SuperWalk এ NFT বাই করতে $GRND কিভাবে কিনবেন?

in আমার বাংলা ব্লগ17 days ago

হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা SuperWalk ইউজ করছেন তাদের অনেকের মনে প্রশ্ন কিভাবে $GRND টোকেন কিনবেন। প্রো মুড ইউজাররা আর্নকে আরো একটু পুশ করার জন্য বিভিন্ন টাইপের জুতার NFT কিনতে চায়। এটা কিনতে হলে $GRND টোকেন প্রয়োজন। $GRND টোকেন কয়েকটি ডিসেন্ট্রালাইজড এবং সেন্ট্রালাইজড এক্সজেঞ্জে এভেলেবেল। আপনিও চাইলে সহজেই $GRND টোকেন কিনে NFT বাই করতে পারবেন।

IMG_20241201_083158.jpg

এটি খুবই সহজ একটি পদ্ধতি। আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এটি করবেন। প্রথমে SuperWalk অ্যাপস এর প্রো মুডে যেতে হবে। প্রো মুডে যাওয়ার পর ডান সাইডের একদম উপরের দিকে ওয়ালেট চিহ্ন আছে সেখানে ক্লিক করবেন।

IMG_20241201_083221.jpg

ভেতরে প্রবেশ করার পর স্প্যেন্ডিং এবং ওয়ালেট নামের দুটি অপশান দেখতে পারবেন। ডান পাশের ওয়ালেট অপশানে ক্লিক করবেন।

যারা প্রথম ঢুকছেন তাদের কাছে একটি পাসকোড সেট করতে বলবে। সে পাসকোড টি সেট করে নিবেন। এটি পরবর্তীতে আপনার ওয়ালেটের সিকিউরিটি নিশ্চিত করবে। এই পাসকোডটি অবশ্যই মনে রাখবেন। পরবর্তীতে ভুলে গেলে ওয়ালেট লগইন করতে পারবেন না।
IMG_20241201_084259.jpg

ছবিতে যেমনটা দেখতে পাচ্ছেন, ঠিক এরকম একটি ওয়ালেট ডিপোজিট এড্রেস পাবেন যে এড্রেসে আপনি $GRND ডিপোজিট করতে পারবেন। অ্যাড্রেসটি কপি করুন।

IMG_20241201_084449.jpg

IMG_20241201_084544.jpg

Get.io এক্সচেঞ্জ এ আপনি $GRND টোকেন পেয়ে যাবেন। এক্সচেঞ্জ এ প্রকাশ করার পর সার্চ বাড়ে গিয়ে লিখে GRND লিখে সার্চ দিন। এরপর $USDT এবং $GRND পেয়ারে যেটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন। স্বাভাবিক যেরকম BUY/SELL করে সেভাবেই আপনি প্রয়োজনমতো $GRND বাই করে নিবেন।

IMG_20241201_084620.jpg

IMG_20241201_084758.jpg

$GRND বাই করার পর Withdraw অপশানে যান এবং $GRND লিখে সার্চ দিন। $GRND অপশনে ক্লিক করে Withdrawal ইন্টারফেস এ প্রবেশ করুন। $GRND ডিপোজিটের যেই অ্যাড্রেসটা কপি করেছেন সেটি এই বক্সে পেস্ট করুন। নেটওয়ার্ক অটোমেটিক সেট হয়ে যাবে। এবার কত $GRND উইথড্র দিবেন সেটা লিখুন। $GRND ফি কাটবে। এরপর উইড্রো কনফার্ম করুন।

IMG_20241201_084830.jpg

কিছু সময়ের মধ্যেই $GRND টোকেনটি আপনার SuperWalk ওয়ালেটে চলে আসবে। এরপর এই $GRND টোকেন দিয়ে আপনি NFT বাই করতে পারবেন খুব সহজেই। আপনি যে NFT বাই করলেন এটার ডুরাবিলিটি এবং পারফরম্যান্সগত কিছু ডেমারেজ আসবে যখন আপনি ইউজ করবেন। এটি আবার রিপেয়ার করতে ওই $GRND ইউজ করতে পারবেন। NFT গুলো সম্পূর্ণ রিপেয়ার করে পুনরায় ইন্টারনাল মার্কেটে সেল করতে পারবেন। NFT কিভাবে BUY করবেন এবং কিভাবে SELL করবেন সে বিষয়ে আরো একটি টিউটোরিয়াল তৈরি করা যেতে পারে। আজ এখানেই বিদায় নিচ্ছি। কোন প্রশ্ন থাকলে জানাবেন। আল্লাহ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png

Sort:  
 17 days ago 

ধন্যবাদ সুন্দর একটা টিউটোরিয়াল এর জন্যে। আমি অনেক আশা নিয়ে একটা জুতা কিনেছিলাম কিন্তু কেন জানি যখন হাটি তখন স্টেপ ধরতে পারে না এপটা!

আমি বাইন্যান্স থেকে KAIA কিনে SuperWalk wallet এ নিয়ে তারপর GRND তে কনভার্ট করেছিলাম। কিছু খরচ হয়েছে এই প্রক্রিয়ায়।

 17 days ago 

আমি বাইনান্স থেকে $KAIA টোকেন কিনে,তারপর সুপার ওয়াক অ্যাপ এর ওয়ালেটে $KAIA টোকেন গুলো ডিপোজিট করে,তারপর $KAIA টোকেন সোয়াপ করে $GRND টোকেনে রুপান্তরিত করে এনএফটি ওয়াকার সু কিনেছি গতকাল রাতে। একদিনে প্রায় সাত কিলোমিটার হেঁটে, ৩.৫৩ $WALK টোকেন রিওয়ার্ড পেলাম। যাইহোক বেশ ভালো লাগলো ভাই পোস্টটি পড়ে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 16 days ago 

SuperWalk এ NFT বাই করতে $GRND কেনার প্রসেস আপনি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আমি নতুন অবস্থায় করতে গিয়ে সমস্যায় পড়েছিলাম। যাইহোক আজকে আপনার পোস্ট পড়ে খুব সহজেই $GRND কিনে NFT বাই করতে পেরেছি। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর করে গুছিয়ে পোস্ট উপহার দেওয়ার জন্য।

 14 days ago 

খুবই সুন্দর ভাবে $GRND বাই করার বিষয়টি শেয়ার করেছেন দাদা ৷ বিষয়টি বুঝতে খুবই সহজ হয়েছে আপনার এই পোস্ট দেখে ৷ এখন নিশ্চিত ভাবে Get.io এক্সচেঞ্জ এ $GRND টোকেন কিনতে পারবো ৷ অসংখ্য ধন্যবাদ সুন্দর ভাবে টিউটোরিয়াল পোস্টটি শেয়ার করার জন্য ৷