RE: পদবী এডমিন ও পরিস্কার কিছু তথ্য || @shy-fox 10% beneficiary
ভাই আপনার আজকের পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। আসলে দায়িত্ব যখন কাঁধে আসে তখন সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হয়। আর এই সঠিকভাবে পালন করার মধ্যেও সকলের মন জয় করা যায় না। কেউ না কেউ বিপরীত থাকবেই। এটাই প্রকৃতির নিয়ম। আপনি নিজেকে লেখালেখির কাজ অনেক দায়িত্ব এবং শক্ত ভাবে উপস্থাপন করেন। আপনার দায়িত্বের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। কারণ আপনি সবসময় সত্যের পথে অটল। আপনার নামের পাশে এডমিন এটা যে কত বড় একটি পদবী এবং নিজেকে কত বড় দায়িত্ববান বানিয়ে তুলেছে সেটা আপনি খুবই ভালো ভাবে বোঝেন। আর এডমিন শব্দটি এমনি এমনি আসেনি, আপনি এই যোগ্যতার জন্য পেয়েছেন এবং আপনি আপনার কাজের মাধ্যমে যোগ্যতা অর্জন করেছেন। আসলে প্রত্যেকটা মানুষের মন জয় করা সম্ভব না। তার পরেও ভালোকাজ আমাদের প্রতিনিয়ত করতে হবে।১০ জনের মধ্যে ৮ জনের ভালো লাগবে এবং দুইজনের ভালো লাগবে না এটাই স্বাভাবিক।আপনার মঙ্গল কামনা করি এবং সর্বদাই আপনার সুস্থতা কামনা করি।