তৈরি করুন আপনার পছন্দের শীতের পিঠা। আমার বাংলা ব্লগ কনটেস্ট-৯
শীত চলে এসেছে। শীতের আমেজ শুরু হয়ে গেছে। বাঙালি হলো উৎসব প্রেমি জাতি। সুযোগ পেলেই উৎসবের আমেজে মেতে উঠতে চায়। এই সময়টায় বাঙালি কৃষকদের ঘরে ঘরে নতুন ধান ওঠে ।
ধান থেকে চাউল আর চাউল থেকে পিঠা ।
শীতের সময় পিঠা খেতে লাগে বড়ই মিঠা।
শীতের সময়গুলোতে নতুন চালের গুঁড়ো আর খেজুরের গুড়ের পিঠা খায় নি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। বিভিন্ন রকম পিঠা শীতের সময় বানাতে দেখা যায় । যেমন ভাপা পিঠা, পুলি পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা পিঠা ইত্যাদি। শীত তো সবে মাত্র শুরু হলো । এখনো শীতের আমেজ পুরোপুরি দেখা যায়নি । তবে পিঠা বানানোর উৎসব মোটামুটি শুরু হয়ে গেছে। আমরা চাই আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল মেম্বার এই উৎসবে মেতে উঠুক। আর এজন্যই আপনাদের জন্য আয়োজন করা হচ্ছে পিঠা তৈরির নতুন কনটেস্ট: তৈরি করুন আপনার পছন্দের শীতের পিঠা।
শুধু তৈরি করলেই হবে না। সবার সাথে শেয়ার করতে হবে। ভালো ভাবে উপস্থাপন করতে হবে আর পুরস্কার জিতে নিতে হবে। আসুন সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। নিজে অংশগ্রহণ করুন এবং অন্যকে উৎসাহিত করুন।আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি।
প্রতিযোগিতার বিষয়ঃ তৈরি করুন আপনার পছন্দের শীতের পিঠা।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, আপনাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে:
- যেই পিঠা তৈরি করবেন সেই পিঠা সম্পর্কে প্রথমেই কিছু তথ্য শেয়ার করুন।
পিঠা তৈরীর স্টেপগুলো কমপক্ষে ১০ টি ছবির মাধ্যমে প্রকাশ করুন।
আপনার তৈরি পিঠা আপনার কাছে কেন প্রিয় তা উল্লেখ করুন।
পোস্টটি কমপক্ষে দুইশত ওয়ার্ডের হতে হবে।
পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে করতে হবে।
ট্যাগ হিসেবে ব্যবহার করুন #wintercake #abbcontest-9 #amarbanglablog-contest
আপনার তৈরি করা পোস্টের লিংক এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন ।
Plagiarism নিষিদ্ধ , Plagiarism পাওয়া গেলে অংশগ্রহন বাতিল করা হবে।
এই প্রতিযোগিতা চলবে ৭ দিন। আপনি ৭ দিনের মধ্যে যে কোন সময় আপনার এন্ট্রি জমা দিতে পারেন। (আগামী সপ্তাহের হ্যাংআউটে বিজয়ী ঘোষনা করা হবে)
আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটির subscriber হতে হবে এবং এই পোস্টটি Re-steem করতে হবে।
পুরস্কারে যা থাকছেঃ
অবস্থান | পুরস্কার | অতিরিক্ত |
---|---|---|
১ | ১৫ STEEM | ১৫ Tachyon |
২ | ১২ STEEM | ১২ Tachyon |
৩ | ১০ STEEM | ১০ Tachyon |
৪ | ৮ STEEM | ৮ Tachyon |
৫ | ৫ STEEM | ৫ Tachyon |
এই প্রতিযোগিতার বিচারক মন্ডলী দায়িত্বে থাকবেন
- @rme (♚Founder♔ )
- @blacks (Executive Admin ♛🇮🇳)
- @hafizullah (Community Moderator 🇧🇩)
- @moh.arif (Community Moderator 🇧🇩)
- @shuvo35 (Community Moderator 🇧🇩)
- @winkles (Community Moderator 🇮🇳)
- @rex-sumon (Admin+Mentor+Quality Controller)
প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ১৮ নভেম্বর , ২০২১ ইং রোজ বৃস্পতিবার। ইন্ডিয়ান সময় রাত ৯ টায়, বাংলাদেশ সময় রাত ৯ঃ৩০ মিনিটে। আমাদের কমিউনিটির DISCORD CHANNEL এর voice Hangout এর মাধ্যমে।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু খুবই সুন্দর হয়েছে।শীতকাল মানেই পিঠেপুলির উৎসব।সবাই অংশগ্রহণ করুন আর আপনাদের সুন্দর রেসিপিটি আমাদের সাথে share করুন।ধন্যবাদ।
জি দাদা। সত্যিই এবার এ টপিক আমার কাছেও খুব ভালো লেগেছে। ইনশাআল্লাহ অংশগ্রহণ করার চেষ্টা করবো অবশ্যই
ঠিক বলেছেন দাদা। হরেক রকমের পিঠা দেখে শীতের শুরুটা বেশ জমে যাবে মনে হচ্ছে।
আমার অংশগ্রহণ পোস্ট লিংক:-
https://steemit.com/hive-129948/@limon88/121bzz-or-or-or-or
শীতের সময় ভ্রমন ও খেয়ে মজা।কারণ শরীর ঠান্ডা থাকে, ফলে মন ও।তাই খেয়ে আনন্দ।আমি অবশ্যই অংশগ্রহণ করার চেষ্টা করবো পিঠা রেসিপি প্রতিযোগিতায়।ধন্যবাদ দাদা।
ওপার বাংলার পিঠা রেসিপি দেখার জন্য আমি অপেক্ষায় থাকলাম। শুভকামনা রইল আপনার জন্য।
👍
ভাই বেশ সুন্দর একটা কনটেস্ট দিয়েছেন। চেষ্টা করব সকল নিয়ম কানুন মেনে কনটেস্ট এ অংশগ্রহণ করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাহ ভাইয়া।বেশ মজার কনটেস্ট হয়েছে তো এবার!
অনেকেই পার্টিসিপেট করবে মনে হচ্ছে। কিন্তু পিঠা বানানোতে আমি অনেক বেশি কাঁচা। জানিনা কি যে করবো। মাথাতেই আসেনা।
তবে সবাই অনেক মজার মজার পিঠা বানিয়ে দিবে।ভাবতেই দারুণ লাগছে।
সেটা ভেবেই তো দারুন লাগছে। কত রকমের পিঠা যে দেখতে পারবো।
খুবই সুন্দর একটি কনটেস্ট এর আয়োজন করেছেন। শীতের নানা রকম পিঠা তৈরি করা হয়। এই কনটেস্টটি আমার অনেক ভালো লেগেছে ।তাই আমি এই কনটেস্ট জয়েন করব।
জেনে খুশি হলাম কনটেস্টটি আপনার পছন্দ হয়েছে।
শীতের সময় পিঠা খাওয়ার মজাই জাস্ট অন্য লেভেল । শীত আসলেই বাঙ্গালীর ঘরে ঘরে পিঠাপুলির হিড়িক পরে। অনেক সুন্দর কনটেস্ট। চেষ্টা করবো শীতের পিঠা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। শুভেচ্ছা দাদা
ওপার বাংলার পিঠা গুলো দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
শীতকাল মানেই পিঠা উৎসব শুরু হয়ে যায়। আর আমার বাংলা ব্লগ এ শুরু হয়ে গেল খুবই আনন্দের বিষয়। অত্যন্ত ধন্যবাদ ভাইয়া আপনারা সুন্দর একটি কনটেস্ট আয়োজন করেছেন। আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করব এবং সকলের কাছ থেকে নতুন নতুন পিঠা আমরা দেখতে পাব।
ঠিক বলেছেন,, হরেক রকমের পিঠা দেখতে পারব আমরা সবাই।
অনেক সুন্দর একটি প্রতিযোগিত। অবশ্যই অংশগ্রহণে চেষ্টা করবো ☺️☺️
জি অবশ্যই।।। অপেক্ষায় রইলাম।
অপেক্ষায় থাকলাম সবার ভিন্ন ভিন্ন উপস্থাপনা দেখার জন্য।
আশা করছি দুর্দান্ত পিঠা রেসিপি দেখতে পারবো।