১০ স্টিম পাওয়ার আপ করলাম 💪

in আমার বাংলা ব্লগ13 days ago

আসসালামু আলাইকুম/আদাব🤝


হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আবারও আমার শক্তি বৃদ্ধি করতে পাওয়ার আপ করলাম।শক্তি বৃদ্ধি করতে হলে পাওয়ার আপ করা খুবই গুরুত্বপূর্ণ।পাওয়ার আপ এর মাধ্যমেই নিজের শক্তি বৃদ্ধি পায়। আর স্টিমেট প্লাটফর্ম শক্তি বৃদ্ধি করা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যার যত শক্তি হবে সে তত ক্ষমতা আমার হবে। তাই আমি আমার ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য প্রতিনিয়ত পাওয়ার আপ করে যাচ্ছি। আজকে আমি পাওয়ার আপ করলাম। এই পাওয়ার আপের মাধ্যমে আমার ক্ষমতাকে আরো বৃদ্ধি করলাম। এভাবে আমি আস্তে আস্তে পাওয়ার আপের মাধ্যমে আমার ক্ষমতাকে আরো বৃদ্ধি করে যাব ইনশাআল্লাহ।

🙏🐬🙏


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xyaCjMNVzLiSH8eoMLU4VXU1b1TPA5dxdJ8HK5W1QxMKb3K55uBB4mYH6ryScgT9Bykh52tEEMXvRMW6ePBvf7spNKthk.jpeg

পাওয়ার আপ আমি যে ভাবে করেছি তা ধাপে ধাপে উপস্থাপন করছি।

ধাপ-১👇

IMG_20241225_124020.jpg

ধাপ-২👇

IMG_20241225_124037.jpg

ধাপ-৩👇

IMG_20241225_124057.jpg

পাওয়া আপ এর পরিমান
পাওয়ার আপ করার আগে আমার ওয়ালেটে স্টিম ছিল২০,৩১৩.০০৬স্টিম
আজকে পাওয়ার আপ করলাম১০স্টিম
পাওয়ার আপ করার পরে আমার ওয়ালেটে স্টিম হলো২০,৩২৩.০০৮স্টিম


আজকে আমি দশ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে আমার শক্তিকে বৃদ্ধি করলাম এবং নতুন বছরের নতুন টার্গেট নিয়ে আমি প্রতিনিয়ত পাওয়ার আপ করে যাব ইনশাল্লাহ। আমার ক্ষমতাকে আমি প্রতিনিয়ত বৃদ্ধি করে যাব, এই লক্ষণ নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। তাই নতুন বছরে আমি আমার নতুন টার্গেট যেন পূরণ করতে পারি আপনাদের কাছে দোয়া চাই এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার লক্ষ্য নিয়ে পাওয়ার আপ প্রতিনিয়ত করতে পারি।💖🐬💖

আমার পরিচয়


IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 13 days ago 

GridArt_20241225_190042979.jpg

 13 days ago 

এই প্লাটফর্মে টিকে থাকতে হলে পাওয়ার বৃদ্ধির কোন বিকল্প নেই। যে কাজটি আমরা সবাই ধারাবাহিকভাবে করার চেষ্টা করি। আজকে আপনার ১০ স্টিম পাওয়ার বৃদ্ধি দেখে খুবই ভালো লাগলো। এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক সেটাই কামনা করি।

 13 days ago 

১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে ভালো লাগলো। দীর্ঘমেয়াদি কাজ করার লক্ষ্যে পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। এভাবে আপনি আপনার লক্ষ্য নিয়ে এগিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইল।

 13 days ago 

প্রতিনিয়ত পাওয়ার আপ করে এগিয়ে যাচ্ছেন দেখে ভীষণ ভালো লাগলো। আশাকরি আপনি আপনার একাউন্টকে অনেক বেশী শক্তিশালী করে এভাবেই এগিয়ে যাবেন। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

 13 days ago 

আজকে আপনার ১০ স্টিম পাওয়ার আপ দেখে অনেক ভালো লাগলো। এই প্লাটফর্মে অল্প অল্প করে পাওয়ার আপ করলেও বছর শেষে অনেক বড় একটি এমন হয়। আসলে পাওয়ার আপ করা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমি নিজেও চেষ্টা করি সব সময় অল্প অল্প হলেও পাওয়ার আপ করতে। আশা করি পাওয়ার আপ করে অনেক দূর এগিয়ে যাবেন এটাই কামনা করি।

 13 days ago 

ছোট ছোট পাওয়ার আপের মাধ্যমে নিজের ক্ষমতা বৃদ্ধি করছেন নিয়মিত। আপনার লক্ষ্যে এভাবেই পৌঁছে যাবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 13 days ago 

পাওয়ার আপ করে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছেন। ছোট ছোট পাওয়ার আপের মাধ্যমে একসময় বড় এমাউন্টে পরিণত হয়। যা স্টিমিট প্লাটফর্মে দীর্ঘ মেয়াদী কাজ করতে খুবই সুবিধা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 13 days ago 

নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধির জন্য আপনি প্রতি সপ্তাহে ১০ স্টিম পাওয়ার আপের মাধ্যমে আপনার কাঙ্খিত লক্ষ্যের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন দেখে খুব ভালো লাগলো। যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা বৃদ্ধি। এভাবে পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আপনি খুব তাড়াতাড়ি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।