বিকালবেলা সমুদ্র সৈকতের পারে কিছু মুহূর্তের ফটোগ্রাফি
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আজকে আমি আপনাদের মাঝে কক্সবাজার সমুদ্র সৈকতের পারে ভ্রমণ করার কিছু মুহূর্তের ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আসলে আমি সুগন্ধা পয়েন্ট গিয়েছিলাম বিকেলবেলা, আর এই বিকেল বেলার মুহূর্তটা আমার খুবই ভালো লেগেছে। সমুদ্রের পাড় দিয়ে হেঁটে যাওয়ার মজাটাই অন্যরকম। অল্প পানির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর সমুদ্রের পাড়ে এই অপরূপ সৌন্দর্যময় বিস্তৃত দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম। আসলে বিকেলবেলা সমুদ্রের পাড়ে এই দৃশ্য গুলো দেখলে খুবই ভালো লাগে। সমুদ্রের ঢেউ যখন কিনারে আসে তখন অসাধারণ একটা মুহূর্ত উপভোগ করা যায়। তাই কিছু ফটোগ্রাফি করে রেখেছিলাম।যা আপনাদের মাঝে শেয়ার করলাম।
সমুদ্রের পাড়ে এসে খুবই ভালো লাগতেছিল। যার কারণে আমি সমুদ্রের পারে দৃশ্যগুলো দেখতে লাগলাম। আর এই সমুদ্রের পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। অল্প এই পানির ভিতর দিয়ে হেঁটে যাওয়ার মজাটা আমার কাছে দারুন লেগেছে। তাই আমি স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্যই ফটোগ্রাফি করলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
বিকেলবেলা সমুদ্রের পড়ে অনেক সুন্দর বাতাস বয়তে ছিল। এই বাতাসের মধ্যে দুহাত বাড়িয়ে যেন পাখির মত ডানা মেলে উড়তে খুবই ইচ্ছা করতেছিলো। আসলে অসাধারণ একটা মুহূর্ত, কি যে ভালো লাগতেছিল। শীতল বাতাস যখন গায়ে লাগে তখন প্রাণ যেন জুড়িয়ে যায়, মুহূর্তটা অসাধারণ ছিল।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
সমুদ্রের পাড়ে বসে থাকার জন্য খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে। ছাতার মতোএই সমুদ্রের পারে অসাধারন বেঞ্চের উপরে বসে থেকে আমি সমুদ্রের দৃশ্য দেখতেছিলাম। আর সমুদ্রের এই শীতল বাতাস উপভোগ করতেছিলাম। আসলে প্রকৃতির মাঝে আসলেই যেন ভাল লাগে সমুদ্রের শব্দ যেন মন হারিয়ে যাচ্ছিল আমার।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
সমুদ্র সৈকতের পাড়ে ঝাউবনের বাগান রয়েছে। সেই বাগানটি দেখতে যেমন সুন্দর তেমনি আকর্ষণীয়। আর এই বাগানের পাশে দাঁড়িয়ে আমি ফটোগ্রাফি করলাম। আসলে অপরূপ সৌন্দর্যময় নীল আকাশের মাঝে এই সবুজ গাছের দৃশ্য দেখতে পেয়ে খুবই ভালো লাগতেছিলো।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
সমুদ্রের বালুর মাঝে এই বাগানটিম এখানে অনেকেই এসে বসে থাকে, আবার ছোট ছোট দোকান দেখতে পেলাম। সেখানে আমি দাঁড়িয়ে কিছু মুহূর্ত উপভোগ করলাম। আসলে এই ঝাউ বনের মাঝে ঘোড়া রয়েছে অনেকগুলো, ঘোড়ার উঠে আনন্দ নেয় মানুষ। তাই আমি পাশে দৃশ্য দেখতে ছিলাম, আর স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য আমি কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
ফোনের বিবরণ
| ক্যামেরা | Redmi Note 6 Pro |
|---|---|
| ধরণ | ফটোগ্রাফি। |
| ক্যামেরা.মডেল | Note 6 Pro |
| ক্যাপচার | @rayhan111 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |














https://x.com/rayhan111s/status/1905566958533157061?t=sLwz4Fyv67JQQgc0P-0g6A&s=19
আপনার আজকের ফটোগ্রাফি গুলো দেখে সমুদ্রের পাড়ে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে গেল। আসলে সেখানে গেলে মন একদম শান্ত হয়ে যায়। কোন কিছুই আসলে মাথায় থাকে না। খুব ভালোভাবে মুহূর্তগুলো উপভোগ করা যায়। খুব সুন্দর করে সময়গুলো উপভোগ করেছেন দেখে বেশ ভালো লাগলো ভাইয়া।
সমুদ্রের পাড়ে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। বিকেলবেলা সমুদ্রের পাড়ে সময় কাটাতে ভালোই লাগে। ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন সমুদ্রের পাড়ে। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
https://x.com/rayhan111s/status/1905856729574748652?t=U0Rfjj5N4ph9z-i-XhTBWw&s=19
https://x.com/rayhan111s/status/1905857015546532063?t=fm4kZymRwGnkHn2psMi6-A&s=19
https://x.com/rayhan111s/status/1905858129520369763?t=F0P-pz_dOlkUrxeJLsRMVw&s=19
https://x.com/rayhan111s/status/1905858839762669971?t=IaZz-kYAzrr1_WEFywTRbw&s=19
https://x.com/rayhan111s/status/1905859461387804732?t=3ym-5RknJz-yQUzgeXNl2A&s=19
https://x.com/rayhan111s/status/1905859717064258023?t=iizNVMNkA2usWuT4KeIxEw&s=19