"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240326_111538.jpg

বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আবারো আমার লেখা কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম। আসলে এই অনু কবিতা গুলো লিখতে পেরে অনেক ভালো লাগে। অনু কবিতার মাধ্যমে আমরা আমাদের মনের অনুভূতিগুলো সুন্দরভাবে প্রকাশ করতে পারি। যার কারণে কবিতা গুলো আমি লিখতে অনেক ভালোবাসি। তাই আমি কিছু কবিতা লিখে রেখেছিলাম।কবিতা লিখতে সময় ও ধৈর্য্য ও প্রয়োজন হয়। আর নিরিবিলি পরিবেশ লাগে। তাই আমি যখন একা থাকি কিংবা নিরিবিলি পরিবেশ পায়, তখন এই কবিতা গুলো লিখে থাকি। আজকে তাই আপনাদের মাঝে আমার লেখা এই চারটি অণু কবিতা শেয়ার করলাম। আশা করছি আমার লেখা অনেক কবিতা গুলো পড়ে আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা চলুন আর দেরি না করে অনু কবিতা গুলো পড়া করা শুরু করা যাক।


একগুচ্ছ অনু কবিতা

মোঃরায়হান রেজা

অনু কবিতা-১


মন মেতেছে হারিয়ে যাবো,
প্রকৃতির মাঝে।
মায়া ভরা এই প্রকৃতি যে,
ডাকছে আমাকে।

তাইতো আজ শীতের আভাস,
পড়ছে চারো দিকে,
খেজুরের রসে মিষ্টি গন্ধে,
মন হারিয়েছে আমার গভীর ভাবে।

অনু কবিতা-২


চারদিকে আজ শীতের,
হাওয়া বয়ছে বারে বারে,
সরিষা ফুলের হলুদের দৃশ্য,
দেখলেই মন যে আনন্দে মেতে ওঠে।

তাইতো আমি এসেছি গ্রামের,
এই প্রকৃতির মাঝে,
হারিয়ে যাব কুয়াশা ভরা,
শীতের সকাল মাঝে।

অনু কবিতা-৩


তোমায় ছাড়া আমার একটুখানি,
লাগে না যে ভালো।
তুমি যে আমার জীবনের,
শান্তিময় আলো।

তাইতো আমি তোমায় নিয়ে,
হেসে খেলে থাকতে চাই এই পৃথিবীর মাঝে।
ভালোবাসায় ভরে উঠবে,
তোমার আমার জীবন মাঝে।

অনু কবিতা-৪


তুমি আমার কল্পনার রাণী,
তাই তো তোমায়,
বুকের মাঝে রেখেছি,
খুব যত্ন করে আমি।

ভালোবাসায় ভরিয়ে দেবো,
তোমার জীবনখানি।
থাকবে তুমি আমার বুকে,
স্বপ্নের হয়ে রাণী।

fox-ga73d03b37_1920.png

source

শীতের আবহাওয়ার দৃশ্য গুলো আমার খুবই ভালো লাগে। তাই আজকে আপনাদের মাঝে আমার লেখা এই কবিতার মাঝে শীতের আবহাওয়ার সুন্দরময় প্রকৃতি আর প্রিয় মানুষকে নিয়ে লেখা চারটি অণু কবিতায় আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে মনের অনুভূতিগুলোয় আমি কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করে থাকি। যার কারণে আমার লেখা এই অনু কবিতাগুলো আমার মনের অনুভূতিই যেন প্রকাশ পেয়েছে। তাই আপনাদের মাঝে আজকের এই চারটি অনু কবিতা শেয়ার করলাম। আশা করছি আমার লেখা অনুভূতিগুলো পড়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন অনু কবিতা নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া রইলো। 💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 4 days ago 

Screenshot_2024-12-19-16-24-08-145_photoeditor.layout.collagemaker.jpg

 4 days ago 

শীত এবং এই সুন্দর প্রকৃতি মিলিয়ে দারুন কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। খুবই সুন্দরভাবে একটি লাইনের সাথে আরেকটি লাইন মিলিয়ে লিখেছেন কবিতা গুলো। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 4 days ago 

শীতের প্রকৃতিকে ঘিরে এবং প্রিয় মানুষকে ঘিরে খুব সুন্দর কয়েকটি অনু কবিতা আজ আপনি শেয়ার করেছেন। কোন কবিতা পড়ে ভীষণ ভালো লাগলো। এখন সরষে ফুলের সময়। এ সময় গ্রাম বাংলার মাঠ সরষে ফুলে সেজে ওঠে দেখতে কতই না অপূর্ব লাগে। এবার যেতে হবে সরষে ফুলের মাঠে প্রকৃতিকে উপভোগ করতে। আপনার শেয়ার করা সুন্দর কবিতাগুলো আবৃতি করে বেশ ভালো লাগলো। সুন্দর কবিতা গুলো শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 4 days ago 

আপনার লেখা অনু কবিতা গুলো পড়তে আমার খুবই ভালো লেগেছে। সব সময় এত সুন্দর টপিক নিয়ে অনু কবিতা লিখে থাকেন দেখে খুব ভালো লাগে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে, অনু কবিতা গুলোর সবগুলো লাইন এত সুন্দর ভাবে লিখে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ। আপনি প্রতিনিয়ত চেষ্টা করার কারণে অনেক সুন্দর সুন্দর কবিতা এখন লিখতে পারেন। আশা করছি সব সময় আপনার সুন্দর সুন্দর অনু কবিতা গুলো পড়তে পারবো।

 4 days ago 

আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। আসলে অনু কবিতার মাধ্যমে আপনি আপনার মনের অনুভূতি গুলো প্রকাশ করেছেন। প্রকৃতির সৌন্দর্য আর ভালোবাসার মানুষকে কেন্দ্র করে লেখা অনু কবিতা গুলো পড়ে ভালো লাগলো।

 3 days ago 

এত সুন্দর সুন্দর টপিক তুলে ধরে অনু কবিতা লিখেছেন এটা দেখে অনেক ভালো লাগলো। আপনার প্রতিটা অনু কবিতা আমার অনেক পছন্দ হয়েছে। ছন্দ মিলিয়ে দারুন ভাবে সবগুলো অনু কবিতা লিখেছেন। অনেক সুন্দর হয় যদি বিভিন্ন টপিক নিয়ে অনু কবিতা লেখা হয় তাহলে।

 3 days ago 

আজকে আপনি সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। তবে আপনার অনু কবিতার ভাষা অসাধারণ। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে অনু কবিতা লিখেছেন এই কারণে পড়তে অনেক ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করি অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।