পদবী এডমিন ও পরিস্কার কিছু তথ্য || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

Shuvao_vai.png

ব্যানার ক্রেডিট: @hafizullah (সিনিয়র এডমিন, আমার বাংলা ব্লগ)

লেখালেখির সঙ্গে ঠিক কত আগে থেকে জড়িত আছি, এটা সঠিক বলতে পারব না । তবে অনলাইনে লেখালেখি করছি তাও তো অনেকটা বছরই হয়ে গেল । যাইহোক বহু উত্থান পতনের সাক্ষী হয়ে আছি । তারপরেও প্রতিনিয়ত লেখালেখি চালিয়ে যাচ্ছি । হয়তো যতদিন বাঁচবো ,এই পেশাতেই নিজেকে নিমজ্জিত রাখতে চাই , এমনটাই ইচ্ছা আমৃত্যু ।

খুব আগের কথা আমি বলতে যাব না । তবে সমসাময়িক কিছু কথা বলতে চাই এবং ব্যাপার গুলো সকলের জানা দরকার বলে আমি মনে করছি । যদিও কিছু কথা ঢাকঢোল পিটিয়ে বলতে নেই । তবে মাঝে মাঝে বলে হালকা হওয়া যায় ।

এই যে , আমার বাংলা ব্লগ শুরুর প্রথম থেকেই এখানে আছি এবং আমি মনেকরি, এটাকে ঘিরেই আমার জীবন-জীবিকা সবকিছু । হয়তো লেখালেখি করতে পছন্দ করি বিধায় নিজেকে পরিপক্ক ভাবে নিয়োজিত করেছি এই জায়গায় । তাই হয়তো এটার বাহিরে আর অন্য কোন কিছুই ভাবতে পারিনা ।

নামের পাশে এডমিন পদবী যে খুব সহজে বসেছে এটা নিছক ভুল কথা । আমি ভাবি এটা হয়তো আমার অনেকটা কর্মফল । নামের পাশে একটা এডমিন শব্দ যে কত বড় দায়িত্ব মাথার উপর এনে দিতে পারে, সেটা হয়তো যদি কেউ সরাসরি না দেখে তাহলে সেটা কোনভাবেই কাউকে বোঝানো সম্ভব না ।

আচ্ছা তাহলে একটাবার চিন্তা করে দেখুন যে, একজন এডমিনের যদি এই রকম হাঁসফাঁস ওঠে । তাহলে আমাদের প্রতিষ্ঠাতার উপর কি পরিমাণ প্রতিনিয়ত চাপ কাজ করে । যাইহোক তার কাছে আমি কৃতজ্ঞ । তার ব্যাপার নিয়ে আমি আসলে তেমন কোন কিছুই বলতে চাই না । তবে নিজের কিছু কথা বলতে চাই, যেটা সকলের জানা উচিত ।

শুধু এডমিন এটা বললে ভুল হবে । কারণ আমাকে প্রতিনিয়ত বিভিন্ন রকম ভূমিকায় অতপ্রতভাবে অগ্রসর হয়ে জড়িত থাকতে হয় এবং আমি মনেকরি , আমার সঙ্গে যারা সহযোদ্ধা আছে এবং যারা কাজ করছে, তারা এই ব্যাপার গুলো সম্পর্কে মোটামুটি কিছুটা হলেও ধারণা রাখে ।

যেহেতু আমি সোশ্যাল নেটওয়ার্কিং-এর সঙ্গে জড়িত আছি এবং কমিউনিটির প্রত্যেকটা বিষয় আপাদমস্তক টুকে রাখতে হয় এবং সেই অনুযায়ী প্রত্যেকটা কাজ ডেলিভারি দিতে হয় । তাই ব্যাপারগুলো বেশ জটিলতা সম্পন্ন । কর্মক্ষেত্রে আমি শুধুমাত্র পেশাদারিত্ব বুঝি এবং কিভাবে নিজের জায়গা থেকে নিজের উপর অর্পিত দায়িত্ব আরো ভালোভাবে পালন করা যায় , সেটাই বুঝি । এর বাহিরে আর অন্য কোন কিছুই একদম বুঝিনা ।

প্রতিটি নতুন ইউজার যখন আসে , তাদেরকে একদম মাইক্রোস্কোপে খুঁটিয়ে খুঁটিয়ে ভেরিফিকেশন করা থেকে শুরু করে, তাদেরকে সঠিক ভাবে ব্লগিং করার প্রাথমিক ধারণা দিয়ে থাকি । এক্ষেত্রে যেহেতু আমি সোশ্যাল নেটওয়ার্কিং-এর সঙ্গে জড়িত আছি, তাই প্রতিনিয়তই সকলের খোঁজ খবর রাখতে হয় ।

তাছাড়াও সাপ্তাহিক হাংআউট তো আছেই ।যেখানে মূলত অনেকটাই ভিন্ন রকম চরিত্রে নিজেকে উপস্থাপন করতে হয় । হয়তো ইউজারদের মানসিকতা বুঝে প্রতিনিয়ত আপডেট তথ্য ও বিনোদনের ব্যবস্থা গুলো একটা নিয়মের মাঝে রেখে উপস্থাপন করতে হয় এবং প্রতিনিয়ত ইউজারদের বাপ্যার গুলো নিয়ে ভাবতে হয় ।

এইটা একদম চিরন্তন সত্য কথা যে , এতকিছুর পরেও কিছু মানুষের হৃদয়ে আমি কখনোই জায়গা করতে পারবো না । আসলে একার পক্ষে সকলের মন জয় করা বেশ কঠিন ।

আমি নিজে যেমন সহযোগিতা পেয়ে আজ এতদূর পর্যন্ত এসেছি । ঠিক অনেকের সামনে বহুভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি । আমি কাউকে নিয়ে কোন অভিমান, মন্তব্য বা বিদ্রুপ প্রতিক্রিয়া কখনোই করিনি । তবে আমার আসলে বিশ্বাসের প্রচুর ক্ষুধা আছে । হয়তো এই বিশ্বাসের ক্ষুধার জ্বালায়, আমি ক্রমাগত হেরে যাই ।

একজন দুজনকে নিয়ে আমার আসলে খুব একটা ভাবলে চলে না । সামগ্রিকভাবে সকলের মন মানসিকতা নিয়ে ভাবতে হয় । সেই ক্ষেত্রে হয়তো অনেক সময় অনেকের মনে জায়গা করতে পারি না বা বেশ ত্রুটি থেকে যায় আমার পক্ষ থেকে । যেটা আমিও মাঝে মাঝে বুঝি, তবে দায়িত্বের বেড়াজালের কারণে সেটা আমার কোনভাবেই সম্ভবপর হয়ে ওঠে না ।

তাছাড়াও যেহেতু চ্যারিটির কেস গুলো হ্যান্ডেল ও ইনভেস্টিগেশন করতে হয় এবং এই বিষয় গুলোর সঙ্গে কম বেশি আমার সকল সহযোদ্ধা ও সহকর্মীরা যুক্ত থাকে, তবে ইউজারদের কে সিদ্ধান্ত আমাকেই জানাতে হয় । হয়তো নিয়ম নীতির সুক্ষ বিচার কার্যক্রমের কারণে অনেক কেস শুরুতেই ভিন্নভাবে নিষ্পত্তি করতে হয় । হয়তো অনেকের চাওয়া-পাওয়া গুলো অপ্রাপ্তিই থেকে যায় । এ কারণে কিছু মানুষের মনে কখনোই জায়গা করে উঠতে পারিনি ।

তবে আবার যারা নিবেদিত প্রাণ তাদেরকে বারবার জিতিয়ে দিতে ভালোই লাগে এবং ভালো লাগে মানুষগুলোর কথা শুনতে । যেহেতু সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে প্রতিনিয়ত জড়িত থাকি । যার কারণে হয়তো অনেক কিছুই সামনা-সামনি দেখতে হয় এবং সহ্য করতে হয় । ব্যাপার গুলো মাঝেমাঝে মুখ বুঝে হজমও করতে হয় । কারণ ব্যাপার গুলোর সঙ্গে আমি অনেকটাই অভ্যস্ত ।

তারপরেও যখন দুটো একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে যায় । সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত । মূলত নিয়মে বাঁধা জীবন । তাছাড়াও পদবীর একটা গুরু দায়িত্ব কাঁধের উপর সবসময় আছেই । সেই চাপ সামলাতেই অনেকটা বেগ পেতে হয় । অনেক কিছুই ভাবার মত সময়, ঠিক সেই ভাবে হয়ে ওঠে না এবং অনেক কিছুই সেক্রিফাইস করতে হয় ।

এমনটা যে শুধু আমি একাই করি , এটা বললে কিন্তু ভুল হবে । এই কমিউনিটিতে আমার যে সকল সহযোদ্ধা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছে , তারা সকলেই একই রকম ভাবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং তাদের দায়িত্বগুলো জায়গাভেদে আরো অনেকটাই জটিলতা সম্পন্ন । আমি আসলে চাইলেও অনেক কিছুই করতে পারিনা । হয়তো পেশাদারিত্ব আমাকে অন্ধ বানিয়ে ফেলেছে । আমি শুধু জীবন বলতে , কাজ বুঝি । আমাকে বাঁচতে হবে, কাজ করতে হবে , এটাই শেষ কথা ।

অনেকেই আমাকে নিয়ে তিক্ত সমালোচনা করে বা যাদের হৃদয়ে আমি কখনোই জায়গা করতে পারিনি, তারা আমাকে নিয়ে কটু কথায় বেশ ভালোই মগ্ন থাকে । যদিও এইসবে আমার মাথা ব্যথা নেই । তবে মাঝে মাঝে অনেক কিছুই সহ্য ক্ষমতার বাহিরে চলে যায় ।

আমি বিশ্বাস করি, আমি সবাইকে আমার জায়গা থেকে আমার উপর অর্পিত দায়িত্ব থেকেই প্রতিনিয়ত দেখভাল করার চেষ্টা করেছি । হয়তো তাদের মন মতো কখনো আমি হতে পারিনি বিধায় আমাকে নিয়ে তারা প্রতিনিয়ত তিক্ত সমালোচনায় ব্যস্ত আছে । তারপরেও আমি অভিমান রাখছি না । কারণ আমাকে আমার কাজ ই এগিয়ে নিয়ে যাবে এবং যা সামনে আছে, সেটাকে ভেবেই এগিয়ে চলতে হবে ।

প্রথমত আমি একজন ব্লগার । দ্বিতীয়তঃ আমার বাংলা ব্লগের একজন এডমিন । আমি যা করেছি, করছি এবং যা করব , সবকিছু আমার বাংলা ব্লগের মঙ্গলের জন্যই । আমার কার্যকলাপে যদি কারো অমঙ্গল হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি দুঃখিত ।

সুস্থতা কামনা করছি , সকলের জন্য । নিজেকে কাজের মাধ্যমে প্রকাশ করুন । সুচিন্তা ও সুবোধ জাগ্রত হোক, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি ।

ধন্যবাদ সকলকে ।।

Banner-3.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

আপনার মত মানুষের সান্নিধ্যে আসতে পেরেছি এটা আমাদের সৌভাগ্য। আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ এই কমিউনিটি এতদূর পর্যন্ত এসেছে। এই কমিউনিটির সকল এডমিন, মডারেটর এবং আমাদের সকলের প্রিয় দাদার অক্লান্ত পরিশ্রম এই কমিউনিটিকে সফলতার চূড়ায় পৌঁছে দিয়েছে। আর কিছু মানুষ হঠাৎ করে এসে কারো সম্পর্কে খারাপ মন্তব্য করলেই সে খারাপ হয়ে যায় না। আমরা যারা আপনাকে অনেক ভালোবাসি এবং মন থেকে শ্রদ্ধা করি তারা সবসময় ভালোবেসে যাব ভাইয়া। এতগুলো মানুষের ভালোবাসা যখন আপনার সাথে আছে তখন দুই একজনের কথায় কি বা যায় আসে। ভাইয়া আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। ♥️♥️♥️

 2 years ago 

একজন মানুষ কখনোই সকলের মন রক্ষা করতে পারবে না। কারণ এক এক জনের চাহিদা এক এক রকম। আপনার কার্যক্রম সম্পর্কে সবাই জানে, আপনি একটু শাসন করা মানুষ হলেও আপনার মনটা অনেক ভালো। আপনি বেশি প্রাধান্য দেন ইউজারের কাজকে তা ইতিমধ্যে অনেকেই জানে। একজন সাধারণ ইউজারকে যত টা পরিশ্রম করতে হয় এর চেয়ে ৫গুন বেশি পরিশ্রম করতে হয় এডমিন ও মডারেটরদের। তো যাইহোক, ভাই আপনার পাশে আছি। আপনি সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

 2 years ago 

ভাই আপনার আজকের পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। আসলে দায়িত্ব যখন কাঁধে আসে তখন সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হয়। আর এই সঠিকভাবে পালন করার মধ্যেও সকলের মন জয় করা যায় না। কেউ না কেউ বিপরীত থাকবেই। এটাই প্রকৃতির নিয়ম। আপনি নিজেকে লেখালেখির কাজ অনেক দায়িত্ব এবং শক্ত ভাবে উপস্থাপন করেন। আপনার দায়িত্বের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। কারণ আপনি সবসময় সত্যের পথে অটল। আপনার নামের পাশে এডমিন এটা যে কত বড় একটি পদবী এবং নিজেকে কত বড় দায়িত্ববান বানিয়ে তুলেছে সেটা আপনি খুবই ভালো ভাবে বোঝেন। আর এডমিন শব্দটি এমনি এমনি আসেনি, আপনি এই যোগ্যতার জন্য পেয়েছেন এবং আপনি আপনার কাজের মাধ্যমে যোগ্যতা অর্জন করেছেন। আসলে প্রত্যেকটা মানুষের মন জয় করা সম্ভব না। তার পরেও ভালোকাজ আমাদের প্রতিনিয়ত করতে হবে।১০ জনের মধ্যে ৮ জনের ভালো লাগবে এবং দুইজনের ভালো লাগবে না এটাই স্বাভাবিক।আপনার মঙ্গল কামনা করি এবং সর্বদাই আপনার সুস্থতা কামনা করি।

 2 years ago 

নিজের অবস্থান থেকে সকল দায়িত্ব পালন করতে গেলে সমালোচিত হতেই হয় ভাই, তবে আপনি আপনার জায়গায় অটল রয়েছেন এটাই ঠিক। একটা মানুষ সবাইকে ভালো রাখতে পারে না, এটা আসলে ভাবতেও নাই। আসলে জীবনে কিছু মানুষ আমাদের আশেপাশে থাকে তাদেরকে আসলে নিজের সবটা দিয়ে ও ভালো রাখা যায় না। আপনার কথা গুলো ভালো লাগলো ভাই।

 2 years ago 

ভাইয়া আপনি কারো কথায় কান না দিয়ে এখন যেভাবে সুন্দর ভাবে নিজের দায়িত্ব গুলো পালন করে যাচ্ছেন ঠিক সেভাবেই করে যান।আপনার জন্য অনেক শুভ কামনা।

 2 years ago 

ভাই, কি বলবো পুরো লেখাটি পড়লাম এবং নিজের মনের কথাগুলোর কিছুটা মিল খুঁজে পেলাম। সত্যি বলতে শুরু হতে এখন পর্যন্ত আমার বাংলা ব্লগ নিয়ে চিন্তা করেছি, রাতে ঘুমিয়েও নতুন নতুন চিন্তা নিয়ে ভাবি। ভালোবাসা নিয়ে সেটা করার চেষ্টা করেছি। নিজের জায়গা কিংবা নিজের অবস্থান হতে যতটা সম্ভব সততার সাথে করার চেষ্টা করছি। হয়তো সকলের মন যোগাতে পারছি না, হয়তো সবাই আমাদের কাজে খুশি হতে পারছে না, কিন্তু নিজের বুকে হাত রেখে বলতে পারবো যা করেছি, যতটা করেছি একদম স্বচ্ছতার সাথে করার চেষ্টা করেছি। যতদিন সুযোগ পাবো সেটা করে যাবো, দায়িত্ব থাকুক কিংবা না থাকুক, ভালোবাসার জায়গাটা অটুঁট থাকবে, এতুটুকু বলতে পারি। আপনাদের মতো সহযোদ্ধারা আছে বলেই এতোটা সাহস নিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই। ভালোবাসা রইল আপনার জন্য।

 2 years ago 

ভাই আপনি আমার আইডল । কিভাবে দায়িত্ব কাঁধের উপর নিয়ে কাজ করতে হয় , এইটা আপনার কাছ থেকেই শেখা ভাই । আপনার মতো মানুষের সান্নিধ্য পেয়েছি এবং বরাবরই আপনাকে পাশে পাই বিধায় , অনেকটা ভরসা পাই কর্মক্ষেত্রে । শ্রদ্ধা ও ভালোবাসা রইল সর্বদা ।

 2 years ago 

জী ভাইয়া দায়িত্বের খাতিরে অনেক কিছু করতে হয়। আবার অনেক কিছু ছাড়তে হয়। এই পৃথিবীতে কেউ সবার মন রক্ষা করতে পারে নাই আর আপনিও পারবেন না। মানুষ হিসাবে ভুলত্রুটি থাকতেই পারে এটাই স্বাভাবিক। তবে সব প্লাটফর্মেই কাজ কে মূল্যায়ন করা হয়। মানুষ চিনার আগে কাজকে চিনতে হবে। কাজই প্রমান করবে কে কেমন। কাজই সব থেকে বড় পরিচয়, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

প্রিয় সহযোদ্ধা, আপনি অটল থাকুন আপনার সৎ নির্ভীকতায়।

আমরা কাজ করি... বুকে ধারণ করি।
আমরা সমালোচিত হই, আমরাই সার্ভিস দিই।

প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটি।

 2 years ago 

আমি গর্ববোধ করি , আপনাদের মতো সহযোদ্ধা পেয়েছি কর্মক্ষেত্রে এটা ভেবে । ভালোবাসা নিরন্তন ।

 2 years ago 

ভালোবাসা নিয়েন ভাইয়া.. আপনাদের প্রতি এতোটাই ভালোবাসা সৃষ্টি হয়েছে সেটা বলে বুঝানোর মত না।

 2 years ago 

শুনে খুবই ভালো লাগলো ভাই। আপনাদের নিয়েই আমাদের সবকিছু ।

 2 years ago 

ভাই কেন জানি মনে হলো আমার মনের কথাগুলো আপনি হুবহু লিখে ফেলেছেন। তবে একটি কথা ভাই আমি সবসময় মেনে চলার চেষ্টা করি, যে কাজ করে সে সমালোচিত হয় এবং একটি মানুষ কখনোই সবার মনের মতো হতে পারে না।। আপনার জন্য শ্রদ্ধা এবং শুভকামনা রইল।।।

শুভ দা আপনি নিন্দুকের কথায় খুব বেশি একটা কান দেবেন না। আমরা সবাই আপনাকে যেমন পছন্দ করি,তেমনি ভালোও বাসি অনেক। আমরা সত্যিই অনেক গর্বিত "আমার বাংলা ব্লগে" আপনার মত একজন মানুষ পেয়ে।

অনেকেই আমাকে নিয়ে তিক্ত সমালোচনা করে বা যাদের হৃদয়ে আমি কখনোই জায়গা করতে পারিনি, তারা আমাকে নিয়ে কটু কথায় বেশ ভালোই মগ্ন থাকে । যদিও এইসবে আমার মাথা ব্যথা নেই । তবে মাঝে মাঝে অনেক কিছুই সহ্য ক্ষমতার বাহিরে চলে যায় ।

এই ব্যাপার গুলো আপনাকে আরো বেশি শক্ত করবে। তবে এই লোক গুলো হয়তো শুধু আপনাকে নিয়ে না,সবাইকে নিয়েই সমালোচনা করে। হয়তো সারা জীবন করে যাবে। আপনি মানুষ হিসেবে কেমন সেটা আমি এত দিন কিছুটা হলেও বুঝতে পেরেছি। আমাদের সবার আশীর্বাদ আপনার উপর থাকবে সব সময়।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.13
JST 0.033
BTC 63035.00
ETH 3022.97
USDT 1.00
SBD 3.82