স্বরচিত কবিতা পোস্ট ||| নিয়মের কেন বাধা হব ||| original poetry by @saymaakter.

in আমার বাংলা ব্লগ8 days ago

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

IMG_20240908_180249.jpg


প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি আমার স্বরচিত কবিতা নিয়ে। আমি চেষ্টা করি আমার স্বরচিত কবিতা সপ্তাহে একটি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য।

কবিতা লিখতে অনেক ভালো লাগে। কবিতা মনের অনুভূতির আবেগ জমানোর কিছু কথা। যে কথাগুলো কবিতায় ছোট আকারে লেখা সম্ভব। কবিতা লিখতে চাই সুন্দর নিরিবিলি একটি পরিবেশ তবে অনায়াসে কবিতা লেখা সম্ভব।আমিও চেষ্টা করি নিরিবিলি পরিবেশে যখন আমার বাচ্চারা ঘুমিয়ে থাকে অথবা বাইরে কোথাও যায়।তখনই সেই সময়টিকে আমি কাজে লাগাই। তবে সব সময় যে সুন্দর সুন্দর ছন্দগুলো মাথায় আসে তা কিন্তু নয়। আমি মনে করি কবিতা লেখা অনেক কঠিন। যদি মাথার ভেতরে কবিতা লেখা কাজ না করে একটি কবিতা লিখতে অনেক দিন সময় লেগে যায়।আর ফ্রেশ মাইন্ড নিয়ে নিরিবিলি পরিবেশেই সম্ভব কবিতা লেখা।

পৃথিবীটা অনেক কঠিন। ভালোবাসার প্রতিদানে ভালোবাসা মেলে কথাটি যদিও সত্য কিন্তু এ যুগে সঠিক ভালোবাসা পাওয়া অনেক কঠিন।মানুষের মুখে এক অন্তরে আরেক। আজ হয়তো প্রিয়জন প্রিয় মানুষটি ভালবাসছে অন্য সময় সে নাও ভালবাসতে পারে। সবার মন একরকম না। মানুষের মন পরিবর্তন হতে সময় লাগে না। তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারব না। সবসময় মনটিকে বিষন্নতায় রেখে নিজের জীবনটা শেষ করা ঠিক না। চলুন আর কথা না বাড়িয়ে আমার স্বরচিত কবিতা নিয়মের কেন বাধা হব দেখে নেওয়া যাক।

নিয়মের কেন বাধা হব

সায়মা আক্তার

মেঘলা দিনের মেঘলা আকাশ
কিছু কথায় নেই অবকাশ,
তুমি হিনা কাটে বেশ
কষ্টগুলো হয়ে যায় নিঃশেষ।

দিনে দিনে চেয়েছি আমি
হতে তোমার মনের মতো
মনের মতো হওয়া
ভালো বাসা পাওয়া ও বিশ্বাসের
সুসম্পর্ক গড়ে উঠে
সবই ছিল তোমার জন্য।

যে মানুষ টি সত্যিই কারে ভালো বাসে
সে প্রিয়জনকে চোখে হারায় না।
ভালোবাসার বহিঃপ্রকাশ সে তো
মনের ভাষাতেই বোঝায়।

তোমার আমার মাঝে
যে দেয়ালের বাঁধা,
যেটা বুঝতে হয়নি দেরি
অবশেষে তোমাকে দিয়েছিলাম কিছু সময়
হয়তো তুমি আসবে ভুলগুলো বুঝবে,
কিন্তু সেটা ছিল আমার ভুল ধারণা
নতুন দিগন্তে নতুন প্রভাত
আকাশে সূর্য ও উঠে প্রতিদিন
নিয়ম করে যদি সবই চলে
তবে আমি কেন নিয়মের
বাধা হয়ে রইবো,
এখন আর কষ্ট লাগে না আগের মত
নতুন করে বাঁচার ইচ্ছা
এ মনের সবারই হয়তো
আমি কেন নিয়মের বাধা হয়ে রইবো।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

FNeY1coMNULBNtdFSSbYFhqVxtoP7wW8e8DoPPjamNfz7mF9PAmYD9moyfupay7Qd1uEWGbkcrJZ7nV2Uh6rAdMLa3sxB8cYaU6uCFByTY...yHPt7zcsvJDQFfM1oyeMjUTgSrMVedmoJRQzL8NBVfwQGviTLj5ySQ4azZP6zE8tw9GVzwGSTv1Sys8gqPgycd1WLMhV8HJ4xpPiiQJE2JSR8DLdy4Fs62Zm3.webp

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Sort:  
 8 days ago 

Screenshot_2024-12-27-00-21-29-217_com.android.chrome.jpg

Screenshot_2024-12-27-00-20-27-232_com.coinmarketcap.android.jpgScreenshot_2024-12-27-00-19-34-766_com.peak.jpg
 8 days ago 

আপনার লেখা কবিতা গুলো পড়ে আমার অনেক ভালো লাগে। খুবই সুন্দর ভাষা ব্যবহার করে কবিতাগুলো লিখে থাকেন অসাধারণ হয়েছে।

 6 days ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 8 days ago 

আজ আপনি আমাদের মাঝে অসাধারণ একটা কবিতা শেয়ার করলেন। আপনি আজকে একটা দারুন টপিক নিয়ে আমাদের মাঝে একটা কবিতা শেয়ার করলেন। আপনার কবিতার প্রতিটি লাইন আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

 6 days ago 

আমার কবিতা আপনার কাছে ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো দাদা।

 7 days ago 

আপু বেশ দারুন করে আজ আপনি কবিতা লিখে শেয়ার করেছেন। সত্যি বলতে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আসার পর হতে কবিতার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছি। আজ আপনি বেশ দারুন করে কবিতার ভাষায় মনের কথাগুলো সাজিয়ে লিখেছেন। ধন্যবাদ আপু।

 6 days ago 

মন্তব্য করে সহযোগিতা কারার জন্য ধন্যবাদ আপু।

 6 days ago 

আমাদের জীবনের সবচাইতে বড় ভুল হয়তো এটাই অন‍্যের মনের মতো হওয়া। অন‍্যের মনের মতো হওয়া মানে আমাদের নিজের স্বত্বা কে বিসর্জন দেওয়া। কবিতা টা বেশ দারুণ লিখেছেন আপু। চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 6 days ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।সুন্দর মন্তব্য করার জন্য।

 6 days ago 

চমৎকার কবিতা লিখেছেন তো আপু।নিয়মের কেন বাধা হব কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে পৃথিবীটা এমন। মানুষের মুখে এক অন্তরে অন্য কথা। আর ভালোবাসা হচ্ছে জটিলতা। চমৎকার অনুভূতি দিয়ে কবিতাটি লিখে শেয়ার করেছেন পড়ে অনেক ভালো লাগলো।

 6 days ago 

কবিতাটি আপনার পছন্দ হয়েছে এটাই আমার সত্য কথা।

 6 days ago 

ঠিক বলেছেন আপু,বর্তমান যুগে সত্যিকারের ভালোবাসা পাওয়াটা খুব কঠিন। মানুষের মুখে মধু, আর অন্তরে থাকে বিষ। যাইহোক দারুণ একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করেছেন আপু। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

আমার কবিতাটি আপনার ভালো লেগেছে যেনে অনেক ভালো লাগলো।