আমার স্বরচিত অনুভূতির কবিতা -- ❤️❤️ " ভালোবাসার টান " ❤️❤️
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি স্বরচিত অনুভূতির কবিতা নিয়ে হাজির হয়েছি।আশাকরি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার স্বরচিত অনুভূতির কবিতাঃ
কানভা দিয়ে তৈরি
বন্ধুরা,আজ নিজের লেখা একটি অনুভূতির কবিতা নিয়ে হাজির হয়ে গেলাম।প্রতিনিয়ত নানা রকমের অনুভূতি নিয়ে কবিতা আমি শেয়ার করে থাকি।আজ বিরহের কবিতা নিয়ে হাজির হয়ে গেলাম।কবিতা লিখতে হলে স্থির মন ও অনুভূতি প্রখর হতে হয়।নয়তো কবিতা লেখা সম্ভব হয় না।বিরহের কবিতা লিখতে কিংবা পড়তে ভীষণ ভালো লাগে আমার।তাইতো আমার কবিতা গুলো বেশীর ভাগ ই বিরহের হয়ে থাকে।প্রতিবারের মতো আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।
কবিতা আজ লিখতে যেমন ভালো লাগে ঠিক তেমনি পড়তে ও ভীষণ ভালো লাগে।তাইতো প্রতিনিয়ত নতুন নতুন কবিতা আমি লিখে চলেছি।আমার লেখা কবিতা আপনাদের ভালো লাগে বলেই নিত্য নতুন কবিতা আমি লিখে চলেছি।আমার কবিতা গুলো আমি সহজ ও সাবলীল ভাষায় লেখার চেষ্টা করে যাচ্ছি।আশাকরি প্রতিবারের মতো আজকের লেখা এই অনুভূতির কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার আজকের অনুভূতির কবিতাটির নাম " ভালোবাসার টান"।ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলে বিরহ অনুভূতি নিয়ে কিছু অনুভূতি এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।প্রিয় মানুষটি পাশে থাকা অবস্থায় আমরা তাকে মনের অনুভূতি জানাতে পারিনা।ভালোবাসার মানুষটিকে হারিয়ে তার স্মৃতি নিয়ে বেঁচে থাকা এ যেনো এক কষ্টের অনুভূতি।এই অনুভূতি চাইলেও ভুলে থাকা যায় না।কখনো যদি পথের ধারে এই মানুষটির সাথে দেখা হয়ে যায় তখন মনের চোখ দিয়ে তাকে দেখে দেখে মনটা ভরিয়ে নিতে এই মন সব সময় চাইবে।
আসুন,আর দেরী না করে কবিতাটি আবৃত্তি করে আসি-
কবিতার নাম - " ভালোবাসার টান "
লেখা-শিমুল আক্তার
ভালো নেই মন যে আমার
ভাবনাতে আজ আছো মিশে
কত শত স্মৃতি গুলো
ভিড় করেছে মনের মাঝে।
ইচ্ছে হলেও পাই না কাছে
হারিয়ে গেছো আজ অজানায়
ভালোবাসি বলতে গিয়ে
বলা হয়নি কখন ও তোমায়।
যেথায় আছো ভালো থেকো
এই কামনা শুধু করি
আড়ালে গিয়ে আছো মিশে
হৃদয় জুড়ে তুমি আমার।
কখনও যদি মেঘলা দিনে
আকাশে কালো আঁধার নামে
ভেবে নিও সেদিন তুমি
ভাবছি বসে তোমায় প্রিয়।
চলতে পথে হঠাৎ করে
হয় যদি দেখা তোমার সনে
দুচোখ দিয়ে দেখবো তোমায়
ভালোবাসার মায়ার টানে।
আজ আর নয়।আশাকরি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।আবার নতুন কোন কবিতা অন্য কোন অনুভূতি নিয়ে লিখব আশাকরি।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনি | কবিতা |
---|---|
ফটোগ্রাফির জন্য ডিভাইস | samsungA20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভালোবাসার টান কবিতাটি পড়ে খুবি ভাল লেগেছে আমার। এতো সুন্দর একটি ভালোবাসা কবিতা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
X-promotion
আপনার স্বরচিত কবিতা পড়ে খুব ভালো লাগলো আপু। কবিতার প্রতিটি লাইন বেশ দুর্দান্ত হয়েছে। প্রিয়জনের প্রতি ভালোবাসার অনুভূতি কবিতা প্রকাশ করেছেন। বিশেষ করে এই লাইন গুলো আমার কাছে খুব ভালো লেগেছে।
ধন্যবাদ আপনাকে আপু, এতো সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালোবাসা হৃদয়ের এক অদ্ভুত অনুভূতি। ভালোবাসা টানে হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। আপু আপনি দারুন কবিতা লিখেছেন। এর আগেও আপনার লেখা কবিতা অনেক পড়া হয়েছে। অসাধারণ হয়েছে কবিতার লাইনগুলো।
সুন্দর ও সাবলীল মন্তব্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
ভালোবাসার কবিতা গুলো পড়তে অনেক বেশি ভালো লাগে আমার। আপনি অসাধারণ একটা কবিতা লিখেছেন। এই কবিতার ছন্দে অনেক মিল রয়েছে। শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালোবাসার মানুষ হারিয়ে যাওয়ার মত দুঃখ কোথায় পৃথিবীতে আর কিছুই নেই। এবং স্মৃতি আঁকড়ে বেঁচে থাকাটা আরোই কঠিন। আপনার কবিতাটি পড়তে পড়তে মনটা খারাপ হয়ে গেল। কিছু কবিতা এমনই হয়।
বিরহ নিয়ে লিখতে সব সময় ভালো লাগে আমার। মন খারাপের কিছু নেই দিদি।বিরহের মাঝেই সত্যিকারের ভালোবাসা লুকিয়ে থাকে। ধন্যবাদ জানাচ্ছি মন্তব্য শেয়ার করার জন্য।
ভালোবাসা নিয়ে আপনি একটি দারুণ কবিতা লিখে আমাদের সঙ্গে শেয়ার করলেন। আসলে ভালোবাসা এমনই এক মনের নরম অনুভূতি। আর সেই অনুভূতি যতই প্রকাশিত হয় ততই মানুষের মনে নতুন নতুন অনুভবের প্রকাশ পায়। আপনার কবিতাটি ভালোবাসার সেই অনুভূতিগুলিই স্পষ্ট করলো।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা মতামত প্রকাশ করার জন্য।
যদিও আমি কবিতা লিখতে পারি না, তবে কবিতা পড়তে ভীষণ পছন্দ করি। বিশেষ করে ভালোবাসার কবিতা গুলো। আপনি সুন্দর একটি ভালোবাসার টান নামক একটি কবিতা রচনা করেছেন আপু। যেটা পড়ে খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন আপু মতামত প্রকাশ করার জন্য।