই ভালোবাসা সবার জন্য জন্ম হয় না। শুধু প্রিয় মানুষকে কেন্দ্র করে ভালোবাসা জন্ম হয়। আর সত্যিকারের ভালোবাসার মানুষকে নিয়ে হাজারো স্বপ্ন আমাদের মনে তৈরি হয়। এই হাজারো স্বপ্নগুলো আমরা যে মানুষটিকে নিয়ে দেখি সেই মানুষটিকে নিয়ে মনের ভিতরে অনেক চাওয়া পাওয়া থাকে। তাকে কেন্দ্র করে যেন জীবনের পথ চলা শুরু হয়। কিন্তু এই ভালোবাসা গুলো আমরা সঠিকভাবে কখনো প্রকাশ করতে পারি না, আবার কখনো প্রকাশ করতে পারি। তবে প্রকাশ না করতে পারলেও মনের ভিতর তার জন্য অসীম ভালোবাসা যেন আমাদের জমা হয়ে থাকে। এই ভালোবাসার অনুভূতিগুলো সত্যি কখনো লিখে বা বলে শেষ করা যায় না। তাই আজকে কিছু ভালোবাসার অনুভূতি দিয়েই লেখা আমার এই কবিতাগুলো। আশা করছি কবিতা গুলো পড়ে ভালো লাগবে।


একগুচ্ছ অনু কবিতা

মোঃরায়হান রেজা

অনু কবিতা-১


ভালোবাসার এই মিষ্টি হাওয়া,
লাগে আমার ভালো।
তাইতো ভালোবাসা পেতে চাই,
আমি তোমার কাছে আরো।

তুমি আমার জীবন সাথী,
রয়েছো জীবন মাঝে।
তাইতো তোমায় নিয়ে থাকতে চাই,
এই ভুবন মাঝে।

অনু কবিতা-২


আমার কল্পনা জুড়ে,
শুধুই রয়েছো তুমি।
তাইতো তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
শুধুই যে আমি।

তোমায় নিয়ে হাজারো ভালোবাসার,
কাব্য আমি লিখি।
ভালোবাসার কাব্য আমি,
লিখে শেষ করতে এখুনো পারিনা।

অনু কবিতা-৩


দূর ওই আকাশে হারিয়ে যাবো,
আমি তোমার সাথে।
অচেনা কোন এক দেশে,
ঘর বাঁধবো আমরা দুজন মিলে।

ভালোবাসার বৃষ্টি হয়ে,
আসবে আমাদের কাছে।
বরণ করে নেব আমি,
তোমায় ভালোবেসে।

অনু কবিতা-৪


সুখের ঠিকানায় যাব আমি,
তোমার হাতটি ধরে।
ভালোবাসার গান গাইবো,
আমরা দুজন মিলে।

সুখের ঠিকানায় হারিয়ে যাব,
তোমার ভালবাসা পেয়ে।
তাইতো আমি আশায় থাকি,
তুমি ভালোবেসে নেবে আমায় কাছে।

fox-ga73d03b37_1920.png

source

আসলে ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে অনু কবিতাগুলো লিখতে আমার অনেক ভালো লাগে। মনের অনুভূতিগুলো যেন আমি ছন্দে আকারে প্রকাশ করার চেষ্টা করি। আর আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তাই আজকেও আপনাদের মাঝে আমার লেখা চারটি অনু কবিতা শেয়ার করলাম। আশা করছি এই অনু কবিতা গুলো পড়ে আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে ভিন্ন অনু কবিতা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 19 days ago 

GridArt_20241226_182952020.jpg

 19 days ago 

আমি কবিতা লিখতে অসম্ভব ভালোবাসি। আর এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তেও অনেক পছন্দ করি। আমি নিজেও প্রতি সপ্তাহে একটি করে কবিতা লেখার জন্য চেষ্টা করি। আর আপনাদের লেখা এরকম সুন্দর সুন্দর অনু কবিতা গুলো সব সময় পড়ার চেষ্টা করি। অনেক সুন্দর করে আপনি আজকের অনু কবিতা গুলো লিখেছেন। যেটা পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবগুলো অনুকবিতা সবার মাঝে ভাগ করে নিয়েছেন এজন্য ধন্যবাদ।

 19 days ago 

প্রিয়জনকে ঘিরে এতো সুন্দর সুন্দর কয়েকটি অণুকবিতা লিখেছেন। প্রতিটি পড়তে খুব ভাল লাগছিল। অন্তমিলের ফল একটা ছড়ার ছন্দ তৈরি হয়েছে যা খুবই সুন্দর লাগছে পড়ার সময়।

 19 days ago 

আপনি অনেক সুন্দর সুন্দর অনুভূতি নিয়ে লিখেছেন আজকের এই অনু কবিতা গুলো। আপনি সবসময় খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখে থাকেন, যেগুলো আমার কাছে অনেক ভালো লাগে। ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে কবিতা গুলো লেখার কারণে বেশি ভালো লেগেছে পড়তে।

 19 days ago 

আপনি বরাবরই ভালবাসার মানুষকে কেন্দ্র করে অনেক সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেন।আপনার আজকের কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো ভাইয়া। বিশেষ করে দুই নাম্বার অনু কবিতাটি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 19 days ago 

প্রতিনিয়ত ও আপনার ভালবাসার মানুষটিকে নিয়ে খুব সুন্দর সুন্দর কবিতা লিখে যাচ্ছেন। মনের কথাগুলো কবিতার ভাষায় খুব সুন্দর ভাবে প্রকাশ করতে পারছেন। ঠিক আজকে আপনার শেয়ার করা একগুচ্ছ অনু কবিতার প্রত্যেকটা অনু কবিতা অনেক বেশি সুন্দর হয়েছে। কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

 19 days ago 

প্রিয় মানুষকে নিয়ে খুব সুন্দর একগুচ্ছ অনু কবিতা লিখেছেন। খুবই ভালো লাগলো আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে। খুব সুন্দর ছন্দ সাজিয়ে লিখেছেন কবিতা গুলো। সবগুলো লাইন বেশ সুন্দর হয়েছে। এত চমৎকার কিছু কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 19 days ago 

প্রিয় মানুষকে কেন্দ্র করে সুন্দর অনু কবিতা লিখেছেন আজকে আপনি কিছু। তবে আপনার এক একটা অনু কবিতা অসাধারণ হয়েছে। সুন্দর অনুভূতি দিয়ে এত সুন্দর অনু কবিতা লিখেছেন পড়ে বেশ ভালই লাগলো। আমি তো আপনার অনু কবিতাগুলো কয়েকবার পড়েই ফেললাম। ভালো লাগার মত সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।