লালনের মাজার ভ্রমণ পর্ব-৬
আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের সবার দোয়ায়। আজ আমি চলে এসেছি আমার এই সিরিজের ৬ নম্বর পর্ব নিয়ে। এর আগেও আমি এক থেকে পাঁচ নাম্বার পর্ব পর্যন্ত আপনাদের মাঝে শেয়ার করেছি। প্রতিটি পর্বই আপনাদের মাঝে ফটোগ্রাফি এবং সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি আমি। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ষষ্ঠ পর্ব আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে।
নিঃশব্দ ইতিহাসের পাঠ জাদুঘরের প্রতিটি কক্ষ যেন এক একটি অধ্যায়। এখানে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল লালনের জীবনটা যেন ধীরে ধীরে চোখের সামনে খুলে যাচ্ছে। লালনের ব্যবহৃত পাদুকা তার দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী সবকিছুই খুব সাধারণ। কিন্তু এই সাধারণতার মধ্যেই লুকিয়ে আছে তাঁর জীবনদর্শন। জাদুঘরে রাখা কিছু চিঠি দলিল আর আলোকচিত্র দেখে বোঝা যায় লালনের চিন্তা কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল। তিনি শুধু একজন বাউল নন তিনি ছিলেন এক ধরনের দার্শনিক। শিল্পীদের চোখে লালন জাদুঘরের দেয়ালে টাঙানো বিভিন্ন শিল্পীর আঁকা লালনের প্রতিকৃতি আলাদা করে মনোযোগ কেড়ে নেয়।
কেউ তাঁকে দেখিয়েছেন গভীর ধ্যানে অবস্থায় কেউ বা একতারা হাতে গানের আসরে। প্রতিটি ছবিতেই লালনের চেহারা আলাদা কিন্তু চোখের দৃষ্টি একই এক ধরনের গভীর প্রশ্নবোধক দৃষ্টি। এই ছবিগুলো প্রমাণ করে লালন কোনো নির্দিষ্ট চেহারায় বাঁধা। প্রকৃতির সাথে লালনের সম্পর্ক লালনের দর্শনে প্রকৃতি একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি প্রকৃতিকে কখনো আলাদা করে দেখেননি। এটাই ছিল আমার ৬ নাম্বার পোষ্টের গল্প আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আর প্রতিনিধি চেষ্টা করি সুন্দর সুন্দর ঘুরতে যাওয়ার ফটোগ্রাফি এবং সেখানকার গল্প তুলে ধরার। তাহলে কথা না বাড়ি আজ এখানেই বিদায় নিচ্ছি আবার পরবর্তীতে দেখা হবে সপ্তম পর্বতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই রইল আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |




আমারও সৌভাগ্য হয়েছিল যাওয়ার জন্য, খুবই ভালো লেগেছিল আমার কাছে ।
0.00 SBD,
0.06 STEEM,
0.06 SP