রেসিপি পোস্ট ||| রসে ভরা ভিন্ন স্বাদের রসমালাই ||| original recipe by @saymaakter.
আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আশা করছি সবাই পরিবারকে নিয়ে সুন্দর ভাবে এই শীতের সময়টা ভালো কাটাচ্ছেন।সবার শারীরিক সুস্থতা কামনা করছি কারণ এই শীতের সময়টাই ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে প্রত্যেকটি পরিবারের মানুষ। তাইতো আমাদের সবাইকে সতর্কতার সাথে দিনগুলো পার করতে হবে।আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি।
আমি প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে আবারও হাজির হলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে।আমার বাংলা ব্লগ এমন একটি কমিউনিটি যেখানে বাংলায় লিখতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করি।বাংলা আমাদের মাতৃভাষা। এই মাতৃভাষায় ব্লগ লিখে এবং সবার সামনে সেটা প্রেজেন্ট করতে পারলে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা আরও দ্বিগুণ বেড়ে যায়।আসলে নিজের দেশের ভাষা বলে কথা। দেশের সুনাম মানে সবার গর্ব।
আমি আপনাদের মাঝে আজ একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি। শীতের সময়টা আমার অনেক প্রিয়। যদিও এই সময় অসুস্থ হয়ে পড়ি বেশি। তারপরও শীতের মুহূর্তটা যেদিকে তাকাই সেদিকটাই সতেজ মনে হয়। আর ঘরে ঘরে চলে পিঠাপুলি খাওয়ার ধুম। আমি আজ আপনাদের মাঝে একটু ভিন্ন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি।আমার রেসিপি "রসে ভরা ভিন্ন স্বাদের রসমালাই " কিভাবে তৈরি করেছি চলুন তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক।
উপকরণসমূহঃ-
১।দুধ।
২।চিনি।
৩।পাউরুটি।
৪।সুজি।
৫।ঘি।
৬।সাদা এলাচ।
৭।ময়দা।
প্রথমে একটি সাসপেনে সামান্য ঘি দিয়ে সুজি ভেঁজে নিয়েছি।
এবার সেই ভেঁজে নেওয়া সুজি গাভীর দুধ দিয়ে কিছুক্ষণ চুলায় হালকা আচে রেখে ঘন করে নিয়েছি।
এবার সেই সুজিতে সামান্য পরিমাণ চিনি ও এলাচের ভেতরের অংশ গুঁড়ো করে দিয়ে দিয়েছি।
এবার কয়েকটি পাউরুটি পিস পানিতে ভিজিয়ে সেই পাউরুটি থেকে পানি ঝরিয়ে নিয়েছি।
এবার সুজির সঙ্গে পাউরুটির মিশ্রণটি অ্যাড করে হাতে ঘি নিয়ে মেখে নিয়েছি।
সামান্য পরিমাণ ময়দা অ্যাড করে আবারও সুন্দর করে মেখে নিয়েছি।
এবার সামান্য পরিমাণ ঘি হাতে নিয়ে সেই পাউরুটির মিশ্রণটি হাতের সাহায্যে ছোট ছোট বল বানিয়ে নিয়েছি।
এবার একটি কড়াইয়ে তৈল গরম করে সামান্য আচে সেই বলগুলো ভেঁজে নিয়েছি।
অন্য আরেকটি সাসপেনে দুধ জাল করে ঘন করে নিয়েছি।
ঘন করে নেওয়া দুধে চিনি এড করে আবারো জাল করে নিয়েছি।
ঘন দুধে সেই ভেঁজে নেওয়া বল গুলো দিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ হালকা আচে রেখেছি।
এবার সাসপেনের মুখটি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এবং তিন চার ঘন্টা অপেক্ষা করেছি। এরপরে হয়ে গেল আমার "রসে ভরা ভিন্ন স্বাদের রসমালাই"। এবার এই "রসে ভরা ভিন্ন স্বাদের রসমালাই" রেসিপির একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
আপনি আজকের ডেইলি টাস্ক কমপ্লিট করেননি। নমিনেশন চালু রাখতে ডেইলি টাস্ক গুলো কমপ্লিট করুন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক বা স্ক্রিনশট শেয়ার করুন।
বিস্তারিত: https://steemit.com/hive-129948/@rex-sumon/very-important
টাস্ক: https://hackmd.io/@rex-sumon/H1bnltPMye
এই সিজনে অনেকেই সর্দি ঠান্ডায় ভুগছে। আমারও বেশ কয়েকদিন ধরে একই অবস্থা। যাইহোক বেশ লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আপু। রসমালাই আমার খুব পছন্দ। বেশ ভালো লাগলো রেসিপিটা দেখে। এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমার রেসিপি আপনার অনেক পছন্দের বিষয়টি জেনে অনেক ভালো লাগলো।
আপু আপনার তৈরি করা রসমালাই এর রেসিপি দেখে লোভ লেগে গেল। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে রসে ভরা ভিন্ন স্বাদের রসমালাই রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।
জি ভাই খেতে অনেক মজাদার ও সুস্বাদু ছিল।
সুজি পাউরুটি দিয়ে চমৎকার সুন্দর করে রসে ভরা রেসিপি করেছেন। মিষ্টিট মতো লাগছে দেখতে।খেতে তুলতুলে নরমও সুস্বাদু হয়েছে তা বুঝতে পারছি।ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
রসমালাই দেখে খেয়ে নিতে ইচ্ছে করছে আমার। বেশিরভাগ ক্ষেত্রে রসমালাই আমার খুবই পছন্দের। আর আপনি ঠিক বলছেন শীত ঋতু আমারও খুবই পছন্দের। বিশেষ করে শীতকালে বিভিন্ন ধরনের পিঠা খাওয়ার সুযোগ হয়। অনেক মজাদার একটি রেসিপি শেয়ার করলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমার রেসিপিটি আপনার পছন্দের শুনে অনেক ভালো লাগলো।
আজকের টাক্স
https://x.com/mst_akter31610/status/1858750902515233039?t=VEJPm8-eXdLJWx-m1MROdw&s=19
এমন মিষ্টি জাতীয় রেসিপিগুলো যদি নিজে তৈরি করতে পারা যায় সত্যি ভালো লাগে। যেকোনো মুহূর্তে নিজেরা তৈরি করে পরিবারের লোকজন নিয়ে খাওয়া যায়। যাহোক আপনার সুন্দর এই মিষ্টি তৈরি করে দেখে ভালো লাগলো আমার।
মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।
এমন ধরণের রসমালাই আমি কোনদিনও খাইনি৷ তবে দেখে বেশ লোভনীয় লাগছে৷ বাঙালী হওয়ার কারণে আমরা কিন্তু মিষ্টি বা যে কোন ডেজার্ট খেতে খুবই পছন্দ করি৷ দেখি এই ভাবে একদিন রান্না করব।
মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ দিদি।
রসমালাই খেতে আমি অনেক পছন্দ করি। কিন্তু বাসায় নিজে কখনো বানানোর চেষ্টা করিনি আপু। এত সুন্দর করে রসমালাই তৈরি করেছেন দেখেই তো খেতে ইচ্ছে করছে। আর আপনার রেসিপি একদম পারফেক্ট হয়েছে আপু।
মন্তব্য করে কাজে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।