ক্লে পদ্নপুকুর❤️
হ্যালো,
আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদেরকে সাথে ভাগ করে নেবো ক্লে দিয়ে চমৎকার সুন্দর একটি পদ্ম পুকুর বানানো পদ্ধতি।
বেশ কিছু দিন থেকেই ভাবছিলাম ক্লে দিয়ে পদ্ম পুকুর বানাবো।ক্লে দিয়ে কিছু বানাতে বেশ ভালোই লাগে।কিছু বানাতে গিয়ে কোন ভুল ত্রুটি হলে ভেঙ্গে আবারও বানানো যায়।তবে তার নিদিষ্ট সময় আছে বেশি দেরি করে বানালে আবার ক্লে শক্ত হয়ে যায় তখন আর সম্ভব হয় না বানানো।
পদ্ন পুকুর বানানোর জন্য প্রথম একদিন বসেছিলাম কিন্তুু বানাতে পারিনি কারণ সবুজ কালারের ক্লে খুজে পাইনি।এরপর দিন ক্লে কিনতে গিয়েছিলাম এবং সবুজ ক্লে কিনে এনে পদ্নপুকুর বানাতে বসেছি এবং বানিয়েছি।
আমার মেয়ে আমাকে হেল্প করার জন্য ব্যাস্ত হয়ে গেলে কিন্তুু যেহেতু ফটোগ্রাফি করতে হচ্ছে তাই তার হেল্পটাকে বিরক্ত মনে হলো এবং তাকে আলাদা করে বানাতে দিলাম ক্লে পদ্ন পুকুর। সে তার মতো করে বানাতে থাকলো এবং আমিও আমার মতো করে বানালাম আর ফটোগ্রাফি করলাম আপনাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
তো চলুন
ক্লে |
---|
কার্ডবোর্ড |
বুদ্ধি🙂 |
ক্লে টুলস্ |
প্রথম ধাপ
প্রথমে কার্ডবোর্ড গোল করে কেটে নিয়েছি।
দ্বিতীয় ধাপ
এখন কার্ডবোর্ড টি নীল কালারের ক্লে দিয়ে। নীল কালারের ক্লে দেয়াতে জল জল লাগছে।
তৃতীয় ধাপ
এখন ক্লে লাগানো গোল কার্ডবোর্ডের সাইডে কালো ক্লে দিয়ে পাথর বানিয়ে নিয়েছি।
চতুর্থ ধাপ
এখন সবুজ ক্লে দিয়ে পদ্ন পাতা বানিয়ে নিয়েছি।
পঞ্চম ধাপ
পাতা গুলো বানিয়ে বসিয়ে দিয়েছি ক্লে দিয়ে আগে থেকে বানানো পদ্নপুকুরের মাঝে।
ষষ্ঠ ধাপ
এখন সবুজ ক্লে দিয়ে পদ্ন ফুলের কলি বানিয়ে নিয়েছি ও পদ্নপুকুরে বসিয়ে নিয়েছি।
সপ্তম ধাপ
এখন প্রথমে হলুদ ক্লে। হলুদ ক্লে দিয়ে পদ্মফুলের মাঝের পদ্নখোচা বানিয়েছি এবং পছন্দ ফুলের পাপড়ি বানিয়ে পদ্ন খোঁচার চারদিকে বসিয়ে দিয়েছি।
অষ্টম ধাপ
এখন একে একে পদ্নফুল গুলো বানিয়ে পুকুরে বসিয়ে দিয়েছি পাতাট উপরে।পাতার উপরে বসানোর কারণে একদম পদ্নপুকুরে জলে যে ভাবে পদ্নফুল থাকে ঠিক সেরকম লাগছে দেখতে।
নবম ধাপ
এখন গোলাপি কালারের ক্লে দিয়ে পদ্ন ফুলের কলি বানিয়েছি ও তা আগে থেকে বানিয়ে রাখা পদ্নকলির ডালে বসিয়ে দিয়েছি।
দশম ধাপ
এখন পদ্নপুকুরের জন্য একটি হাঁস বানিয়েছি ও তা পদ্নপুকুরে বসিয়ে দিয়েছি।
একাদশ ধাপ
এখন পুরাপুরি ভাবে পদ্নপুকুর টি বানানো সম্পূর্ণ হয়ে গেছে।
ফাইনাল লুক
এই ছিলো আমার আজকের চমৎকার সুন্দর একটি পদ্নপুকুর বানানোর পদ্ধতি।
আশা করছি আপনাদের ভালো লাগবে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | ডাই ক্লে |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
আরে বাহ্, আপনি তো দেখছি ক্লে ব্যবহার করে অনেক সুন্দর একটা পদ্ম পুকুর তৈরি করেছেন। আপনার তৈরি করা এই পদ্মপুকুর দেখতে আমার কাছে জাস্ট চমৎকার লেগেছে। পদ্মফুলগুলো সুন্দরভাবে তৈরি করা হয়েছে। যার কারণে দেখতে বাস্তবিক মনে হচ্ছিল। পুরোটা নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তৈরি করেছেন দেখেই বুঝতে পেরেছি।
ধন্যবাদ আপু
চমৎকার পদ্মপুকুর বানিয়েছেন আপনি ক্লে দিয়ে। কিছুদিন আগে যখন প্লে দিয়ে বর্ষার থিম বানানোর প্রতিযোগিতা হয়েছিল সেখানে আমি একটি বানিয়েছিলাম এরকম তবে একটি মাত্র পদ্ম ফুল দিয়ে। আপনারটা খুব উজ্জ্বল লাগছে দেখতে।
হ্যাঁ দেখেছিলাম আপনার পদ্নপুকুর সুন্দর ছিলো।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
ক্লে ব্যবহার করে এতো সুন্দর পদ্নপুকুর তৈরি করা যায় তা আসলে আমার জানা ছিল না। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্লে ব্যবহার করে পদ্মপুকুর তৈরি করেছেন।আর বিশেষ করে পদ্মপুকুরের পদ্মফুল গুলো অসাধারন হয়েছে। আপনি বেশ দারুন ভাবে পদ্মপুকুর তৈরি সম্পন্ন করেছেন।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
ক্লে দিয়ে খুব সুন্দর একটা পদ্মপুকুর তৈরি করেছেন। পদ্মফুলগুলো বেশ ভালো লাগছে দেখতে। পদ্মপুকুরটা চমৎকার হয়েছে আপু। অনেক সময় নিয়ে এটা তৈরি করেছেন নিশ্চয়ই। এত সুন্দর একটা ডাই প্রোজেক্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
সত্যি পদ্মপুকুরটা সুন্দর লাগছে।
দারুন একটি পদ্মপুকুর বানিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন। ক্লে দিয়ে তৈরি পদ্মপুকুরটি দেখতে ভারী সুন্দর লাগছে। ক্লে দিয়ে এতো সুন্দর পদ্মপুকুর তৈরি করার জন্য অনেক ধৈর্যের দরকার সাথে দক্ষতারও প্রয়োজন রয়েছে। আপনার তৈরি পদ্মপুকুরটি দেখে বেশ ভালো লাগলো। প্রত্যেকটি ধাপ সুন্দর ভাবে বর্ণনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিক ধৈর্য ও দক্ষতা দরকার এই কাজে।
পদ্ম পুকুরের পদ্মফুল দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আপু। আর পুকুরটা একেবারে ফুলে ফুলে ভরে উঠেছে। এই ধরনের কাজগুলো করতে অনেকটা সময় লাগে। আপনি চমৎকারভাবে এই সুন্দর পদ্মপুকুর তৈরি করেছেন আপু। খুবই ভালো লাগলো দেখে।
ঠিক বলেছেন সময় লাগে এই কাজ করতে।
বাহ, আপু আপনি তো ক্লে দিয়ে অসাধারণ জিনিস তৈরি করেছেন। আপনার তৈরি করা পদ্মপুকুর দেখে মুগ্ধ হয়ে গেলাম। নীল পানির মধ্যে গোলাপী রঙের পর্দা ফুলগুলো ফুটে আছে দেখতে চমৎকার লাগছে। খুব সুন্দর একটি পোস্ট আজকে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন আপু ধন্যবাদ।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
আপনি কিন্তু দারুণ একটি পোস্ট শেয়ার করেছেন আপু। যেখানে ক্লে দিয়ে দারুন একটি পদ্মপুকুর তৈরি করে দেখেছেন আমাদের। আপনার এই পদ্মপুকুর তৈরি করা দেখে ভালো লাগলো আমার। অনেক সুন্দর হয়েছে ফুলগুলো দেখতে।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
দারুন একটি আইডিয়া প্রকাশ করেছেন আপনি। ক্লে দিয়ে পদ্মপুকুর তৈরি করে দেখিয়েছেন। বেশ দারুণ হয়েছে আপনার এই কারু কাজ। হয়তো এত সুন্দর ভাবে কাজ সম্পন্ন করতে অনেক সময় ব্যয় হয়েছে। তবে নতুন কিছু তৈরি করে দেখিয়েছেন দেখে মুগ্ধ হলাম।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
ক্লে দিয়ে পদ্নপুকুর তৈরি অসাধারণ হয়েছে। দেখে খুবই ভালো লাগলো আমার। আপনি খুবই দক্ষতার সাথে সুন্দর ভাবে এই পোস্টটি তৈরি করেছেন। পদ্মপুকুর খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
ধন্যবাদ আপনাকে আমার পোস্টে সুন্দর মন্তব্য করেছেন জন্য।