ভিডিওগ্রাফি || গ্রাম্য মেলার অপরূপ সুন্দরময় দৃশ্যের ভিডিওগ্রাফি
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
প্রতিবছর ডিসেম্বর মাসে আমাদের গ্রামে মাহফিলের আয়োজন করা হয়। আর এই মাহফিলকে কেন্দ্র করে বিশাল বড় একটি মেলার আয়োজন করা হয়। তার গ্রামবাসী এই মেলাতে অনেক আনন্দময় মুহূর্ত উপভোগ করে। বিশেষ করে গ্রামের মেলাতে হাজার হাজার মানুষ আসে। আর ছোট ছোট বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক ধরনেরই ব্যবস্থা থাকে। আর এই মেলাকে কেন্দ্র করে গ্রামে যেন উৎসবমুখোর পরিবেশ সৃষ্টি হয়। আর এই উৎসবমুখর পরিবেশের মধ্যে গ্রামের সকল আত্মীয়-স্বজনরা আসে। যার কারণে এই মেলাটা যেন আরো জাকজমক হয়ে ওঠে। তাই মেলাতে কাটানো কিছু মুহূর্তের অংশ আপনাদের মাঝে ভিডিও করে শেয়ার করলাম। আসলে এই মেলার দৃশ্যগুলোই আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমার এই ভিডিওগ্রাফি করা। তো বন্ধুরা চলুন ভিডিওটি দেখা শুরু করা যাক।
গ্রামের মেলাতে এসে নাগরদোলা চড়ার মুহূর্ত বিশেষ করে আমি আমার ছোট ভাই বোন এবং ভাগ্নিদের নিয়ে এসেছিলাম। ওদের নিয়ে মেলাতে কাটানো মুহূর্তটা আনন্দদায়ক ছিল। ওদের নিয়ে নাগরদোলা ভ্রমণ, সাথে গরম গরম গুড়ের জিলাপি এবং মিষ্টি পান থেকে শুরু করে সকল কিছুই উপভোগ করলাম। আসলে গ্রামের মানুষ যেন আনন্দময় খুঁজে পেয়েছে। এই মেলাকে কেন্দ্র করে, বিশেষ করে গ্রামের মানুষ অনেক পরিশ্রমী,তারা আনন্দ হাসি ওইভাবে উপভোগ করতে পারেনা। যার কারণে প্রতি বছর যখন এই মেলার আয়োজন করা হয়, তখন তারা আনন্দের সাথে মুহূর্তগুলো উপভোগ করে।
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi Note 6 Pro |
---|---|
ধরণ | ভিডিওগ্রাফি। |
ক্যামেরা.মডেল | Note 6 Pro |
ক্যাপচার | @rayhan111 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
গ্ৰাম এলাকার মেলা গুলো একটু অন্যরকম হয়ে থাকে।আর প্রতিবছর শীত কাল চলে আসলেই গ্ৰাম এলাকা গুলোর মধ্যে বিভিন্ন ধরনের মেলা অনুষ্ঠিত হয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটি গ্ৰাম্য মেলার ভিডিও ক্লিপ আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ভিডিও টির মধ্যে মেলার সৌন্দর্য ফুটে উঠেছে ভাইয়া। ভিডিও টি দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।
https://x.com/rayhan111s/status/1873676361514267040?t=OmHqlt7ywyfJBon8q2yB4Q&s=19
হঠাৎ করে গ্রামের এই ধরনের মেলা গুলো দেখতে ভীষণ ভালো লাগে। অনেকদিন আগে আমাদের গ্রামে এরকম একটি মেলা হয়েছিল। আজকে আপনার এই গ্রামের মেলার ভিডিওটা দেখে সেই কথা মনে পড়ে গেল। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ভিডিও আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার ভিডিও গ্রাফি দেখে অনেক ভালো লাগলো।আসলে ভাইয়া গ্রামের মেলা গুলোতে বেশ ভালো একটা সময় কাটিয়েছেন।আপনারা কয়েকজন মিলে নাগরদোলায় চড়েছেন জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর কাটানো মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
গ্রাম্য মেলার খুব সুন্দর একটা ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। পুরো মেলাটা খুব সুন্দর ভাবে আয়োজন করা হয়েছে। বিভিন্ন ধরনের খেলনা এবং খাবারের দোকান দেখে ভালো লাগলো। সবাই বেশ উপভোগ করছে পুরো মেলাটা। আপনি খুব সুন্দর একটা ভিডিওগ্রাফি ক্যাপচার করেছেন। ধন্যবাদ ভাইয়া।
সম্পূর্ণ মেলার ভিডিওটি দেখতে দারুন সুন্দর লাগলো ভাই। আপনি মুখে বলে বলে দারুণ সুন্দরভাবে ভিডিওগ্রাফিটি গ্রহণ করেছেন। এত রকম খাবার দেখে আমারতো খিদে বেড়ে গেল। আর তার সঙ্গে প্রচুর পরিমাণে খেলনার দোকান বসেছে মেলাটিতে।। গ্রামীন এই ধরনের মেলাগুলিতে যেতে খুব ভালো লাগে। শিশুরা ভীষণ আনন্দ পায় এই মেলাগুলিতে গেলে।
ভিডিওটি দেখা আমার শৈশবের স্মৃতি গুলো মনে পরে গেল। আমি ছোটবেলায় বাবার হাত ধরে কত এভাবে মেলায় যেতাম ঘুড়তাম।আপনার ভিডিও দেখে আমার আবারও ইচ্ছে করছে ইস যদি আবার ছেলেবেলায় ফিরে গিয়ে বাবার সাথে যেতে পারতাম।ধন্যবাদ আপনাকে স্মৃতি জাগ্রত করে দেওয়ার জন্য আপনার ভিডিওর মাধ্যমে।
গ্রাম্য মেলায় কাটানো অপরূপ সুন্দরময় মুহূর্তগুলো আপনি ভিডিও করেছেন। এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম। সত্যিই নাগরদোলার দৃশ্যগুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।