Indian Museum ভ্রমণ -পর্ব ৪৭

in আমার বাংলা ব্লগ3 years ago

Indian Museum ভ্রমণ -পর্ব ৪৭


পূর্বের এপিসোড : Indian Museum ভ্রমণ -পর্ব ৪৬


হ্যালো বন্ধুরা,

শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন সব ?

আজকে ঘুম থেকে একটু দ্রুতই উঠলুম । দু'টোর দিকে বই মেলায় যাওয়ার কথা আছে আজকে । কলকাতার এই বইমেলা কিন্তু এশিয়ার বৃহত্তম বইমেলা, সেই ১৯৭৬ সাল থেকে যখন ফার্স্ট কলকাতা আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হয় । বিভিন্ন দেশের হরেক রকমের ষ্টল থাকে মেলায় । বাংলাদেশ, চীন, রাশিয়া, জার্মানি, ইতালি, ইউনাইটেড কিংডম, ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, ভিয়েতনাম, পেরু, সাউথ আফ্রিকা, ভেনিজুয়েলা প্রভৃতি দেশ থেকে আগত অনেকগুলি বইয়ের স্টল থাকে র থাকে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে হরেক ভাষার বইয়ের ষ্টল । আমি অত কিছু বুঝি না, বাংলা বই আর গুটি কয় ইংলিশ বুক ছাড়া আর কিছুই ছুঁয়ে দেখি না ।

এবারো আমার টার্গেট কয়েকটি বিশেষ বইয়ের স্টল - দেব সাহিত্য পরিষদ, লালমাটি, উজ্জ্বল সাহিত্য মন্দির, আনন্দ পাবলিশার্স, সন্দেশ, পত্র ভারতী এবং পেঙ্গুইন পাবলিশার্স । তবে এবার ভাবছি বাংলা কল্পবিজ্ঞান ও কমিকসের কয়েকটি বিশেষ স্টলেও হানা দেব ।

যাই হোক চলুন আজকের মিউজিয়াম পর্ব শুরু করা যাক ।

"প্রাচীন ভারতের এন্টিক দ্রব্যসামগ্রীর প্রদর্শনী" পর্বের আজকে পঞ্চদশতম পর্ব । এ পর্যন্ত মোট চোদ্দটি পর্বে আমি কাঠ, ধাতু ও হাতির দাঁতের তৈরী অনেক antique দ্রব্যের ফোটোগ্রাফ শেয়ার করেছি । আশা করি খুব একটা খারাপ লাগেনি আপনাদের কাছে ।

আমাদের আজকের এপিসোডে যে সব antique বস্তুর ফোটোগ্রাফি থাকছে সেগুলো হলো :

১. একটি তাম্র নির্মিত নক্সাকাটা গম্বুজ আকৃতির মুঘল আমলের ঢাকনা আঁটা পাত্র
২. স্বর্ণ নির্মিত প্রাচীন রাজস্থানের একটি যুদ্ধের ঢাল
৩. স্বর্ণ নির্মিত একটি ফুলের ডালি, ফুল, পাতা, ফুলের কুঁড়ি আর প্রজাপতি
৪. রাজস্থান থেকে প্রাপ্ত একটি সুরাদান, জয়পুরের লাল পাথর দিয়ে নির্মিত, রং-বেরঙের ফুলের নকশা কাটা
৫. একটি বহু প্রাচীন ভারতের রাজপুতদের দ্বারা যুদ্ধে ব্যবহৃত শিরস্ত্রাণ
৬. সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী এক জোড়া যুদ্ধরত হস্তীর মূর্তি
৭. সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী অসাধারণ কারুকার্যময় একটি খঞ্জর

তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের আয়োজন কি আছে ! আশা করি খুব একটা খারাপ লাগবে না আজকের আয়োজন আপনাদের কাছে ।


এটি একটি তাম্র নির্মিত নক্সাকাটা গম্বুজ আকৃতির মুঘল আমলের ঢাকনা আঁটা পাত্র ।পাত্রের মাথায় ঢাকনা আঁটা থাকলে এটিকে দেখতে হুবহু একটি মুসলিম আর্কিটেকচার মিনারের মতোই দেখতে লাগে । পাত্রটিতে গায়ের অসাধারণ কারুকার্য সেই সময়কার ভারতে মুঘলদের রুচির পরিচয়ই বহন করছে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এই যুদ্ধের শিল্ডটা দেখে আমি পুরো হতবাক হয়ে গিয়েছিলাম । জয়পুর, রাজস্থান এর প্রাচীন এক রাজবংশ থেকে প্রাপ্ত এই যুদ্ধ শিল্ডের বহির্ভাগ পুরোটাই স্বর্ণ নির্মিত । অসাধারণ ফুল লতা পাতার ডিজাইন করা শিল্ডটির গায়ে । পুরোটাই স্বর্ণের । শুধু শিল্ডটির অভ্যন্তরে রয়েছে ব্রোঞ্জের অনেকগুলি পুরু পাত যা শিল্ডটিকে অভেদ্য করে তুলেছে । তারপরেও সোনার অংশ নেহাত কম নেই ঢালটিতে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


অসাধারণ এই বস্তুটি হলো স্বর্ণ নির্মিত একটি ফুলের ডালি, ফুল, পাতা, ফুলের কুঁড়ি আর প্রজাপতি । সব কিছুই অসাধারণ সুন্দর এবং নিখুঁত তৈরী করা হয়েছে । আর গোটাটাই তৈরী করা হয়েছে সোনা দিয়ে । অসাধারণ শিল্পকর্ম ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


রাজস্থান থেকে প্রাপ্ত এই সুরাদান টি জয়পুরের লাল পাথর দিয়ে নির্মিত । এর গায়ের রং বেরঙের ডিজাইন করা রয়েছে - লালের উপরে নীল, সবুজ, হলুদ, সাদা এবং কালো রঙের ফুলের নকশা কাটা রয়েছে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এটি বহু প্রাচীন ভারতের রাজপুতদের দ্বারা যুদ্ধে ব্যবহৃত শিরস্ত্রাণ । আগেকার দিনে যুদ্ধ হতো ঢাল, তলোয়ার , বল্লম আর তীর ধনুক নিয়ে । তখন মাথায় শিরস্ত্রাণ পরা হতো তলোয়ার, বল্লম এবং তীরের প্রাণঘাতী আক্রমন থেকে মাথা সুরক্ষিত রাখতে । শিরস্ত্রানটির গায়ের নকশা দেখে সহজেই অনুমেয় যে এটি কোনো সেনাপতি বা সেনা-অধিনায়কের শিরস্ত্রাণ ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী এক জোড়া যুদ্ধরত হস্তীর মূর্তি । হস্তীদ্বয়ের গায়ে অসংখ্য সুক্ষ সব কারুকাজ ফুটিয়ে তোলা হয়েছে । দারুন দেখতে সত্যি ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী একটি খঞ্জর । যদিও এটি যুদ্ধে ব্যবহারের জন্য সম্পূর্ণ অনুপুযুক্ত । কারণ এটি একটি শো পিস্ । খঞ্জরটির হাতলটি দেখার মতো । অসাধারণ কারু কাজ করা হাতলের শেষ মাথায় রয়েছে একটি নক্সাকাটা গোটা হাতির মূর্তি । চোখ জুড়িয়ে যায় শো পিসটি দেখলে । অসাধারণ ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Sort:  
 3 years ago 
47 তম এপিসোড।শুরু হলো প্রাণের বইমেলা দিয়ে।আমাদের এখানেও চলছে একুশে বইমেলা।কিন্তু দুর্ভাগ্যবশত এবারের বইমেলায় আমার কোন বই আসে নাই এবং আমার নিজেরও বইমেলা যাওয়া হয়নি।প্রতি বছর মেলায় যাই।বই মেলা হচ্ছে লেখকদের একটি মিলনমেলা।মেলায় গেলে ছোট-বড় সব ধরনের কবি সাহিত্যিক সবার সাথে দেখা হয় মনটা ভরে যায়। দাদা এই এপিসোডে সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী এক জোড়া যুদ্ধরত হস্তীর মূর্তি । হস্তীদ্বয়ের গায়ে অসংখ্য সুক্ষ যে সব কারুকাজ ফুটিয়ে তোলা হয়েছে সত্যিই বেশ লাগছে দেখতে ।

♥♥

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

 3 years ago 

আমি তো আমাদের দেশে বই মেলায় গেলে, একটু আকটু উপন্যাস কিংবা গল্পের বই দেখি।তবে বই মেলায় যেতে ভালো লাগে।যাই হোক আজকের ফুলের ডালিটা দেখতে আমার কাছে অন্যরকম লাগছে।এত এত স্বর্ণ দিয়ে এত এত জিনিস বানানো।সুরাদান টাও বেশ সুন্দর। সব গুলোই ভালো ছিলো।ধন্যবাদ

 3 years ago 
এপিসোড ১ থেকে দেখতেছি সেই ধারাবাহিকতায় আজ ৪৭ তম এপিসোড। প্রতিটি এপিসোড দেখি আর মুগ্ধ হই। আজকের ফটোগ্রাফির মধ্যে প্রাচীন ভারতীয় রাজপুত্র দের শিরস্ত্রান আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যুদ্ধের মুভিতে এইগুলো দেখা যায়।
 3 years ago 

তবে এবার ভাবছি বাংলা কল্পবিজ্ঞান ও কমিকসের কয়েকটি বিশেষ স্টলেও হানা দেব ।

হানা দিবেন কি দাদা, পুরো স্টলের ভিতরে যা আছে সব সাবার করে দিবেন, হা হা হা। তারপর আমাদের সাথে কমিকসগুলো শেয়ার করবেন।

অসাধারণ এই বস্তুটি হলো স্বর্ণ নির্মিত একটি ফুলের ডালি, ফুল, পাতা, ফুলের কুঁড়ি আর প্রজাপতি । সব কিছুই অসাধারণ সুন্দর এবং নিখুঁত তৈরী করা হয়েছে ।

সত্যি দাদা পুরো কর্মটি বেশ দক্ষতা এবং অসাধারণভাবে সম্পন্ন করেছে। বেশ দারুণ লাগছে এটা দেখতে।

 3 years ago 

দেখতে দেখতে মিউজিয়ামের ফটোগ্রাফির ৪৭ তম পর্ব পেরিয়ে গেল। প্রত্যেকটি পর্ব অনেক সুন্দরভাবে সাজানো গোছানো ছিল।
আপনি এত সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন যে দেখে আমাদের অনেক ভালো লেগেছে। তেমনি আজকের পর্বে আপনি যে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন সেগুলো অনেক সুন্দর। যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি দাদা। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। সেইসাথে বই মেলায় অনেক সুন্দর সময় কাটান এই কামনাই করছি দাদা।

 3 years ago 

দাদা এ পর্যন্ত অনেক কিছুই দেখেছি তবে এই পর্বে এসে সোনা ডালি দেখে খুবই অবাক হয়ে গেলাম এবং কি জুম না করলে বুঝতে পারতাম না যে আসলে এতে কি আছে। এত সুন্দর কারু কাজ যা সত্যি অকল্পনীয় ছিল। বরাবরের মতো হাতির দাঁতের খন্জর এবং কি হাতির ফটোগ্রাফি গুলো দেখে চোখ জুড়িয়ে গেছে। আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম দাদা।

 3 years ago 

এই যুদ্ধের শিল্ডটা দেখে আমি পুরো হতবাক হয়ে গিয়েছিলাম । জয়পুর, রাজস্থান এর প্রাচীন এক রাজবংশ থেকে প্রাপ্ত এই যুদ্ধ শিল্ডের বহির্ভাগ পুরোটাই স্বর্ণ নির্মিত । অসাধারণ ফুল লতা পাতার ডিজাইন করা শিল্ডটির গায়ে । পুরোটাই স্বর্ণের ।

দেখতে দেখতে ভারতীয় মিউজিয়ামের ৪৭ পর্বের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। এই ফটোগ্রাফির গুলো আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে যুদ্ধের শিল্ডটি দেখে আমি অবাক। এই শিল্ড পুরোটা স্বর্ণ দিয়ে তৈরি। এটা শুনে সত্যি আমি হতবাক হয়ে গেছি। আসলে এত সুন্দর ভাবে তারা তৈরি করেছিল স্বর্ণ দিয়ে। এটি আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 3 years ago 

বেশ চমৎকার একটি দেখার মতো জিনিস হলো সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী খঞ্জরটি। দারুন জিনিসটা বারবার তাকিয়ে দেখছিলাম। 😍
কি নিপুণ কারুকাজ । মাঝে মাঝেই মনে হচ্ছিল দু একটা এনে আমার বাসায় সাজিয়ে রাখি ☺️

 3 years ago (edited)

আমাদের এখানে যখন বইমেলা অনুষ্ঠিত হয় তখন আমি প্রতিবারই যাওয়ার চেষ্টা করি। বই মেলায় ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের বই সম্পর্কে জানতে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে বিভিন্ন উপন্যাস এবং গল্পের বই গুলোর দিকে আমি সবসময় বেশি আগ্রহী থাকি।

দাদা আজকের পর্বের প্রাচীন অ্যান্টিক দ্রব্যসামগ্রী গুলো দেখতে খুবই সুন্দর। প্রাচীনকালের সব এত সুন্দর নিখুঁত কারুকার্য এবং শিল্পকর্ম দেখে আমি মুগ্ধ। বিশেষ করে স্বর্ণনির্মিত এই ফুলের ডালি থেকে চোখ ফেরাতে পারছিনা। জুম করে ফটোটি বেশ অনেকবার দেখলাম। অসাধারণ সব শিল্পকর্ম। ধন্যবাদ আপনাকে দাদা পর্ব আকারে আমাদের মাঝে ইন্ডিয়ান মিউজিয়াম এর এত সুন্দর সুন্দর নিদর্শন উপহার দেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।