কমিউনিটি একাউন্টগুলির নিরবিচ্ছিন্ন পাওয়ার বৃদ্ধিতে একটি মিটিং অ্যাডমিন এবং মডারেটরদের সঙ্গে

in আমার বাংলা ব্লগ2 years ago


logo_icon.png


পাওয়ার আপ মিটিং


একটি কমিউনিটি'র সফলতার পিছনে সব চাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কমিউনিটির কিউরেশন সিস্টেম । ঠিকঠাক কিউরেশন না হলে ভালো মানের ব্লগাররা কমিউনিটিতে ব্লগিং করতে অনিচ্ছা প্রকাশ করেন ।এর ফলে, কমিউনিটি একটি লো স্ট্যান্ডার্ড কমিউনিটি হিসাবে পরিগণিত হয়ে থাকে । এর, জন্য কিউরেশন সিস্টেম ভীষণ আপ টু ডেট রাখা খুবই দরকার । আর কিউরেশন সিস্টেম এর ব্যাকবোন হলো তার পাওয়ার । একটি কিউরেশন ব্যবস্থার পাওয়ার যত বেশি সেই কিউরেশন ব্যবস্থা ততবেশি ক্ষমতাশালী ।

খুব সহজে বলা যায়, পাওয়ার যত বেশি হবে তত ভোটিং পাওয়ার বেশি হবে । ফলে, অধিক সংখ্যক ভালো মানের পোস্টগুলিকে কিউরেট করা যাবে । এবং, ভোটিং স্ট্রেংথ বেশি হওয়ার ফলে পোস্টের রেয়ার্ডস ভ্যালু ততবেশি বৃদ্ধি পাবে । রিয়ার্ডস ভ্যালু যতবেশি বৃদ্ধি পাবে ব্লগাররা ততবেশি আর্ন করতে পারবেন এবং কমিউনিটি'র ও ভ্যালু বৃদ্ধি পাবে । অনেক অনেক ভালো ভালো মানের ব্লগাররা এনগেজড হবেন । ফলশ্রুতিতে, কমিউনিটিটা একটি হাই স্ট্যান্ডার্ড কমিউনিটি হিসাবে পরিগণিত হবে ।


এই সকল দিক মাথায় রেখে আজকের এই মিটিং ।মিটিংএ আমাদের চারটি কমিউনিটি'র অ্যাডমিন ও মডারেটরদের সকলের কাছ থেকেই সুচিন্তিত মতামতের প্রত্যাশা করছি ।প্রত্যেকটি কমিউনিটির কিউরেশন সিস্টেম এর নিরবিচ্ছিন্ন পাওয়ার বৃদ্ধিতে একটি ভালো এবং কার্যকরী পরিকল্পনা অতি-আবশ্যক । আশা করছি, আজকের এই মিটিংয়ে সেই পথটি খুঁজে পাওয়া যাবে ।


মিটিং এজেন্ডা : কমিউনিটি কিউরেশন সিস্টেমের নিরবিচ্ছিন্ন পাওয়ার বৃদ্ধিতে সবচাইতে কার্যকরী একটি পরিকল্পনা সৃজন

তারিখ : ১৫ মার্চ ২০২২, মঙ্গলবার

সময় : রাত ১০ টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

মিটিং এর স্থল (ভার্চুয়াল) : "আমার বাংলা ব্লগ" ডিসকোর্ড সার্ভার এর "মডারেটর মিটিং ভয়েস চ্যানেল"


মিটিং এটেন্ডেন্টস

"আমার বাংলা ব্লগ" এর অ্যাডমিন এবং মডারেটর বৃন্দ

"বিউটি অফ ক্রিয়েটিভিটি" এর অ্যাডমিন এবং মডারেটর বৃন্দ

"ট্রন ফ্যান ক্লাব" এর অ্যাডমিন এবং মডারেটর বৃন্দ

"হাইভ লার্নার্স" এর অ্যাডমিন এবং মডারেটর বৃন্দ


সকলের উপস্থিতি একান্ত কাম্য ।
ধন্যবাদ :)

Sort:  

Thank You for sharing Your insights...

 2 years ago 

খুবই ভালো উদ্যোগ নিয়েছেন দাদা।আশা করি এই মিটিংয়ের মধ্যে দিয়ে সুন্দর একটি আশার বাণী শুনতে পাবো আমরা।আমাদের কমিউনিটি সবার শীর্ষে স্থান পাক এই কামনায় করি।আর দাদা আপনার এই সুন্দর উদ্যোগকে সম্মান ও সাধুবাদ জানাই।

 2 years ago 

নিঃসন্দেহে বলতে হয় এটি একটি খুব গুরুত্বপূর্ণ ও সুন্দর উদ্যোগ। এই ধরনের উদ্যোগের কারণে পিছিয়ে পড়া ভাল মানের ব্লগাররা আর ঝড়ে পড়বে না। আশা করি আজকে সেসব বিষয় নিয়ে খুব সুন্দর পরিকল্পনা গ্রহণ করা হবে।

 2 years ago 

খুবই সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন দাদা। আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার। কোন কিছু পরিচালনা করার শুরুতে আমরা অনেক কিছুই বুঝতে পারি না কিন্তু যখন একটি বিষয় প্রতিনিয়ত আমরা পরিচালনা করি তার মধ্যে কি কি ত্রুটি থাকে এবং কোন কোন বিষয়ে আপডেট করতে হবে সেগুলো অটোমেটিকলি সামনে চলে আসে। আশা করি আজকের মিটিং থেকে সেই বিষয়গুলো ক্লিয়ার হবে।

Thank You for sharing...

 2 years ago 

দাদা খুব সুন্দর একটি পদক্ষেপ গ্রহণ করেছেন।এটা সত্যিই অনেক প্রয়োজন কমিউনিটির জন্য এবং আমাদের জন্য। আশা করছি এতে করে ভালো ব্লগাররা এবং কোয়ালিটি পোস্টগুলো পিছিয়ে পড়বে না। ভালো পোস্টগুলো ভাল মানের রিওয়ার্ড পাবে। আপনাকে এর জন্য অনেক ধন্যবাদ দাদাভাই। আপনার সুচিন্তা এবং উদ্যোগ সফল হোক এই কামনাই করি। পরিবার নিয়ে সবসময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবে 💞।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

দাদা মনে হয় অনেক সুন্দর একটা উদ্যোগে গ্রহন করছেন।যা আমাদের এবং কমিনিটির জন্য ভালো কিছূ বয়ে নিয়ে আসবে।অনেক ধন্যবাদ দাদা।

 2 years ago 

রিয়ার্ডস ভ্যালু যতবেশি বৃদ্ধি পাবে ব্লগাররা ততবেশি আর্ন করতে পারবেন এবং কমিউনিটি'র ও ভ্যালু বৃদ্ধি পাবে । অনেক অনেক ভালো ভালো মানের ব্লগাররা এনগেজড হবেন । ফলশ্রুতিতে, কমিউনিটিটা একটি হাই স্ট্যান্ডার্ড কমিউনিটি হিসাবে পরিগণিত হবে ।

দাদা এটি অনেক বড় একটি উদ্দ্যেগ। আমরা সকলেই চায় আমাদের কমিউনিটি একটি হাই স্ট্যান্ডার্ড কমিউনিটি হিসাবে পরিগণিত হোক। কমিউনিটির প্রতিটি ভালো মানের পোস্টে রেয়ার্ডস ভ্যালু বৃদ্ধি হোক। আর ব্লগাররা বেশি বেশি আর্ন করে কমিউনিটি'র ভ্যালু বৃদ্ধি করুক। আজকের এই মিটিং এ আশাকরি এই সুন্দর উদ্দ্যেগটি সফল করার একটি সঠিক পরামর্শ আমরা দিতে পারবো ও সঠিক পথ খুঁজে পাবো। ধন্যবাদ দাদা।

 2 years ago 

পাওয়ার যত বেশি হবে তত ভোটিং পাওয়ার বেশি হবে । ফলে, অধিক সংখ্যক ভালো মানের পোস্টগুলিকে কিউরেট করা যাবে । এবং, ভোটিং স্ট্রেংথ বেশি হওয়ার ফলে পোস্টের রেয়ার্ডস ভ্যালু ততবেশি বৃদ্ধি পাবে

দাদা আমি মনে করি আপনি খুবই সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছেন, কারণ কমিউনিটির উন্নতি করতে হলে পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। আর পাওয়ার আপ যত বেশি হবে তত আমাদের ক্ষমতা বাড়বে। তাই পাওয়ার আপ নিয়ে সুন্দর এই মিটিংয়ে আয়োজন দেখে খুবই ভালো লাগলো। আশা করছি মিটিং এর ফলাফল খুবই ভালো হবে।

Thank You for sharing...

 2 years ago 

সাপোর্ট একাউন্টের পাওয়ার বৃদ্ধিতে সকলের সক্রিয় অংশগ্রহণ এর মাধ্যমে সাপোর্ট একাউন্টকে খুব দ্রুত আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব। আর এতে করে এর সুফল কমিউনিটির প্রত্যেক জন সদস্য নিয়ে থাকবে যেটা আসলে সবার জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক চমৎকার একটি বিষয়ে একটি ফলপ্রসূ মিটিং আয়োজন সম্পন্ন করার জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 59110.01
ETH 2990.61
USDT 1.00
SBD 3.72