বিয়ে ও বৌভাত
গত দুই দিন ধরে মনে হচ্ছে, শীত যেন হঠাৎ করেই তীব্রভাবে নেমে এসেছে। সারারাত টিনের চালে টিপটিপ করে কুয়াশা পড়ার শব্দ দারুণভাবে কানে এসেছে—মনে হচ্ছিল যেন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। যদিও উত্তরবঙ্গে এমন দৃশ্য নিতান্তই স্বাভাবিক; প্রতিবছর শীত এলেই এমনটা হয়ে থাকে। তবে এর মধ্যেই ছোট ভাইয়ের বিয়ে হওয়ায় এবারের অভিজ্ঞতাটা একেবারেই আলাদা।
তিন দিনের জন্য বগুড়া শহরের খুব কাছাকাছি এসে উঠেছি। পরিবেশটা বেশ নিরিবিলি, অথচ চারদিকে আত্মীয়-স্বজনের ভিড় লেগেই আছে। অনেক বছর পর যেন সবার সঙ্গে দেখা। চির তরুণ মুখগুলোয় এখন বয়সের ছাপ—অনেকেই দাদা-দাদি কিংবা নানা-নানির কাতারে চলে গেছেন, আর আমরা ঠাঁই পেয়েছি চাচাদের সারিতে।
শায়ানের চাচার বিয়ে হচ্ছে বলে এখানে এসেই সে অনেকগুলো ভাই-বোন পেয়ে গেছে। ভিডিও কলে আগেও টুকটাক কথা হতো, তবে সবাইকে বাস্তবে পেয়ে ও ভীষণ খুশি। একসময় এমন পারিবারিক অনুষ্ঠানে আমরা যে কী পরিমাণ হৈচৈ করতাম, এখন বুঝি সময়টা ওদেরই। গায়ে হলুদ, বিয়ে আর বৌভাত—এই তিন দিন ভীষণ ব্যস্ততায় কেটে গেছে। দম ফেলার মতো সময়ই পাইনি।
আর এখন, একটু অবসর পেয়ে যখন স্মৃতিচারণে বসেছি, তখনই মনে হচ্ছে—সময়গুলো যদি এত দ্রুত না ছুটত, তাহলে হয়তো আরও ভালো লাগত। মোটামুটি সব আয়োজনই সুন্দরভাবে শেষ হয়েছে। নববিবাহিত দম্পতির জন্য রইল অফুরন্ত ভালোবাসা ও শুভকামনা।
এবার ফেরার পালা। গাড়ির ভেতরে বসেই এই স্মৃতিগুলো লিখে রাখার চেষ্টা করছি। এই তিনটি দিন কীভাবে যে কেটে গেল, তা বুঝে উঠতেই পারলাম না। আপাতত আমি ভীষণ ক্লান্ত—বাকি পথটা ঘুমিয়েই বাড়ি ফিরতে চাই।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





