শেষ বিকেলে সূর্যাস্তের এক মনোরম সৌন্দর্য

20251031_163710.jpg

কিছু কিছু মুহূর্ত থাকে, যেগুলো বলার মতো কোনো শব্দ হয় না, শুধু অনুভব করা যায়। এই দৃশ্যটা ঠিক যেনো তেমনই এক সন্ধ্যার মুহূর্ত। দিনের শেষ আলো যখন ধীরে ধীরে জলের বুকে এসে পড়ে, তখন প্রকৃতি যেন নিজেই একটু থেমে যায়। এই সৌন্দর্য বলে বোঝানো যায় না, একমাত্র নিজে থেকে ফিল না করলে। প্রকৃতির সবথেকে সুন্দর মনোরম দৃশ্য হলো সূর্যাস্ত। আর সেটা যদি কোনো লেক বা সমুদ্রের থেকে দেখা যায়, তাহলে সেই মুহূর্তটা আরো রোমান্টিক হয়ে ওঠে। শেষ বেলার এই সূর্যাস্তের মুহূর্তে যে সোনালী আভা জলের শান্ত ঢেউ এর উপরে এসে পড়ে, তখন একটা অনন্য দৃশ্য তৈরী হয়। যেনো আলো-ছায়ার খেলা চলছে।

এই মুহূর্তটা একমাত্র শান্ত পরিবেশেই সুন্দর ভাবে ফিল করা যায়। কিন্তু আমরা বেশিরভাগ সময়ে এত কোলাহল এর মধ্যে দিয়ে সময় কাটাই, যে এমন সুন্দর দৃশ্য গুলো চোখের সামনে পড়লেও ফিল করতে পারিনা। এইসব দৃশ্য শহরের বাইরে বা শহরের এক কোণে কোনো শান্ত পরিবেশ, যেমন-লেক বা পার্কের দিকে। সবথেকে শান্ত পরিবেশ হলো সমুদ্রের জায়গায়। এখান থেকেই বেশি ফিল করা যায়। শেষ বিকেলের এই আলো, এই জল, এই নীরবতা, সব মিলিয়ে যেনো এক অমূল্য অনুভূতি। এইসব ক্যামেরায় বন্দি করা গেলেও, এর আসল সৌন্দর্য লুকিয়ে আছে অনুভবের গভীরে।