স্বরচিত কবিতা পোস্ট |||| সৃষ্টিকর্তার ভালোবাসা।

in আমার বাংলা ব্লগ12 days ago

হ্যালো বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি সৃষ্টিকর্তার রহমতে পরিবারকে নিয়ে সুস্থভাবে দিন যাপন করছেন । বর্তমান সময়ে সুস্থ থাকাটাও সৃষ্টিকর্তার বড় এক রহমত। কারণ এই গরমে প্রতিটি ঘরে ঘরে সবাই অসুস্থ হচ্ছে।আর এই অসুস্থতার প্রধান কারণ হচ্ছে প্রচন্ড গরম। আমি নিজেও অসুস্থ ছিলাম তবে আলহামদুলিল্লাহ এখন বেশ ভালো আছি।

ornamental-cherry-8703849_1280.jpg
source
আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের মাঝে আমার স্বরচিত একটি কবিতা নিয়ে হাজির হই। আজও তার ব্যতিক্রম নয়। আজ আপনাদের মাঝে আমার স্বরচিত কবিতা "খোদার ভালবাসা" নিয়ে হাজির হয়েছি। অসুস্থ থাকা অবস্থায় আমি এই কবিতাটি আমার ফোনে লিখেছিলাম। সেই সময় বুঝতে পেরেছি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকা কতটা কষ্ট। আর কষ্টের সময়টা কেমন যায় সেটাও অনুভব করেছি।আমার মনে হয় পৃথিবীতে সৃষ্টিকর্তা ছাড়া কেউ আপন না। কারণ সৃষ্টিকর্তার কাছে চেয়ে আমি যা পাব অন্যের নিকট চেয়ে হতাশ হওয়া ছাড়া আর কিছুই নেই।তাইতো রীতিমত খোদার কাছে চেয়েছি এবং খোদা আমার ওপর রহমতে নাযিল করেছে আমাকে সুস্থ করে তুলেছে। তাই সেই অসুস্থতা নিয়ে আপনাদের মাঝে আমার স্বরচিত কবিতা "খোদার ভালোবাসা"। চলুন আর কথা না বাড়িয়ে কবিতাটিতে কি লিখেছি তা দেখে নেওয়া যাক।

সৃষ্টিকর্তার ভালোবাসা।

সায়মা আক্তার।

যুদ্ধ করছে সর্বক্ষণ
অনেকে বিছানায় শুয়ে,
অসুখ-বিসুখ সবি
সৃষ্টিকর্তার নিয়ামত বলে।
</cente

সৃষ্টিকর্তা যা রাখে ভাগ্যে
তাই জানি ভালো,
যতো রকমের অন্যের জীবনের,
খবর শুনি না কেন?
খোদার রহমত ছাড়া
জীবনে নেই আলো।

আমার মনে অনেক ব্যথা
কইবো আমি কি কথা?
পাড়া প্রতিবেশির কাছে
যা কইবো হাসবে তাতে,
তাই মনের ব্যথা মনে নিয়ে
আকুল প্রার্থনা করি
সৃষ্টিকর্তার কাছে,
যা চাই তাই পাই আমি
একটি সময় শেষে।

আমার ভাই আমার বোনেরা
তোমাদের মনের ব্যথা
অন্যের কাছে বলো না,
যদি বলতেই হয়
বলিও সৃষ্টিকর্তার কাছে।

আর যদি চাইতে হয় কিছু
চেয়ে নিও মহান সৃষ্টিকর্তার কাছে
এত পরিমাণ পাবে তোমরা
সৃষ্টিকর্তার ভালোবাসায়।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- স্বরচিত কবিতা পোস্ট "সৃষ্টিকর্তার ভালোবাসা"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

Sort:  
 12 days ago 

সৃষ্টিকর্তা মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করে। কখনো সুস্থ কখনো অসুস্থ যেটা অনেক বড় একটি নিয়ামত। সেজন্য এই পরীক্ষার ক্ষেত্রে ধৈর্য হারা হলে চলবে না । আজকে সেই বিষয়টি উপলব্ধি করে সৃষ্টিকর্তার ভালোবাসা সেটা আপনি কবিতার মাধ্যমে খুব সুন্দর ভাবে তুলে ধরলেন । আসলে ভিন্ন ভিন্ন চিন্তাভাবনার কবিতা লেখাগুলো আমার কাছে খুবই ভালো লাগে । আপনার লেখা কবিতাটি অনেক ভালো লাগলো।

 11 days ago 

আমার কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাই।

 11 days ago 

মনের দুঃখ মানুষের মাঝে ব্যস্ত করতে নাই। কারণ মানুষ কারো দুঃখ শুনে মর্মাহত হয় না বরঞ্চ হাসাহাসি করে। ঠিক তেমনি এক অনুভূতিতে গড়া আপনার লেখা আজকের কবিতা। কবিতা আবৃত্তি করে অনেক ভালো লেগেছে আমার। খুব সুন্দর লিখেছেন আপনি। কবিতার প্রতিটা লাইন আমার অনেক ভালো লেগেছে।

 11 days ago 

আপনার সুন্দর মন্তব্য পেয়ে। কবিতা লেখার প্রতি আগ্রহ অনেক গুন বেড়ে গেল।

 11 days ago 

আপনার কবিতাটা আবৃত্তি করতে আমার অনেক অনেক ভালো লাগলো আপু। মনের ব্যথা মানুষের মাঝে ব্যক্ত করার কোন লাভ নেই। বরঞ্চ সৃষ্টিকর্তা নিকট বললে সবচেয়ে বেটার হয়। কারণ একমাত্র সৃষ্টিকর্তা তার বান্দার মনের ভাব বুঝতে পারে।

 11 days ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।

আমাদের মাঝে অসাধারণ একটি কবিতা পোস্ট শেয়ার করেছেন সৃষ্টিকর্তার ভালোবাসা, কবিতাটি পড়ে আমি সত্যি মুগ্ধ হয়েছি। কবিতার প্রতিটি চরণ এর সঙ্গে প্রতিটি চরণের অনেক মিল ছিল। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।

 11 days ago 

আপনার কাছে কবিতা ভালো লাগছে লেগেছে। এটা আমার জন্য বড় পাওয়া।

 11 days ago 

সৃষ্টিকর্তার ভালোবাসা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে সৃষ্টিকর্তা আমাদের ভালবাসার কোন শেষ রাখেনি। আর এই ভালোবাসার মুহূর্ত গুলো আপনি খুবই সুন্দরভাবে কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো।

 11 days ago 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে কাজে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 11 days ago 

একদম মনের কথা দিয়ে লেখা আপনার কবিতা। আমাদের সবার মনে কম বেশি দুঃখ বেদনা থেকে থাকে। অন্যের মাঝে প্রকাশ করার মধ্য দিয়ে হালকা হওয়া যায়। তবে আমরা অনেক সময় মানুষের মাঝে ব্যক্ত করলে যেন হাসির পাত্র হয়ে যায়। হয়তো কিছু কথা এমন মানুষের মাঝে ব্যক্ত করতে হবে যারা সে বিষয়গুলো শুনে মর্মাহত হয় এবং নতুন কোন পরামর্শ দিতে পারে ভালো। আর তেমন মানুষ যদি না থাকে তাহলে মহান সৃষ্টিকর্তা নিকটেই জানানো ভালো মানুষের কাছে না।

 11 days ago 

গঠনমুলক মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

 11 days ago 

আপনার আজকের কবিতা লেখার টপিকটা সত্যি খুবই সুন্দর ছিল। সুস্থতা হচ্ছে এই সৃষ্টিকর্তা দেওয়া সব থেকে বড় একটা নিয়ামত। আমরা অসুস্থ হলেই বুঝতে পারি সুস্থতা আমাদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ। আসলে মানুষের কাছে কোন কিছু না চেয়ে সৃষ্টি কর্তার কাছে চাওয়াই ভালো। কবিতার প্রত্যেকটা লাইনের মাধ্যমে আপনি সৃষ্টিকর্তার ভালোবাসাকে তুলে ধরেছেন যেটা অনেক বেশি ভালো লেগেছে পড়তে। এত সুন্দর করে একটা কবিতা লিখেছেন ছন্দ মিলিয়ে, লিখে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 11 days ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে কাজে গতি বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 11 days ago 

আপু আপনি কিন্তু অনেক সুন্দর কবিতা লিখেন যেগুলো অনেক সুন্দর হয়। আমি কবিতা লিখতে খুব ভালোবাসি, এমনকি কবিতা পড়তেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সুন্দর কবিতা গুলো যতই পড়ি ততই পড়তে ইচ্ছে করে। সৃষ্টিকর্তা কখনো আমাদেরকে হতাশ করেন না। তিনি যা করেন ভালোর জন্যই করে থাকেন। আপনার লেখা সৃষ্টিকর্তার ভালোবাসা কবিতাটা একেবারে মন ছুঁয়ে গিয়েছে। কবিতার লাইন গুলোর মধ্যে আপনি বাস্তবতাকে তুলে ধরেছেন। আমার খুব ভালো লেগেছে কবিতার লাইনগুলো।

 11 days ago 

উৎসাহ মূলত মন্তব্য করে কাজের গতি বাড়িয়ে দেয়ার জন্য ধন্যবাদ ভাই।

 11 days ago 

আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।সৃষ্টিকর্তার ভালোবাসা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। মানুষ অসুস্থ থাকলে বুঝা যায় সুস্থতা হচ্ছে কত বড় নেয়ামত। আর আল্লাহর নেয়ামতের নিচের সবকিছু। তবে আপনার কবিতার ভাষা সত্যি অসাধারণ। এই ধরনের কবিতাগুলো বারবার পড়তে মন চায়। খুব সুন্দর করে সৃষ্টিকর্তার ভালোবাসা কবিতাটি লিখে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 11 days ago 

আমার কবিতা আপনার ভালো লাগে এটা শুনে অনেক ভালো লাগলো ভাই।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64143.01
ETH 3154.83
USDT 1.00
SBD 3.86