ডাই || প্রজাপতি ও ফুলের ওয়ালমেট

in আমার বাংলা ব্লগ3 months ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও অনেক ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ডাই শেয়ার করব। রঙিন কাগজ দিয়ে অনেক ধরনের জিনিস তৈরি করা যায়। আর হাতে একটু সময় নিয়ে এই ধরনের কাজ করতে বেশ ভালই লাগে। আমি মাঝে মাঝে চেষ্টা করি, তোমাদের সাথে নতুন নতুন ধরনের জিনিস তৈরি করে শেয়ার করার। আজকে তোমাদের সাথে আমি বিভিন্ন কালারের পেপার দিয়ে প্রজাপতি ও ফুলের ওয়ালমেট তৈরি করে দেখাবো। এই ধরনের ওয়ালমেট ঘরের দেওয়ালের লাগিয়ে রাখলে অনেক সুন্দর লাগে দেখতে। আমি এটি তৈরি করার পর আমার ঘরের একটি দেওয়ালে লাগিয়েও দিয়েছি তাই । এরপর ফটোগ্রাফি করে সেটা শেয়ার করেছি। দেওয়ালে লাগানোর পর এটি দেখতে কেমন লাগছে তোমরা সেটা কমেন্ট করে জানিও। এটি আমি কেমন করে তৈরি করেছি তা খুব সহজে উপস্থাপনের চেষ্টা করেছি। তোমরা যদি কেউ এমন করে তৈরি করতে চাও তাহলে খুব সহজে তৈরি করতে পারবে ধাপগুলো অনুসরণ করে। তাহলে আর কথা না বাড়িয়ে ওয়ালমেট তৈরির ধাপ গুলো নিচে দেখে নেওয়া যাক।

InShot_20240131_095920982.jpg



প্রয়োজনীয় উপকরণ:

●বিভিন্ন কালারের পেপার
●কম্পাস
●স্কেল
●কাঁচি
●পেন্সিল
●আঠা
●শক্ত কাগজ

InShot_20240131_115634358.jpg



🦋 প্রথম ধাপ🦋

প্রথমে কমলা কালারের পেপার থেকে স্কেল ও পেন্সিলের সাহায্যে দৈর্ঘ্য ১০ সেমি ও প্রস্থ ৫ সেমি মেপে কাঁচির সাহায্যে কেটে নিলাম।এবার কেটে নেওয়া কাগজ মাঝ বরাবর ভাঁজ করে পেন্সিলের সাহায্যে ফুলের পাপড়ির মত এঁকে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম। এইভাবে অনেকগুলো কেটে নিতে হবে।

20240130_114741.jpg20240130_114843.jpg
20240130_114939.jpg20240130_115130.jpg
20240130_115213.jpg20240130_120813.jpg

🦋 দ্বিতীয় ধাপ 🦋

এখন খয়েরী কালারের পেপার কেটে নিয়ে মাঝ বরাবর ভাঁজ করে কাঁচির সাহায্যে কুচি কুচি করে কেটে নিলাম।এবার কুচি কুচি করে কেটে নেওয়া কাগজগুলো আঠার সাহায্যে গোল গোল করে একটার পর একটা লাগিয়ে নিলাম চিত্রের মত করে।

20240130_121101.jpg20240130_121120.jpg20240130_121203.jpg
20240130_123015.jpg20240130_125452.jpg
20240130_130918.jpg20240130_130956.jpg

🦋 তৃতীয় ধাপ 🦋

এবার শক্ত একটি কাগজ নিয়ে কম্পাস ও পেন্সিলের সাহায্যে কিছু দাগ টেনে নিলাম। তারপর সেই শক্ত কাগজের উপর আঠা দিয়ে দ্বিতীয় ধাপের তৈরি করা ফুলটি বসিয়ে দিলাম।

20240130_131225.jpg20240130_131916.jpg

20240130_131454.jpg

🦋 চতুর্থ ধাপ 🦋

এই ধাপে শক্ত কাগজটির উপর আঠা দিয়ে প্রথম ধাপে তৈরি করে রাখা ফুলের পাপড়ি গুলো একে একে লাগিয়ে নিলাম। এভাবেই ফুল তৈরির কাজটি সম্পন্ন করলাম।

20240130_132110.jpg20240130_132936.jpg

20240130_142535.jpg

🦋 পঞ্চম ধাপ 🦋

পঞ্চম ধাপে, সবুজ কালারের পেপার নিয়ে স্কেল ও পেন্সিলের সাহায্যে দৈর্ঘ্য ৭ সেমি ও প্রস্থ ৭ সেমি মেপে কাঁচির সাহায্যে কেটে নিলাম । এবার কেটে নেওয়া কাগজ মাঝ বরাবর ভাঁজ করে পেন্সিলের সাহায্যে প্রজাপতি অঙ্কন করে নিলাম এবং তা কাঁচির সাহায্যে কেটে নিলাম। এভাবে প্রজাপতি তৈরির কাজটি সম্পন্ন করলাম। অনেকগুলো প্রজাপতি একই ভাবে তৈরি করে নিতে হবে।

20240130_145933.jpg20240130_145840.jpg
20240130_150111.jpg20240130_150316.jpg
20240130_150339.jpg20240130_150541.jpg
20240130_150743.jpgInShot_20240131_105926744.jpg

🦋 ষষ্ঠ ধাপ 🦋

ফুল এবং প্রজাপতিগুলো দেওয়ালে লাগিয়ে দেওয়ার পর কমপ্লিট হয়ে গেল ওয়ালমেট তৈরির কাজটি।

InShot_20240131_110502671.jpg

InShot_20240131_110758299.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসSamsung Galaxy M31s
ডাই মেকার ও ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা প্রজাপতি ও ফুলের ওয়ালমেট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  
 3 months ago (edited)

আপনি খুব সুন্দর প্রজাপতি ও ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। বিশেষ করে ফুলটি দেখতে খুবই সুন্দর লাগছে। এই ধরনের ওয়ালমেট গুলো ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। আপনার তৈরি করা ওয়ালমেট টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে । সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 months ago 

এই ধরনের ওয়ালমেট গুলো ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়।

সেইজন্যই তো এটি তৈরি করার পর আমার ঘরের দেওয়ালে লাগিয়ে দিয়েছি আপু।

 3 months ago 

প্রজাপতি ও ফুলের ওয়ালমেট দেখতে অসাধারন লাগতেছে। এধরনের কাজ গুলো ঘরের দেওয়ালে লাগিয়ে রাখলে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। আপনার এধরনের কাজ গুলো এখন বেশ ভালো লাগে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 3 months ago 

আমার শেয়ার করা প্রজাপতি ও ফুলের ওয়ালমেট টি আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে অনেক খুশি হলাম। হ্যাঁ ভাই, ঠিক বলেছেন এগুলো ঘরের দেওয়ালে লাগিয়ে রাখলে অনেক সুন্দর লাগে দেখতে।

 3 months ago 

হ্যাঁ ঠিকই বলেছেন রঙিন কাগজ দিয়ে অনেক ধরনের জিনিস তৈরি করা যায়। যেটা আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত দেখতে পাই । আজকে আপনি অনেক সময় ব্যয় করে প্রজাপতি এবং ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। প্রজাপতিগুলো দেখতে খুবই সুন্দর লাগছে । ফুলের ওয়ালমেট তৈরি অনেক সুন্দর হয়েছে । এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি ।যেটা আপনার অনেক বড় একটি দক্ষতা।

Posted using SteemPro Mobile

 3 months ago 

ধন্যবাদ ভাই, এত সুন্দর ভাবে আমার শেয়ার করা ওয়ালমেটটির প্রশংসা করার জন্য। হ্যাঁ ভাই, অনেকটা সময় ব্যয় করেই এগুলো করেছি।

 3 months ago 

এমন ডাই পোস্ট গুলো দেখলে ছোট বেলার কথা, স্কুল লাইফের কথা মনে পড়ে যায় আমার। প্রতিবছর শেষে ক্লাস পার্টিতে এভাবে বিভিন্ন রকমের কাগজ দিয়ে নানাকিছু বানিয়ে সাজানো হতো! আপনার আজকের করা রঙিন কাগজ দিয়ে ফুল ও প্রজাপতির ডাই পোস্ট টি এককথায় দারুণ হয়েছে। শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 3 months ago 

আমরাও দিদি ছোটবেলায় স্কুল লাইফে থাকতে এমন অনেক কাজ করেছি। ধন্যবাদ দিদি, আমার শেয়ার করা ডাই টির প্রশংসা করার‌ জন্য।

 3 months ago 

প্রজাপতি ও ওয়ালমেট অসাধারণ হয়েছে। আসলে ভাইয়া রঙিন কাগজের জিনিস গুলো আমার কাছে সব সময় ভালো লাগে। আপনার ওয়ালমেট দেখে আমি মুগ্ধ হয়ে গেল। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

আমার শেয়ার করা ফুল ও প্রজাপতির এই ওয়ালমেটটি দেখে আমি মুগ্ধ হয়ে গেছেন, জেনে ভালো লাগলো।

 3 months ago 

খুবই চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন প্রজাপতি ও ফুলের। রঙিন কাগজের তৈরি সবগুলো জিনিসই দেখতে আমার খুবই ভালো লাগে। আর আজকে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুল প্রজাপ্রতির ওয়ালমেট তৈরি করেছেন দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। এত চমৎকার একটি ওয়ালমেট তৈরি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 months ago 

আমার শেয়ার করা এই প্রজাপতি ও ফুলের ওয়ালমেট টি আপনার কাছে চমৎকার লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

ওয়াও আপনি রঙিন কাগজ দিয়ে এত সুন্দর একটা ডাই প্রজেক্ট তৈরি করেছেন দেখেই তো, আমার চোখটা একেবারে জুড়িয়ে গিয়েছে। প্রজাপতি ও ফুলের খুবই সুন্দর একটা চোখ ধাঁধানো ওয়ালমেট তৈরি করেছেন। যেটা তৈরি করতে আপনার অনেক সময়ের প্রয়োজন হয়েছে, যা দেখেই বুঝতে পারতেছি। একপাশে ফুল এবং অন্য পাশে ছিল খুবই সুন্দর প্রজাপতি। এটা যদি ঘরের দেয়ালে লাগানো হয়, তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। আপনি প্রচুর সময় ব্যবহার করে পুরো কাজটা সম্পূর্ণ করেছেন, যেটা দেখেই বুঝতে পারতেছি।

 3 months ago 

ফুল ও প্রজাপতির এই ওয়ালমেট টি যে আপনার কাছে চোখ ধাঁধানো ওয়ালমেট মনে হয়েছে, সেটা জেনে খুশি হলাম ভাই। তবে এটা ঠিক যে, কাজটা সম্পূর্ণ করতে আমার অনেক বেশি সময় লেগেছে।

এটা যদি ঘরের দেয়ালে লাগানো হয়, তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে।

সেটাই করেছি ভাই।

 3 months ago 

আপনি আজকে খুবই চমৎকার প্রজাপতি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে এধরনের জিনিসগুলো তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। আপনি খুব নিখুঁতভাবে প্রজাপতির ওয়ালমেট তৈরি করেছেন। তৈরি ধাপ গুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 months ago 

চেষ্টা করেছি ভাই , নিখুঁতভাবে প্রজাপতির ও ফুলের এই ওয়ালমেটটি তৈরি করার জন্য। এটি আপনার কাছে ভীষণ ভালো লেগেছে, জেনে খুশি হলাম।

 3 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি প্রজাপতি এবং ফুলের খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এধরনের ওয়ালমেট গুলো দেওয়ালে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি পায়। ওয়ালমেট তৈরি টি খুব সহজভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন এতে আমরা ধাপগুলো ফলো করে খুব সহজেই ওয়ালমেটটি তৈরি করে নিতে পারব।

 3 months ago 

ঘরের সৌন্দর্য বাড়াতে এই ধরনের ওয়ালমেট অনেক বড় ভূমিকা পালন করে। আমার শেয়ার করা এই ওয়ালমেট টি তৈরি করার পর, আমি নিজেও আমার ঘরের একটা দেয়ালে লাগিয়ে রেখেছি আপু।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64092.96
ETH 3145.83
USDT 1.00
SBD 3.88