স্টিমিট-কে জনপ্রিয় করে তুলতে টুইটার, ইউটিউব, টেলিগ্রামএবং ফেসবুকের ব্যবহারsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year


Copyright Free Image: Pixabay


স্টিমিটে শুধুমাত্র অথর নয় প্রয়োজন যথেষ্ঠ পরিমাণের রিডার । দিন দিন স্টিমিট একটি শুধুমাত্র আর্নিং সাইট হিসেবে পরিচিতি পাচ্ছে । এটার অবসান হোক তাই চাইছি । এটি একই ধারে শুধুমাত্র আর্নিং সাইট না হয়ে বিনোদন এবং জ্ঞানের অন্যতম একটি সোর্স হয়ে উঠুক । রাইটারদের পাশাপাশি প্রচুর রিডারও চাই আমরা ।

শুধুমাত্র ইনকামের জন্য স্টিমিট-কে ইউজ না করে এটাকে ফ্রি সোশ্যাল মিডিয়া এবং ব্লগিং প্লাটফর্ম হিসেবে পরিচিতি করানো হোক বাইরের দুনিয়ার সাথে । ইন্টারনেট জগৎ একটি বিশাল জগৎ । তন্মধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এখন বিশাল জনপ্রিয় । এই জনপ্রিয়তার কারণ কিন্তু এই নয় যে সেখানে আর্ন করা যায়, এই জনপ্রিয়তার অন্যতম প্রধান কারণ হলো মানুষ সেখানে আনন্দ পায়, বিনোদন করতে পারে এবং পাশাপাশি জ্ঞানার্জনও করতে পারে ।

আমিও চাইছি স্টিমিট প্ল্যাটফর্মটিও সেভাবে পরিচিতি লাভ করুক এবং জনপ্রিয়তা পাক । সেই লক্ষ্যে তাহলে আমাদের করণীয় এখন কি হতে পারে ?


আমি বিস্তারিতভাবে আপনাদের কাছে জানতে চাইছি । আপনারা চাইলে কমেন্ট বক্সে আপনার মতামত বা সাজেশন্স জানাতে পারেন, অথবা বিস্তারিতভাবে এই বিষয়ের উপরে একটা পোস্ট লিখে কমেন্ট বক্সে তার লিংকটা ড্রপ করে দিতে পারেন ।

আমার এ বিষয়ে কিছু হিন্টস দেওয়ার আছে -


০১. স্টিমিট প্ল্যাটফর্মে কিছু Dapps আনা যেতে পারে যেগুলোর ইন্টারফেস জনপ্রিয় সোশ্যাল মিডিয়াগুলোর মতো হতে পারে

০২. ইন্টারনাল সার্চিং সিস্টেম খুবই শক্তিশালী করা যেতে পারে যাতে লোকে খুবই সহজে প্রয়োজনীয় তথ্য সার্চ দিয়ে এখন থেকে বের করতে পারে

০৩. চ্যাটিং সিস্টেম চালু করা

০৪. ইউটিউবের মতো ভিডিও শেয়ারিং একটা Dapp তৈরী করা

০৫. Quora-র মতো একটা প্ল্যাটফর্ম তৈরী করা স্টিমিট ব্লকচেইনের ওপর

০৬. Twitter এর মতো মাইক্রো ব্লগিং একটা Dapp তৈরী করা স্টিমিট ব্লকচেইনের ওপর

০৭. টুইটার, ইউটিউব, টেলিগ্রামএবং ফেসবুকে বিভিন্ন ভাবে সোশ্যাল প্রোমোশন চালু করা হোক স্টিমিট-কে নিয়ে

০৮. মানুষকে এখানে উৎসাহিত করা হোক জ্ঞানার্জনের পাশাপাশি বিনোদনের জন্য

০৯. স্টিমিটের প্রতিটা কমিউনিটির একটা করে ফেসবুক ফ্যানপেজ, টুইটার হ্যান্ডেল, ইউটিউব এবং টেলিগ্রাম চ্যানেল থাকা উচিত

১০. সর্বোপরি স্টিমিটের বিভিন্ন আকর্ষণীয় Dapps এর মাধ্যমে ইউজারদের আকৃষ্ট করা এবং বিপুল পরিমাণে সাবস্ক্রাইবার ও ভিজিটর আনা


✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫০০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)


তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩

টাস্ক ১৮০ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 62a03bf533efdb3321d6270d416a0d639d5784093896f58da01b717fbe942c10

টাস্ক ১৮০ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
Loading...

It is indeed facing such a problem now. There is a serious lack of interaction. At the same time, a large number of robots are running on the platform. It also causes a decline in the quality of articles. Lack of supervision.

Currently we have our own plan and are implementing it step by step

1.We develop DAPP. Provide extended functions other than Steem. For example, point system. And the recently launched point market,Because of the emergence of points, we can infinitely expand the method of obtaining points,Let users generate more real interactions. For example, read replies, etc.

2.Refine the menu of DAPP, and plan the content into video zone, picture zone, Q&A zone, etc

3.In our plan, games are also an important part.

3.At present, our community is considering improving the quality of content through writing activities. The content of the activities should be as close as possible to the output of real emotions.Let the content of the article resonate emotionally with the reader




(Published through Steemit Dapp https://boylikegirl.club)

  • সর্ব প্রথম একটা android app প্রয়োজন।কারণ এভাবে ওয়েবসাইট খুলে সোশ্যাল মিডিয়া চালানোর যুগ অনেক আগে শেষ হয়ে গেছে।জনপ্রিয়তা পেতে হলে সব আগে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ চাই ই চাই।

  • এই একটা অ্যাপ এই ফটো ও ভিডিও শেয়ারিং অপশন থাকতে হবে।

  • চ্যাটিং অপশন থাকলে ভালো না থাকলেও খুব একটা অসুবিধা নেই।

  • টুইটারের মতো মাইক্রো ব্লগিং না থাকলেই ভালো।কারণ স্টিমিট এর নিজের একটা পরিচয় থাকা ভালো।টুইটারের মতন অনেক মাইক্রো ব্লগিং অ্যাপ রয়েছে,কিন্তু শুধু টুইটার টিই জনপ্রিয় বাকিগুলো না।

  • কুয়োরা এর অপশনটা ভালো।

  • বিভিন্ন গেমিং অ্যাপ স্টিমিট প্লাটফর্মে থাকলে ভালো না থাকলেও চলবে।

  • সর্বপরি একটা অ্যাপ,যেখানে ফটো ভিডিও শেয়ার এবং চ্যাটিং করা যায়।এই তিনটে জিনিষ থাকলে এটা আপনা আপনিই জনপ্রিয় হয়ে উঠবে।

 last year (edited)

সহজ যোগাযোগের জন্য চ্যাট অপশান চালু দেওয়া ।

আমরা 2016 থেকে 2018 পর্যন্ত Steemit এ চ্যাট অপশান পেয়েছিলাম। পরে এই অপশনটি সেখান থেকে বাদ দেওয়া হয়েছিল। আমার মতে চ্যাট অপশনটি আবার যোগ করা হলে চ্যাট অপশনের মাধ্যমে যে কেউ সহজেই অন্য ব্যবহারকারীদের সাথে যোগাযোগ করতে পারবে। বর্তমানে, আমরা যদি কারো সাথে যোগাযোগ করতে চাই, আমাদের প্রথমে তাকে মন্তব্যের মাধ্যমে তার ডিসকর্ড আইডি বা ইমেল জিজ্ঞাসা করতে হবে। তারপর যদি সে মন্তব্যের মাধ্যমে তার ডিসকর্ড আইডি বা ইমেল দেন তাহলে তার সাথে যোগাযোগ করা যাবে। কিন্তু যদি একটি চ্যাট অপশন থাকে তবে আমি যার সাথে যোগাযোগ করতে চাই তার সাথে সহজেই যোগাযোগ করতে পারি। তাই আমি মনে করি এই চ্যাট অপশান পুনরায় চালু করা খুবই গুরুত্বপূর্ণ।এবং এটি এই প্ল্যাটফর্মের জন্য অনেক বেশি সুফল বয়ে আনবে।

সহজেই যেকোনো ব্যবহারকারীকে টিপ করা।

মাঝে মাঝে অনেকেই পোস্টে ভোট দেন। কিন্তু তাকে টিপ দিতে চাইলেও তা সম্ভব নয়। কারণ আপনি যদি টিপ দিতে চান তবে আপনাকে ওয়ালেটে যেতে হবে এবং তারপরে অর্থ প্রদান করতে হবে। এখন যদি পোস্টের নিচে একটি অপশন থাকে, তাহলে সল্প পরিমাণ হলেও ছোট একটি টিপ দিতে পারেন। নতুন ব্লগাররা কোনো পোস্টে ভোট দিলে কোন লাভ হবেনা,আর তাই সে ও চাইলে কাউকে এই অপশন এর মাধ্যমে টিপ দিতে পারবে।

 last year 

দাদা আমি আমার মতো করে কিছু বলার চেষ্টা করছি।

প্রথমত আমাদের একটি স্বয়ংসম্পূর্ন এপস দরকার। যেখানে অনেকগুলো ফিচার থাকবে।

  • পোস্ট লিখার অপশন থাকবে। পোস্ট করার পর কিছু সময় পেন্ডিং থাকবে এবং একটি স্বয়ংক্রিয় ব্যাবস্থা তা প্লাগারিজম চেক করে পোস্ট আপলোড করবে।

  • সংক্ষিপ্ত ভিডিও আলাদা অপশন থাকবে। এক্ষেত্রে স্বয়ংক্রিয় ব্যাবস্থা থাকতে হবে যাচাই বাছাই করার জন্য, যা কিছু সময় পেন্ডিং থাকবে। সবশেষে সম্পূর্ণ ইউনিক কন্টেন্ট আপলোড হবে।

  • চ্যাট অপশন থাকতে হবে, সবার সাথে যোগাযোগের জন্য। এরসাথে চ্যাট অনুপাতে কিছু পয়েন্ট থাকবে। এখানেও একটা স্বয়ংক্রিয় ব্যাবস্থা একমাত্র ইউনিক কথাগুলো কাউন্ট করবে এবং পয়েন্ট প্রদান করবে।

  • বিভিন্ন সোস্যাল মিডিয়াতে পোস্ট লিংক প্রদান করলে একটি আলাদা ট্যাগ ব্যাবহারের মাধ্যমে সরাসরি পোস্টের সাথে সংযুক্ত হবে এবং সরাসরি একটি বোট পোস্টে কমমেন্ট করবে লিংক এবং ছবিসহ। সবশেষে সোস্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য সাতদিন পর কিছু পয়েন্ট অটোমেটিক একাউন্টে যুক্ত হবে।

  • শক্তিশালী সার্চ ইঞ্জিন থাকতে হবে, যার মাধ্যমে খুব সহজেই কোন ব্যাক্তি বা গুরুত্বপূর্ণ কনটেন্ট সহজেই খুঁজে বের করা যাবে।

  • সোস্যাল মিডিয়াতে পোস্ট শেয়ারসহ প্রতিটি এক্টিভিটিজের উপর পয়েন্ট থাকতে হবে এবং তা কনভার্ট করে একে অপরের পোস্ট বুষ্টিং করে যাতে আপভোট প্রদান করা যায়। এতে সবাই তাদের এক্টিভিটিজ এমনিতেই বৃদ্ধি করবে।

  • জনপ্রিয় কিছু খেলা সংযুক্ত করা যেতে পারে। যার মাধ্যমে ভার্চুয়ালি সবার সাথে যুক্ত হয়ে বিনোদন নেয়া যাবে তাছাড়াও লেবেল আপগ্রেডেশনের সাথে সাথে কিছু পয়েন্ট যোগ করা যার কনভার্ট করার মাধ্যমে একে অপরের পোস্ট বুষ্টিং সুযোগ থাকবে।

দাদা আপাতত এগুলোই মাথায় এসেছে।
ভুল ত্রুটি মার্জনা করবেন।

 last year 

স্টিম এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে আমি মনে করি সে কারণেই এর জনপ্রিয়তা পাচ্ছে না। যেমন, youtube, facebook, twitter এগুলোতে যে কোন কিছু সার্চ করলেই চলে আসে কিন্তু স্টিমে কোন সার্চ অপশন নেই। অনেকে এখানে এসে কি করবে বুঝতে পারে না কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব সহজেই সবকিছু করতে পারে। বিশেষ করে android যে অ্যাপ গুলো রয়েছে আমরা ব্যবহার করে থাকি সেগুলোর জনপ্রিয়তা সবচেয়ে বেশি কিন্তু স্টিমে সেই ধরনের কোন অ্যাপস নেই। যেখানে বিস্তারিত সবকিছু একীভূত থাকবে। যেটা সবাইকে আগ্রহ প্রকাশ করাবে খুব সহজেই বিস্তারিত জানতে পারবে। একটা কথা ঠিক বলেছেন দাদা এই প্লাটফর্ম কে সবাই ইনকামের সোর্স হিসেবে মনে করে সেজন্য অনেকেই এখানে কিছুদিন কাজ করতে না করতেই অনগ্রহী হয়ে ওঠে। ফেসবুকে যেমন আমরা কোন প্রফিট ছাড়াই বিনোদন নেওয়ার জন্য ব্যবহার করি নিজের চিন্তাধারা ক্রিয়েটিভ মনোভাব প্রকাশ করি। কখনো এই ধরনের চিন্তাভাবনা থাকে না যে এখান থেকে আমরা কোন উপকৃত হচ্ছি কিনা। খুব অল্প দিনের মধ্যেই ইনস্টাগ্রাম টুইটার যেগুলো জনপ্রিয়তা পেয়েছে আমি মনে করি তার চেয়ে স্টিম অনেক জনপ্রিয়তা পাবে কারণ নিরাপত্তা জনিত কারণে। দাদা আপনি যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন প্রত্যেকটা রুলস স্টিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলেই এই প্লাটফর্ম অনেক দূর এগিয়ে যাবে। যেমন ফটোগ্রাফি, ভিডিও, নিজের ক্রিয়েটিভ চিন্তাধারা এবং বিভিন্ন ধরনের গল্প শেয়ার সোশ্যাল মিডিয়ায় যেগুলো এমনিতেই শেয়ার করতে সবাই পছন্দ করে। এগুলো সহজে করতে পারলেই অনেক জনপ্রিয়তা পাবে।

 last year 

ভাই বিষয়বস্তু গুলো আমি খুব ভালো ভাবে পড়লাম এবং পড়ে বুঝতে পারলাম যে, নিচের দিকে যে হিন্টস গুলো দিয়েছেন,এই হিন্টস গুলোর ব্যাপারে আমি একমত।আমার মতে স্টিমেটের এই পরিধিটা ব্যাপকভাবে পরিচিত লাভ করুক। আপনার মতো আমিও চাই স্টিমিট প্ল্যাটফর্মটি পরিচিতি লাভ করুক এবং জনপ্রিয়তা পাক।

You are right about all the point dada but I personally like the idea about - Launching the Chatting System. As for chatting or contacting any one we have to use discord or have to comment under any post. And by adding chatting system we can personally say anything to our friend, directly without using any third party app.

 last year 
আসলে দুনিয়াতে চলার জন্য যে যেভাবে পারছে পরিশ্রম করে আয় করা চেষ্টা করছে।তবে পরিশ্রম করতে করতে মনের মাঝে অনেকসময় একঘেয়েমি ভাব চলে আসে। সেই জন্য কাজের ফাঁকে বিনোদন হউক বা যেকোনো ভাবে মনকে প্রফুল্ল রাখতে হয়।কারন দেহ বলি বা শরীর বলি।সবকিছুর ক্ষয় আছে।কিন্তু সেই শরীর বা মনকে চাঙ্গা রাখার জন্য বিনোদন প্রয়োজন।সেইক্ষেত্রে steemit কে অন্যান্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো মতো করা গেলে এটার পরিধি সর্বস্তরের মানুষের ছড়িয়ে যাবে।এটা হলে খুবই ভালো হয় দাদা।এতে আয়ের পাশাপাশি বিনোদনও পাওয়া যাবে।সর্বোপরি,একটা অ্যাপ,যেখানে ফটো ভিডিও শেয়ার এবং চ্যাটিং করা যায়।এই তিনটি জিনিস থাকলে এটার জনপ্রিয়তা আরও অনেক বেশি অনেকাংশেই বৃদ্ধি পাবে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 62613.51
ETH 3019.43
USDT 1.00
SBD 3.93