ডাই পোস্টঃক্রিসমাস উপলক্ষ্যে শুভেচ্ছা কার্ড তৈরি।

in আমার বাংলা ব্লগ13 days ago

ক্রিসমাস এর শুভেচ্ছা।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সব সময় যেনো ভালো থাকেন। আজ ১০ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ,শীতকাল। ২৫শে ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

m-3.jpg

m-8.jpg

আজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন।খ্রিস্টান ধর্মাবলম্বীরা যথাযথ মর্যাদায় পালন করছেন এই দিনটি। বড় দিনে সবাইকে শুভেচ্ছা জানাতে আজ একটি কার্ড তৈরি করেছি।বিভিন্ন উৎসব এ কার্ড দিয়ে শুভেচ্ছা জানানো হয়। যেহেতু আজকাল সেই প্রথা অনেকটাই কমে এসেছে মোবাইল এর কারনে। তবুও কার্ড দিয়ে শুভেচ্ছা জানানোর মধ্যে অন্য রকম এক ভালো লাগা কাজ করে।বন্ধুরা নিয়মিত ব্লগিং এ আজ সেই শুভেচ্ছা কার্ড বানানোর পদ্ধতি আজ আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের ভালো লাগবে। কার্বাডটি বানাতে আমি আমি উপকরণ হিসাবে ব্যবহার করেছি রঙ্গিন কাগজ সহ আরও কিছু উপকরণ।তাহলে আর দেরি না করে চলুন দেখে নেই শুভেচ্ছা কার্ড তৈরির বিভিন্ন ধাপ সমূহ।

উপকরণ

m-31.jpg

m-1.jpg

১। রঙ্গিন কাগজ
২।গাম
৩।কাঁচি
৪।বিভিন্ন রং এর জেল পেন

কার্ড তৈরির ধাপ সমুহ

ধাপ-১

m-28.jpg

m-29.jpg

m-30.jpg

প্রথমে A4 সাইজের সাদা কাগজ মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছে কার্ড তৈরি করার জন্য।

ধাপ-২

m-26.jpg

m-24.jpg

সবুজ রং এর কাগজ জিকজাকভাবে ভাঁজ করে নিয়েছি ক্রিসমাস ট্রি বানানোর জন্য। এবার ভাঁজ করা কাগজটি বিভিন্ন সাইজের কেটে নিয়েছি।

ধাপ-৩

m-23.jpg

m-21.jpg

m-20.jpg

m-19.jpg

ভিতরের দিকে লাল রং এর কাগজ গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। তার উপর কেটে নেয়া সবুজ কাগজের টুকরোগুলো ছোট থেকে বড় এভাবে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। একইভাবে গাম দিয়ে অন্য পাশও লাগিয়ে নিয়েছি।

ধাপ-৪

m-18.jpg

m-17.jpg

এবার ব্রাউন রং এর কাগজ চিকন করে কেটে নিয়েছি ক্রিসমাস ট্রি ডাল বানানোর জন্য। এই কাটা অংশ ক্রিসমাস ট্রি সাথে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৫

m-16.jpg

m-15.jpg

হলুদ রং এর কাগজ থেকে তারা কেটে নিয়ে তা গাম দিয়ে ক্রিসমাস ট্রির উপরের লাগিয়ে দিয়েছি।

ধাপ-৬

m-14.jpg

এবার সাদা জেল পেন দিয়ে কিছু ডিজাইন এঁকে নিয়েছি। যাতে দেখতে সুন্দর লাগে।

ধাপ-৭

m-13.jpg

m-12.jpg

m-11.jpg

লাল ও হলুদ রং এ কাগজ চিকন করে কেটে কার্ড এর উপরে দু'পাশে গাম দিয়ে লাগিয়ে দিয়েছি। সেই সাথে মেরি ক্রিসমাস লিখে দিয়েছি গোলাপী রং এর জেল পেন দিয়ে। এবং কিছু ডিজাইন করে নিয়েছি কার্ড বানানো শেষ করেছি।

উপস্থাপন

m-4.jpg

m-7.jpg

m-5.jpg

আশাকরি আজকে রঙ্গিন কাগজ দিয়ে বানানো ক্রিসমাস কার্ডটি আপনাদের ভালো লেগেছে।আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন ধরনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ দুপুর।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই
ক্যামেরাSamsung Galaxy A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ২৫শে ডিসেম্বর, ২০২৪ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

Sort:  
 13 days ago 

আপু আপনি ক্রিসমাস উপলক্ষ্যে খুব সুন্দর একটি শুভেচ্ছা কার্ড বানিয়েছেন। আপনার এই কার্ড খুব সুন্দর হয়েছে। কার্ডের মাঝখানে খুব সুন্দর একটি ক্রিসমাস ট্রি লাগিয়েছেন। এই ধরনের শুভেচ্ছা কার্ড বানাতে যথেষ্ট সময়ের প্রয়োজন। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।

 10 days ago 

ঠিক তাই এই ধরনের কার্ড তৈরি বেশ সময় সাপেক্ষ। কিন্তু বানানোর পর দেখতে বেশ ভালো লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 13 days ago 

ক্রিসমাস উপলক্ষে তৈরি করা কার্ড খুবই সুন্দর হয়েছে আপু। এই ধরনের কার্ড গুলো দেখতে অনেক ভালো লাগে। অসাধারণ একটি কার্ড তৈরি করে শেয়ার করেছেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু।

 11 days ago 

জি আপু কার্ডটি দেখতে বেশ সুন্দর হয়েছে ।ধন্যবাদ আপু।

 13 days ago 

ক্রিসমাস ডে উপলক্ষে খুব সুন্দর একটা শুভেচ্ছা কার্ড রয়েছে। ক্রিসমাস ট্রি টা খুব সুন্দর লাগছে দেখতে। দারুন হয়েছে আপনার আজকের ডাই প্রজেক্ট। আপনাকে অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা কার্ড তৈরি করে শুভেচ্ছা জানানোর জন্য।

 11 days ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 13 days ago 

দারুন তো আপু ক্রিসমাস উপলক্ষে দারুণভাবে ক্রিসমাস ট্রি তৈরি করেছেন। কার্ড এর ওপরে যতটা সুন্দর তার থেকে আমার বেশি ভালো লাগলো ভেতরের ডিজাইন টা। খুবই সুন্দরভাবে সময় নিয়ে আপনি পোস্ট তৈরি করেছেন দেখে বোঝা যাচ্ছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 11 days ago 

আমারও ভিতরের ডিজাইনটি বেশি ভাল লেগেছে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 13 days ago 

আপু আপনি দারুন একটি শুভেচ্ছা কার্ড বানিয়েছেন ক্রিসমাস ডে উপলক্ষে। ক্রিসমাস ট্রি দেখতে এতই সুন্দর হয় আর আপনি সেটা কি কার্ডের মধ্যে ফোল্ডের মতো করে রেখেছেন। যখনই কার্ড খোলা হবে ট্রিটা সুন্দরী লুক দেবে তাই তো। খুবই সুন্দর হয়েছে।

 11 days ago 

জি আপু কার্ড খুললেই ক্রিসমাস ট্রি তৈরি হয়ে যাবে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 13 days ago 

বিশেষ দিনে বিশেষ কিছু তৈরি করলে ভীষণ ভালো লাগে। আপু আপনি আজ ক্রিসমাস উপলক্ষ্যে শুভেচ্ছা কার্ড তৈরি করলেন। শুভেচ্ছা কার্ডটি খুবই সুন্দর হয়েছে।ধন্যবাদ আপু রঙিন কাগজ দিয়ে সময় নিয়ে সুন্দর এই কার্ডটি শেয়ার করার জন্য।

 11 days ago 

বিশেষ বিশেষ দিনে ভিন্ন ভিন্ন ডিজাইন এর কার্ড বানাতে বেশ ভাল লাগে সকলকে শুভেচ্ছা জানতে। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 13 days ago 

ক্রিসমাস ডে উপলক্ষে অনেক সুন্দর শুভেচ্ছা কার্ড তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। একাধিক রঙিন কাগজ ব্যবহার করে তৈরি করেছেন তাই অনেক সুন্দর হয়েছে।

 10 days ago 

কাগজের কোন কিছু বানাতে বিভিন্ন রং এর কাগজ ব্যবহার করলে দেখতে সুন্দর হয়। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 13 days ago 

Daily Task

dt1.png

dt2.png

dt7.jpg

 13 days ago 

ক্রিসমাস উপলক্ষ্যে শুভেচ্ছা কার্ড তৈরি খুবই সুন্দর হয়েছে, দেখতে পেয়ে মুগ্ধ হলাম।আপনার দক্ষতা সত্যিই অসাধারণ।

 10 days ago 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 12 days ago 

কি দারুণ বানিয়েছেন আপু ডাই ক্রিসমাস উপলক্ষ্যে শুভেচ্ছা কার্ড তৈরি।অসাধারণ সুন্দর হয়েছে আপনার বানানো কার্ড টি।ধাপে ধাপে রঙ্গিন কাগজ দিয়ে ক্রিসমাস উপলক্ষে শুভেচ্ছা কার্ড তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

 10 days ago 

অনেক ধন্যবাদ আপু।