মিশন উত্তরবঙ্গ

in আমার বাংলা ব্লগ3 hours ago

ফেনীর বন্যা পরিস্থিতির সময় আমাদের এলাকার বিবেক সংগঠন থেকে প্রতিটি বাড়িতে গিয়ে গিয়ে তরুণ ছেলেরা টাকা তুলেছিল, সেই যাত্রায় তারা টাকাটা পরে বিশ্বস্ত সোর্স এর মাধ্যমে বন্যা কবলিত এলাকায় পাঠিয়েছিল।

তারপরে তো আবার মানসিক ভারসাম্যহীন হতদরিদ্র সাবিনা মেয়েটার চিকিৎসা কার্যক্রমের দায়িত্ব নিলো তরুণ ছেলেরা। সেই যাত্রাতেও মোটামুটি তারা সফল হয়েছিল।

20241001_192926-01.jpeg

20241001_193013-01.jpeg

প্রতিবছরই আমাদের উত্তরবঙ্গে বন্যা হয়, বন্যা যেন এখানকার নিত্যদিনের সঙ্গী। উত্তরবঙ্গের মানুষের কাছে বন্যা যেন বিভীষিকার নাম, তারপরেও তারা অভ্যস্ত হয়ে গিয়েছে। তবে খুব কষ্ট লাগে এটা ভেবে, অন্যান্য এলাকায় বন্যা হলে সারা দেশের মানুষ যেভাবে উদ্বিগ্ন হয়ে পড়ে , তবে উত্তরবঙ্গে বন্যা হলে কেন জানি সবাই কিছুটা ঝিমিয়ে যায়।

মিডিয়াতেও তেমন খুব একটা বেশি কথাবার্তা চলে না, মানুষের ভিতরেও আগ্রহ খুব একটা তেমন থাকে না। তাহলে কি উত্তরবঙ্গের মানুষরা কি মানুষ না !

এ প্রশ্নের উত্তর বড্ড জটিলতা সম্পন্ন। এখন তর্কে গিয়ে লাভ নেই বরং যেহেতু প্রাকৃতিক দুর্যোগ চলছে, তাই সকলেরই উচিত সব ভাবনা চিন্তা বাদ দিয়ে উত্তরবঙ্গের মানুষের বিপদে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা।

সারাদেশের মানুষের চোখের অন্ধত্বের ছানি দূর হয়ে যাক, তারা এগিয়ে আসুক উত্তরবঙ্গের মানুষের এই কঠিন পরিস্থিতিতে। মানুষ হোক মানুষের জন্য, এমনটাই তো কামনা করি।

এলাকার বিবেক সংগঠনের তরুণ ছেলেরা, গতকাল আমাকে মুঠোফোনে ব্যাপারটা জানিয়েছিল, আমি বলেছিলাম সন্ধ্যেবেলা যদি বাজারে যাই তাহলে অবশ্যই আমি আমার সাধ্য অনুযায়ী সহযোগিতা করবো। যাইহোক, আমি আমার জায়গা থেকে সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। তরুণ ছেলেগুলোর এমন উদ্যোগকে আমি অবশ্যই সাধুবাদ জানাই।

puss_mini_banner.png

Banner-22.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 hours ago 

আপনার মানবিক মুখ সব সময় ভালো লাগে। সবকিছুর বেড়াজাল অতিক্রম করে এই মানবিক মুখটাই তো আসল মানুষের কাজ। বন্যা দুর্গত মানুষদের জন্য সাহায্য করা সব সময় প্রয়োজন। পশ্চিমবঙ্গেও বিগত কিছুদিন প্রচুর ভয়ানক বন্যা পরিস্থিতি। চারদিক ভেসে গেছে জলে। মানুষের থাকবার ঘরবাড়ি অবধি বিপর্যস্ত। এই মানুষগুলোর সব সময় পাশে আছি এবং থাকবো। আপনাকে অনেক ধন্যবাদ এখন সুন্দর একটি পোস্ট করবার জন্য।

 1 hour ago 

বিবেক সংগঠনের প্রতিটি কার্যক্রম আমার খুব ভালো লাগে। এমন সংগঠন প্রতিটি এলাকায় থাকা উচিত। যাইহোক উত্তরবঙ্গের বন্যা কবলিত মানুষদের পাশে সবারই দাঁড়ানো উচিত। আপনি আপনার সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছেন, দেখে খুব ভালো লাগলো ভাই। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 61796.23
ETH 2480.79
USDT 1.00
SBD 2.64