স্বরচিত কবিতা |||| ভেজা চোখ।

in আমার বাংলা ব্লগlast month
হ্যালো বন্ধুরা ও আমার প্রিয় বাংলা ব্লগের ভাই বোনেরা আশা করছি সকলে পরিবারকে নিয়ে সুস্থভাবে দিন যাপন করছেন।আমি আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।

woman-2196323_1280.webp
source

আমি প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে আমার স্বরচিত কবিতা নিয়ে হাজির হতে।কবিতা লিখতে আমার অনেক ভালো লাগে। অনেক আগে থেকে দুই এক কলম লিখতাম।সেই লেখা আর শেষ করিনি আজও।কখনো খাতার মাঝে কখনো খাতার শেষে আবার কখনো খাতার উপরের এক কোনায় প্রায়ই লিখতাম বিভিন্ন ছন্দ মিলিয়ে।এই কবিতা লেখার জন্য অনেক সময় বকাও খেয়েছি। লিখতে কেন জানি আমার অনেক বেশি ভালো লাগে।একটি গল্প অতি সহজে বিস্তারিত ভাবে লেখা যায়।কিন্তু কবিতা লিখতে হয় সেই গল্পটি কেন্দ্র করে সামান্য কথায়।কল্পনা ও বাস্তবতা কে নিয়ে কবিতা লেখা হয়।তবে কিছু কিছু সময় কল্পনায় ডুবে থাকতে অনেক ভালো লাগে।মনে হয় কল্পনার ভাবনাগুলো যদি সত্যি হতো।তবে বাস্তবতা অনেক কঠিন।সেই জন্য কল্পনার রঙ্গে রঙিন হতে ইচ্ছে হয়।

আমি কবি নই তারপরও দুই এক কলম লিখে যাই আপনাদের মাঝে।আমার কবিতাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার লেখা স্বার্থক।আমার স্বরচিত কবিতার নাম "ভেজা চোখ"।দুজন দুজনাকে ভালোবাসা প্রকৃত ভালোবাসা আর ভালোবাসার মধ্যে বিশ্বাস ও আস্থা থাকলে সেই ভালোবাসা কখনো ভেঙ্গে যায় না।কিন্তু একতরফা ভালোবাসা কখনো টিকে না।আর তখনই একজন প্রেমিকার মনে কষ্টের সীমা থাকে না।আর সেজন্যেই চোখের অশ্রু ঝরে তার প্রিয় মানুষটির জন্য।চলুন আর কথা না বাড়িয়ে আমার স্বরচিত কবিতাটি দেখে নেওয়া যাক।

ভেজা চোখ।

সায়মা আক্তার।

ভেজা চোখের অশ্রু
যেন শ্রাবণ ধারায় ঝরছিল,
যা কিছু বলার ছিল
সব কথাগুলো অজানা রয়ে গেল।

মনের ভিতর কোথায় যেন,
কষ্টের কথা অজান্তেই
হচ্ছিল মনে পুরনো এলবাম থেকে
এ কেমন কষ্টে রেখেছ তুমি
শুধু ঝরে দুচোখের শ্রাবণে।

এ কেমন যন্ত্রণা ?
সহ্য করা তো আর যায় না,
শুধু দু চোখে ভেজা অশ্রু
নীল আকাশের কালো মেঘ
কখনো অন্ধকারে হারিয়ে যাচ্ছে,
আবার কখনো ঝরছে শ্রাবণে
হৃদয় আজ বড়ই বেদনা দায়ক,
যার জন্য এক বুক
স্বপ্ন ও আশা ছিল,
সে কিনা সব ভেঙে দিলো।

যে ভাষায় ছিল কত মায়া,
যে ভাষায় আমি হারিয়ে যেতাম
আমার নিজ অজানায়
আজ তোমার সেই চোখে বিষাক্ত প্রেম।

চোখ ও মনের ভাষায়
ছিল অনেক আনন্দ,
চোখের ভাষা বোঝা অনেক সহজ,
আর মনের ভাষা
বোঝা অনেক কঠিন।

তাইতো আজও
তোমার মনের ভাষা
আমি পারিনি বুঝতে,
নয়ন আমার আজও ভেজা অশ্রুতে।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- স্বরচিত কবিতা "ভেজা চোখ"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার হাজার ব্যস্ততার মাঝেও সময় বের করে আমার এই পোস্টটি পড়ে এবং সুন্দর মতামত প্রদান করে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ।

🇧🇩🇧🇩আজকের মত বিদায়🇧🇩🇧🇩

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

Sort:  
 last month 

আপনি অনেক সুন্দর কবিতা লিখেছেন আপু। আপনার লেখা কবিতা আবৃত্তি করতে বেশ ভালো লেগেছে আমার। মাঝেমধ্যে এমন সুন্দর সুন্দর কবিতা লিখলে মনের ভাব যেমন প্রকাশ করা যায়, ঠিক তেমনি কবিতা লেখার প্রতিভা বেড়ে চলে।

 last month 

আপনার মন্তব্যটি পড়েও মন ভরে গেল।কারণ এত সুন্দর মন্তব্য পড়লে লেখার আগ্রহ দ্বিগুণ হয়ে যায়।

 last month 

আপনার সাথে এই কথায় একমত হ্যাঁ গল্প লিখতে গেলে সহজ চিন্তা ধারায় একটি গল্প শেষ করা যায় কিন্তু কবিতা লেখার ক্ষেত্রে বিষয়টা ব্যতিক্রম। যে টপিক নিয়ে লিখবেন সেটা নিয়ে ভাবতে হবে। যাই হোক চমৎকার কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

 last month 

প্রকৃত ভালোবাসা বিশ্বাস ও আস্হার মাধ্যমে সার্থক হয়। আপনি ভালোবাসা মানুষ কে নানা অনুভূতি শেয়ার করেছেন আপনার কবিতার মাধ্যমে।ভেজা চোখ নামক কবিতাটি অনেক সুন্দর হয়েছে।অনেক ধন্যবাদ আপু চমৎকার একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 last month 

উৎস মূলক মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।

 last month 

অনেক সুন্দর কবিতা লিখেছেন তো আপু। এমন বিরহের কবিতাগুলো আমার কাছে ভালো লাগে আবৃত্তি করতে। কবিতা লেখার প্রত্যেকটা লাইন কিন্তু আমার কাছে বেশ চমৎকার লেগেছে। আপনার কবিতা লেখার দক্ষতা আমাকে মুগ্ধ করলো। আশা করব এভাবে সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন এবং কবিতা আবৃত্তি করার সুযোগ করে দিবেন।

 last month 

মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।

 last month 

আপনার কবিতাগুলো আমার খুবই ভালো লাগে। কবিতার ভাষাগুলো অসাধারণ ছন্দে অনেক মিল পাওয়া যায়। আজকে খুবই সুন্দর একটি কবিতা লিখলেন মএই ভেজা চোখ কবিতাটি পড়ে সত্যি আমার অনেক বেশি ভালো লেগেছে।

 last month 

আমার কবিতা আপনার ভালো লাগে জেনে অনেক ভালো লাগলো ভাই।

 last month 

আপনার লেখা কবিতাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে দুজনের তরফ থেকে একই রকম ভালোবাসা হলে, সেই ভালোবাসাটা প্রকৃত হয় আর সেই ভালোবাসা সব থেকে বেশি সুন্দর। শুধু ভালোবাসার সম্পর্কের মধ্যে না, প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই বিশ্বাসটা থাকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বাস না থাকলে কোন সম্পর্কই বেশিদিন টিকে থাকবে না। আর ভালোবাসার সম্পর্কে যদি বিশ্বাসটা সবথেকে বেশি থাকে, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত সেই সম্পর্ক টিকে থাকে। আর যদি একতরফা ভালোবাসার কথা বলা হয় তাহলে তো বলবো, এটা মানুষকে সব থেকে বেশি কষ্ট দেয়। কারণ একতরফা ভালোবাসা হয় না কখনো। অনেক সুন্দর করে লিখলেন কবিতাটা পড়ে ভালো লাগলো।

 last month 

আপনার কথাগুলোর সঙ্গে আমি একমত আপু।

 last month 

আপনি প্রতি সপ্তাহে একটা করে কবিতা পোস্ট করেন জেনে খুবই ভালো লাগলো। আপনার কবিতা গুলো দারুণ হয়েছে আপু।এইরকম কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপু এতো সুন্দর কবিতা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

আমার কবিতা আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাই।

 last month 

আপনি অনেক ভালোবাসার মানুষের মনের কথাকে এই কবিতার মধ্যে তুলে ধরেছেন, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে পড়ে। ভালোবাসার সম্পর্কে যদি বিশ্বাসটা না থাকে তাহলে সেই সম্পর্ক বেশিদিন টিকেই থাকে না। তাই একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য বিশ্বাস থাকা বেশি জরুরী। এরকম অনেক মানুষ রয়েছে একতরফা ভালোবেসে যায়, কিন্তু অনেক কষ্টে থাকে তারা। তখন সেই মানুষটা তিলে তিলে কষ্ট পায়। আপনার এই কবিতাটা লেখার টপিকটা আমার কাছে অনেক ভালো লেগেছে।

 last month 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 29 days ago 

কবিতা পড়তে আমি অনেক ভালবাসি। সবসময় কবিতা পড়ার চেষ্টা করি। আমাদের কমিউনিটির সকলেই ভিন্ন ভিন্ন ধরনের কিছু কবিতা শেয়ার করে আসছেন৷ আজকেও ভিন্ন ধরনের একটি কবিতা আপনার কাছ থেকে পড়তে পারলাম এবং খুব সুন্দর ভাবে আপনি এই কবিতাটি তৈরি করেছেন৷ এবং লাইনের সামঞ্জস্যতায়া খুব ভালোভাবেই রেখেছেন৷ এর মধ্যে এই যেই লাইনগুলো আমার একটু বেশি ভালো লেগেছে সেই লাইনগুলো হলো :

চোখ ও মনের ভাষায়
ছিল অনেক আনন্দ,
চোখের ভাষা বোঝা অনেক সহজ,
আর মনের ভাষা
বোঝা অনেক কঠিন।

 29 days ago 

আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাই।

 29 days ago 

আপনি বরাবরই অনেক সুন্দর কবিতা লিখেন আপু। আপনার কবিতাগুলো আমার খুবই পছন্দ হয় বিশেষ করে যখন আপনি সেগুলো আবৃত্তি করেন। এই কবিতাটাও খুবই সুন্দর ছিল। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 28 days ago 

আমার কবিতা আবৃত্তি আপনার ভালো লাগে জেনে অনেক ভাল লাগল।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67768.16
ETH 3769.63
USDT 1.00
SBD 3.48