গুঞ্জন
পারিপার্শ্বিক অবস্থায় যেকোনো বিষয় নিয়ে যদি কখনো গুঞ্জন ওঠে, তাহলে একটা সময় পরে গিয়ে সেই গুঞ্জন বাস্তবে রূপ নেয়। মূল কথা, গুঞ্জন আসলে বাস্তবে রূপ নেয়—এটা সত্য; তবে তার জন্য কিছুটা সময় লাগে।
কারও সংসার ভেঙে যাচ্ছে, কেউ পথে বসছে, কেউ দেউলিয়া হয়ে পড়ছে, আবার কারও জীবনে নতুন করে সংসার গড়ে উঠছে, কেউ নতুন করে অন্যত্র কর্মস্থলে যোগ দিচ্ছে। কিন্তু যাদের সঙ্গে এসব ঘটনা ঘটে, তাদের অবস্থানে না দাঁড়ালে তাদের ভেতরের জ্বলন্ত অগ্নিশিখা বাইরের কেউ হঠাৎই অনুধাবন করতে পারে না।
সমসাময়িক কালে ঘটনাগুলো যখন ঘটে যায়, তখন সেই পরিস্থিতি কারও অনুকূলে থাকে না। একটা সময় পরে গিয়ে সবাই কোনো না কোনোভাবে সমাধানের মুখ দেখে; তবে সেই সময়টি আসা পর্যন্ত বৈরী ঝড়ের আঘাত সহ্য করতেই হয়।
পৃথিবীর অপ্রিয় সত্য হলো—যদি আপনি কাউকে ঠকিয়ে থাকেন, কষ্ট দিয়ে থাকেন, প্রতারণা করেন কিংবা জোর-জুলুম করেন, এসবের প্রাপ্ত শিক্ষা আপনাকে পেতেই হবে। গুঞ্জন যেমন একসময় সত্য হয়, তেমনই গুঞ্জন উঠলে তার সঙ্গে জড়িত শিক্ষা আপনার জন্যও প্রস্তুতি নিয়ে থাকে।
প্রেম-ভালোবাসা-বিচ্ছেদ, সংসার ভাঙা-গড়া, লাভ-লোকসান, জীবনের ছন্দপতন, ছলচাতুরি—এসব ক্ষেত্রে কাউকে বলির পাঁঠা না বানিয়ে বরং আপন করে নিতে শিখুন। সবকিছুর সঙ্গে মানিয়ে নিয়ে জীবনের আসল অর্থ খুঁজে নিতে চেষ্টা করুন। এত কিছুর পরেও যদি পারিপার্শ্বিক অবস্থায় গুঞ্জন উঠেই যায়, তাহলে অহেতুক সেদিকে কর্ণপাত না করে নিজের সমাধান নিজেই করার চেষ্টা করাই শ্রেয়।
যে সময় আগে স্বল্পতেই কাটছিল না, এখন তা বছরের পর বছর দিব্যি কেটে যাচ্ছে। সময় কাটবেই, জীবন চলবেই; তবে এই চলার পথটা যেন আরও মসৃণ হয়, সে জন্য জীবনসঙ্গী শুরুতেই ভেবেচিন্তে খুঁজে নেওয়া জরুরি। তাহলে হয়তো গুঞ্জনের পাল্লাটাও অনেকটাই হালকা হয়ে যায়। নইলে কখন, কে, কোন দিক থেকে নিজের গোছানো জীবনে অধিকার খাটাতে আসবে—তা বলা মুশকিল হয়ে পড়ে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





