আমার স্বরচিত অনুভূতির কবিতা -💕 " আপন ভুবন "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি স্বরচিত কবিতা নিয়ে হাজির হয়েছি।আশাকরি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার স্বরচিত অনুভূতির কবিতাঃ
কানভা দিয়ে তৈরি
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি কবিতা নিয়ে।কবিতা পড়তে আর লিখতে ভীষণ ভালো লাগে আমার। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে কবিতা লেখার।কবিতার মাঝে মনের অনুভূতির সুন্দর প্রকাশ ঘটানো যায়। যার অনুভূতি যত বেশী প্রখর হয়,সে ততো বেশী সুন্দর সুন্দর কবিতা লিখতে পারে।আমিতো সাধারন একজন মানুষ মাত্র।আমি শুধু চেষ্টা করে যাচ্ছি নিজের ভেতরে থাকা অনুভূতি গুলোর প্রকাশ ঘটাতে।তারই রেশ ধরে প্রতিনিয়ত নতুন নতুন অনুভূতির কবিতা আমি লিখে চলেছি।
কবিতা সহজ সাবলীল ভাবে লেখার চেষ্টা করি আমি।কবিতার ছন্দ ভীষণ গুরুত্বপূর্ণ। কারন ছন্দের মিল থাকা কবিতা গুলো আবৃত্তি করতে সবাই ভীষণ পছন্দ করেন।তাছাড়া ছন্দে ছন্দে কবিতা আবৃত্তি করতে আমার খুবই ভালো লাগে।আপনাদের অনুপ্রেরণা পেয়ে আমি কবিতা লিখে চলেছি।আপনাদের উৎসাহ না পেলে এখানে এতদূর আসা আমার পক্ষে কখনো সম্ভব ছিল না।আশাকরি প্রতিবারের মতো আজকের কবিতাটি ও আপনাদের কাছে ভালো লাগবে।
আমার স্বরচিত আজকের অনুভূতির কবিতাটির নাম হলো -- "আপন ভুবন"।আমাদের সবার মনের মধ্যে কিন্তু একটি ভুবন আছে।আমরা সবাই কিন্তু সবার সেই ভুবনের রাজা।মনের সেই ভুবনে মনের মানুষের নিত্য বসবাস।সেই মানুষটি যখন আমাদের মাঝ থেকে হারিয়ে যায়।তখন ও সেই মানুষটি কিন্তু আমাদের মনের মধ্যেই বাস করে।হঠাৎ পথে যখন সেই মানুষটির সাথে আমাদের দেখা হয়।তখন আমরা আমাদের সেই স্মৃতির আবছা আলোয় হেঁটে বেড়াই।তখন ভাবতে বসি মানুষটি কি এখনো সেই আগের মতো আছে কিনা??মনের মধ্যে অনেক কিছুই ঘুরতে থাকে তখন।সেই মানুষটিকে নিয়ে বেঁচে থাকা।সেই মানুষটিকে নিয়েই মনের সব স্বপ্ন যেনো সাজানো থাকে।সেই আপন ভুবনে এক তরফা যাতায়াত সেই মানুষটির ই থাকে।এমন কিছু অনুভূতি নিয়ে আজকের এই কবিতাটি লেখা।আশাকরি আমার এই কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে। আসুন,কবিতাটি আবৃত্তি করে আসি ---
কবিতার নাম - "আপন ভুবন"
লেখা-শিমুল আক্তার
হঠাৎ দেখা পথের মাঝে
থমকে দাঁড়িয়ে দুজন শেষে
চোখে চোখে কথা বলা
পুরনো সেদিনে হারিয়ে যাওয়া।
আপন ছিলাম কতো ই সুখে
কতো কথা আজ মনে পরে
দুজনার পথ গেল যে বেঁকে
ছিটকে গেলাম দুজন দুদিকে।
নিঃস্ব হয়ে আজ ও বেঁচে
অপেক্ষাতে ছিলাম বসে
এতো সহজে পাবো দেখা
ভাবতে পারিনি কখনো যে।
আছো কি তুমি আগের মতো
আনমনে একা বসে ভাবো
কবি কবি ভাব আছে কি তোমার
মুগ্ধ নয়নে দেখছি তোমারে।
যেতে যেতে বেলা অনেক গেলো
ভুলতে পারিনি আমি কখনো
তোমায় নিয়ে স্বপ্ন সাজাই
আজ ও আমি আপন ভুবনে।
আজ আর নয়।আশাকরি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।আবার নতুন কোন কবিতা অন্য কোন অনুভূতি নিয়ে লিখব আশাকরি।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনি | কবিতা |
---|---|
ফটোগ্রাফির জন্য ডিভাইস | samsungA20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
আপনার লেখা কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগে। এত সুন্দর কবিতা লেখেন পড়তেও মজা লাগে।
ধন্যবাদ জানাচ্ছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক সুন্দর কবিতা লিখেছেন আপু। আপনার কবিতাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। কবিতার লাইন গুলো বেশ মজার ছিল এবং রোমান্টিকতা ও রয়েছে। আমি কবিতা লিখতে ভালোবাসি কবিতা পড়তে ভালোবাসি। কারণ লেখা কবিতা আবৃত্তি করলে নিজের মধ্যে নতুন করে কবিতা লিখার অনুভূতি ও অনুপ্রেরণা জাগে।
সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
X-promotion
দারুন কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনারা আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইনের ভিতরে অনেক সুন্দর ভাব লুকানো ছিলো। প্রতিটি লাইনের ছন্দ গুলো অনেক সুন্দর মিলেছে। সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে আপু। ধন্যবাদ
অনেক ধন্যবাদ ভাইয়া।
অসাধারণ আপু আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন যা পড়ে আমার খুবই ভালো লাগলো। আপনার কবিতাটি পড়ে আমি কলেজ জীবনে চলে গিয়েছিলাম। কারণ আপনার কবিতার মধ্যে অনেক রোমান্টিকতা ছিল। যাইহোক আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
অনেক সুন্দর অনুভূতি থেকে আপনি আজকের এই কবিতা লিখেছেন। আমার কাছে আপনার লেখা কবিতাটি পড়তে খুব ভালো লেগেছে। অনেক সুন্দর টপিক নিয়ে লিখেছেন এই কবিতা। আসলে প্রিয় মানুষটা চলে গেলেও মনের মাঝে তার বসবাস থেকে যায়। অনেক সুন্দর অনুভূতি লুকিয়ে ছিল এই কবিতার প্রতিটা লাইনের মধ্যে।
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।
বাহ্ আপনি অনেক সুন্দর কবিতা লিখেন তো দেখছি। আপনার আজকের "আপন ভুবন" কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আর আমার কাছে কবিতাটা পড়তেও খুব ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সুন্দর করে পুরো কবিতাটা শেয়ার করার কারণে অনেক ভালো লেগেছে আমার কাছে। এরকম সুন্দর কবিতা গুলো পড়তে আমি অনেক পছন্দ করি।
অনুপ্রাণিত হই আপনাদের মন্তব্যে।অনেক ধন্যবাদ ভাইয়া।
আপু আজ আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। আপনি কবিতার মাধ্যমে অনেক সুন্দর একটি অনুভূতির শেয়ার করেছেন। যাইহোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ জানাচ্ছি।