মুক্ত জীবন
পরিবর্তনের বুলি আওড়াতে আমরা ক্লান্ত হই না, কিন্তু পরিবর্তনের জন্য এক বিন্দু ব্যতিক্রমী চিন্তা করতেও রাজি নই। নিজের ভেতরে যদি বিদ্রোহী চিন্তার জন্ম না হয়, তবে পরিবর্তনের কথা বলা নিছক ভণ্ডামি ছাড়া কিছু নয়।
এই স্বজাতির স্বভাবজাত চরিত্র দেখলে পরিষ্কার বোঝা যায়—এদের মাথা বিক্রি হয়ে গেছে বহু আগেই। এক প্যাকেট বিড়ি, এক চুমুক চা, একটু পান-গুলেই এদের বিবেক গলিয়ে ফেলা যায়। আর যারা নিজেদের একটু বুদ্ধিমান মনে করে, তারা সামান্য কিছু সুবিধার লোভে নিজের সত্তাকেই নিলামে তোলে।
এরা বোঝে না—বা বুঝতেও চায় না যে— যেসব সুযোগ তারা ভিক্ষা হিসেবে গ্রহণ করে, সেগুলো দাবি করলে বিনামূল্যেই আদায় করা যেত। কিন্তু দাবি তোলার জন্য যে বিকল্প ও সাহসী চিন্তা দরকার, সেটুকু করার মেরুদণ্ড তাদের নেই।
গতানুগতিক প্রথার শিকল গলায় ঝুলিয়ে রেখে যারা পরিবর্তনের স্বপ্ন দেখে, তারা নিজেরাই নিজেদের সঙ্গে প্রতারণা করে। পরিবর্তন নিয়ে ভাবতে না পারলে দাসত্বই চূড়ান্ত পরিণতি—অতীতে যেমন হয়েছে, ভবিষ্যতেও তার ব্যতিক্রম ঘটবে না।
তাহলে পরিবর্তনের দায় কার? কারো নয়—আপনারই। যদি আপনার বিবেক এখনও পচে না যায়, যদি আপনার মানসিকতা এখনও বিক্রির টেবিলে না ওঠে, তবেই পরিবর্তনের সম্ভাবনা আছে।
চারদিকে মিথ্যা প্রতিশ্রুতি, ফাঁপা স্লোগান আর সাজানো স্বপ্নের ভিড়ে মানুষ সত্য খোঁজার ক্ষমতাই হারিয়ে ফেলেছে। তাই এখানে পরিবর্তন কোনো বাস্তবতা নয়, বরং মরীচিকা মাত্র।
এখনও যদি পরিবর্তন চান, তবে একটাই পথ—ভিন্নভাবে ভাবুন, ভিন্নভাবে দাঁড়ান। সিদ্ধান্ত আপনারই: আজ দাসত্বকে স্বাভাবিক বলে মেনে নেবেন, নাকি ঝুঁকি নিয়ে মুক্ত জীবনের পথে হাঁটবেন।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





