RE: আবোল-তাবোল জীবনের গল্প [ আচরণ ]
ভাইয়া আজকে আপনার পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ। আসলেই আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে এবং সমাজে অনেক বন্ধু রয়েছেন যারা অল্পতেই নেশায় আসক্ত হয়ে যায়। বিশেষ করে স্কুল, কলেজে ছাত্রদের মধ্যে এই সম্ভাবনাটা বেশি হয় কারণ একজন বন্ধু যদি সিগারেট খায় বাকি বন্ধুগুলো তো সিগারেট খায় না।তবে সাথে থাকতে থাকতে তারা সিগারেটটা খায়। আসলে এটা যদি উল্টো হতো যে সিগারেট খাওয়া বাদ দিতো। তাহলে অনেক ভালো হতো। আজকে আর একটা বিষয় ভালো লাগলো, যে আপনার বন্ধুরা তাস খেলেছে আপনি তাদের সাথে মিশেছেন কিন্তু এখন আপনি তাস খেলা বোঝেন না। আবার আপনার বন্ধুরা সিগারেট খেয়েছে আপনি তাদের সাথে মিশেছেন কিন্তু ওই ভাবে সিগারেট খাওয়ার সম্পর্ক তৈরি করেননি। আসলে আপনার আর আমার একই অবস্থা। আমার বন্ধু একই রুমে তিন বন্ধু থাকতাম। আমার বন্ধু রাতের বেলা সিগারেট খেত দুজন আমি মাঝখানে শুয়ে থাকতাম। তারপরেও আমার এই সিগারেটের নেশাটি হয়নি। সত্যি আপনার এই কথাটা আমার খুবই ভালো লেগেছে। আসলে নেশা একটি নিজের ইচ্ছা পরিণত হয়ে খাকে।নিজের যদি মন থেকে নেশাকে ঘৃণা করে তাহলে কখনই এটি নেশায় পরিণত হবে না।