শৈশবের গন্ধ

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

শৈশবের কথা ভাবলেই আমার মনে সবচেয়ে আগে যে জিনিসটা আসে, সেটা হলো গন্ধ। অনেক স্মৃতি আছে যেগুলা চোখে দেখা যায় না, কিন্তু একটা গন্ধ পেলেই যেন সব কিছু চোখের সামনে ভেসে ওঠে। সেই ছোট্ট আমি, সেই পুরনো বাড়ি, সেই মানুষগুলো। সব যেন একসঙ্গে ফিরে আসে শুধুমাত্র একটা গন্ধের সূত্র ধরে।

আমার নানুবাড়ির রান্নাঘর ছিল আমার শৈশবের এক তীর্থস্থান। সেখানে ঢুকলেই যে গন্ধটা ভেসে আসতো সেটা ছিল ঘি দিয়ে ভাজা খিচুড়ি আর বিরিয়ানির। নানু যখন সকালে রান্না শুরু করতো, তখন সারা বাড়ি জুড়ে যে গন্ধটা ছড়িয়ে যেতো, সেটা এখনো মনে পড়লে মনটা অদ্ভুত শান্তিতে ভরে যায়। এখন আর সেই স্বাদ পাই না, কিন্তু সেই গন্ধটা আমার মগজে গেঁথে আছে চিরকাল।

আরেকটা গন্ধের কথা বলতেই হয়, সেটা হলো বৃষ্টির গন্ধ। বর্ষার প্রথম বৃষ্টিতে যখন মাটির ওপর পানি পড়ে, সেই কাঁচা মাটির গন্ধটা আমার শৈশবের খেলার সঙ্গী ছিল। আমরা বন্ধুরা দৌড়ে বেড়িয়ে যেতাম উঠোনে, ভিজে যেতাম একসঙ্গে, আর সেই গন্ধটা যেন তখন আনন্দের প্রতীক ছিল। এখনো যখন বৃষ্টি নামে, আমি জানালার পাশে বসে চোখ বন্ধ করে শুধু সেই গন্ধটা টের নেওয়ার চেষ্টা করি।

একটা গন্ধ ছিল স্কুল ব্যাগের ভিতরের। নতুন বই, খাতার কাগজ, কলম, রাবার এই সব কিছু মিলে একধরনের কাগজের গন্ধ হতো। বছর শুরুর সময় নতুন বই পাওয়ার পরে রাতে ঘুমানোর আগেও আমি বইয়ের গন্ধ শুঁকে শুঁকে দেখতাম। সেটা ছিল একধরনের আগ্রহ, একধরনের আনন্দ যা এখন আর তেমন অনুভব হয় না।

শৈশব মানেই ছিল অনুভব করার সময়। তখন গন্ধ মানে ছিল কিছু অনুভব করার দরজা। এখনকার ব্যস্ত জীবনে আমরা গন্ধের সঙ্গে সেই অনুভবটুকু হারিয়ে ফেলেছি। এখন হাজার রকম পারফিউম আছে, কিন্তু মাটির গন্ধ, মায়ের গন্ধ, নানুর রান্নাঘরের ঘি ভাজার গন্ধ এসবের কোনো বদলি নেই।

আমার কাছে শৈশব মানেই কিছু গন্ধের মেলা। এই গন্ধগুলো আমার স্মৃতির খুঁটি। মাঝে মাঝে হঠাৎ কোনো জায়গায় সেই পুরনো গন্ধ পেয়ে যাই, তখন মুহূর্তেই যেনো ফিরে যাই ছোট্ট সেই দিনগুলোতে। মন চায় আবার সেই শৈশব ফিরিয়ে আনি, অন্তত সেই গন্ধগুলো যেন ভুলে না যাই।

ABB.gif