অনু কবিতা পোস্ট ||| কিছু ভিন্ন ধরনের অনু কবিতা |||original poetry by @saymaakter.
আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা আশা করছি সুস্থ ও সুন্দর ভাবে পরিবারকে নিয়ে দিন যাপন করছেন। আমিও আপনাদের ভালোবাসায় ও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তবে সুস্থ ছিলাম না আল্লাহর অশেষ কৃপায় বর্তমানে সুস্থ আছি। কাল হঠাৎ বাসায় ব্যবসায়ের কিছু কাজ করতে গিয়ে ধুলোবালির কারণে হঠাৎ এতটা অসুস্থ হয়ে পড়েছিলাম।
এরকম সমস্যা আমার এর আগে কখনো হয়নি। তারপর ভাবছিলাম হয়তোবা আজ আমার জীবনের শেষ দিন। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি আজ আবারো আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবার মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হতে পারলাম। সত্যিই দুনিয়াটা দুদিনের। আল্লাহ চাইলে সবই সম্ভব। সৃষ্টিকর্তা হয়তো আমাকে ভালবাসেন এই জন্য আমাকে সুস্থ করে দিয়েছেন।আর অসুস্থ থাকলে বুঝা যায় সুস্থতা কতটা নেয়ামত আল্লাহর।
কবিতা লিখতে আমার বরাবরই ভালো লাগে। তাই চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে আমার কিছু কবিতা নিয়ে হাজির হওয়ার জন্য।কবিতা মনের অনুভূতির ফসল। আবেগ, অনুভূতি দিয়ে ভালোবাসায় গড়ানো কিছু কথা যা কাব্যে রূপান্তরিত হয়। সুখ দুঃখ আনন্দ বেদনা অথবা মনের রঙিন স্বপ্নগুলো নিয়ে কবিতা লিখা হয়। তবে কবিতা সবসময় বাস্তবতা নিয়ে লিখতে অনেক বেশি ভালো লাগে।
কল্পনা বা স্বপ্ন যাই বলি না কেন তার মাঝেও কখনো লুকিয়ে থাকতে ভালো লাগে।কারণ স্বপ্ন না দেখলে স্বপ্ন পূরণ হবে কি করে।তাইতো স্বপ্ন ও আশা করা উচিত অনেক বড়।নিজের লক্ষস্থির রেখে সামনের দিকে আগানো।নতুন বছরকে সামনে রেখে আমি আজ আপনাদের মাঝে একগুচ্ছ অনু কবিতা নিয়ে হাজির হয়েছি।তবে আমার অনু কবিতাগুলো জানিনা আপনাদের কেমন লাগে।আজকের অনু কবিতাগুলো একটু ব্যতিক্রম।চলুন আর কথা না বাড়িয়ে অনু কবিতাগুলো দেখে নেওয়া যাক।
হঠাৎ এসে বলল আমায়,
কি করছো ওখানে বসে,
নতুন বছর আসছে নাকি
আনন্দ লাগছে মনে,
ভেবে ভেবেও যাচ্ছে দিন,
এই আনন্দে জীবনটা যাবে নাকি চলে।
জীবনটা দুদিনের
আনন্দ ফুর্তির নেই কোন মানা,
আমার এই ছোট্ট জীবনে
বাঁচার অধিকার চাই।
আমার জীবন তোমাদের হাতে
ইচ্ছে করলেই পারো বাঁচাতে,
আবার পারো মারতে,
সুন্দর এই পৃথিবী থেকে কে বা চায় যেতে।
প্রকৃতির সতেজ সুন্দর থাক এটাই আমরা চাই।
প্রকৃতি ভালো থাকলে আমরা থাকবো ভালো,
নয়তবা জীবনটা হবে এলোমেলো।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
নতুন বছরকে নিয়ে চমৎকার কয়েকটি মনু কবিতা লিখেছেন। আসলেই প্রকৃতি যদি ভালো থাকে তবে আমরাও ভালো থাকবো। আমাদের লক্ষ্য হওয়া উচিত বড় ধরনের তবেই ভালো কিছু পাব। আমাদের এই ছোট্ট জীবনটাই আনন্দ করতে হবে কয়েকদিনের বা দুনিয়া। যাই হোক প্রত্যেকটি অনু কবিতা দারুন লেগেছে আমার কাছে ধন্যবাদ শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই। তবে অনু কবিতা না লিখে মনে হয় শব্দটা একটু ভুল হয়েছে সংশোধন করে নিবেন।
https://x.com/mst_akter31610/status/1873785971235598508?t=hJ7lbu4BxKIHZHtknitLOw&s=19
আপনার লেখা এই অনু কবিতা অনেক ভালো লাগলো। এত সুন্দর অনু কবিতা লিখেছেন অনু কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল।
আমার অনু কবিতাগুলো আপনার কাছে ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো।
সুন্দর তিনটি অনু কবিতা আজ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন আপু। প্রতিটি কবিতা ভীষণ সুন্দর হয়েছে। নতুন বছর কে কেন্দ্র করে লেখা প্রথম কবিতাটি আমার বেশি ভালো লেগেছে। বাকি কবিতাগুলোও দারুন ছিল। কবিতা গুলো লিখে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।
সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।
আপনার লেখা তিনটি অনু' কবিতা পড়ে অনেক ভালো লাগলো। কবিতার ভাষাগুলো আমার কাছে দারুন লেগেছে।
আমার অনু কবিতাগুলো আপনার কাছে ভালো লেগেছে এটাই আমার সার্থকতা।
গর্বের বিষয় হলো আমরা এখন সবাই কম বেশী অনু কবিতা লিখতে শিখে গেছি। আপনিও বেশ দক্ষতার সাথে আজকের ভিন্ন রকমের অনু কবিতাগুলো ভিন্ন করে লেখার চেষ্টা করেছেন। ধন্যবাদ এমন দারুন কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনার লেখা আজকের এই অনু কবিতাগুলো আমার কাছে পড়তে অনেক ভালো লেগেছে। খুবই সুন্দর টপিক নিয়ে আপনি আজকের অনু কবিতা গুলো লিখেছেন। দুই নাম্বার অনু কবিতা টা খুব ভালো লেগেছে পড়তে। আসলে দুই দিনের দুনিয়ায় কি হবে এটা আমরা কেউই জানিনা। আমরা সবাই চাই এই পৃথিবীতে থেকে যেতে। কিন্তু এটা দীর্ঘস্থায়ী নয়। তাই একদিন না একদিন আমাদেরকে যেতেই হবে।
ঠিক বলেছেন ভাই আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কিন্তু এ বাস্তবটা কেউ মেনে নিতে পারি না।
আপনি কয়েকটা টপিক তুলে ধরে আজকে অনেক সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতা গুলো অনেক সুন্দর হয়েছে। আপনার প্রতিটা অনু কবিতার লাইনগুলো অনেক সুন্দর ছিল। সত্যি আপনি অনেক সুন্দর অনু কবিতা লিখতে পারেন।
উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।
আপু কবিতা লিখতে বরাবর আমার কাছে ভালো লাগে। আজকে আপনি ভিন্ন ভিন্ন টপিক নিয়ে তিনটি অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। আসলে ছোট ছোট মনের অনুভূতিগুলো অনু কবিতার মধ্যে প্রকাশ করা যায়। সুন্দর অনুভূতি দিয়ে অনু কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।