রবিবারের আড্ডা - ১১১ | এবিবি ফিচার্ড পোস্ট আড্ডা - ১৫ পর্ব
ব্যানার ক্রেডিটঃ @hafizullah
আমার বাংলা ব্লগের আয়োজন রবিবারের আড্ডার নতুন সংযোজন হচ্ছে এবিবি ফিচার্ড পোস্ট নিয়ে আলোচনা। মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে পুরো মাসের বাছাই করা ফিচার্ড পোস্ট থেকে কিছু পোস্ট মনোনীত করে, সেই পোস্ট গুলো নিয়েই আলোচনা করা হয়। মূলত মনোনীত পোস্টগুলো যারা লিখেছেন, ঠিক সেই অথরদের কথা গুলোই তুলে ধরা হয় এই শো'র মাধ্যমে। এখানে অথররা সাবলীলভাবে চেষ্টা করে তাদের নিজের পোস্ট নিয়ে মতামত দেওয়ার জন্য।
তাছাড়া এই অনুষ্ঠানটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যেহেতু চারজন অতিথি থাকে প্রথমত দুইবারে চারজন থেকে পাঁচজন অতিথির মতামত শোনা হয়, দ্বিতীয়তঃ কিছুটা বিরতি দিয়ে উপস্থিত দর্শকদের মতামত গ্রহণ করা হয় এবং নিজেদের পছন্দের গান শোনা হয়। সর্বশেষে উপস্থিত সকল দর্শক ও শ্রোতাদের জন্য থাকে শুভেচ্ছা পুরস্কার ।
প্রথম অতিথিঃ @tithyrani
ভেরিফাইড সদস্য, আমার বাংলা ব্লগ
মনোনীত পোস্টঃ লিংক
মতামতঃযেহেতু আমরা কোয়ার্টারে থাকতাম তখন শবে বরাতের দিনে আশেপাশের আন্টিরা সেই সময় বুটের ডালের হালুয়া আমাদের দিয়ে যেত। এটা সত্যি, এটা আমার বেশ পছন্দের খাবার, সেই সময় সবার ভিতরে আন্তরিকতা বেশ ভালো ছিল, আমরাও চেষ্টা করতাম আমাদের পূজার সময় তাদেরকে নাড়ু দেয়ার জন্য। তবে এখন তো আন্তরিকতা অনেকটাই কমে গিয়েছে। তাছাড়াও আমি প্রায় প্রতি শবে বরাতের সময় আমার অফিস কলিগদের বলে রাখতাম , আমাকে যেন বুটের ডালের হালুয়া দেওয়া হয়। যেহেতু পছন্দের খাবার, তাই এবার নিজেই চেষ্টা করেছি নিজের মতো করে বানানোর জন্য, যদিও ইউটিউবের সহযোগিতা নিয়েছিলাম, কেননা ডালগুলো আগের রাতে ভিজিয়ে রাখতে হয়, চেষ্টা করেছি পোস্টের মাধ্যমে পুরো ব্যাপারটা দেখানোর জন্য। এমনিতেই প্রচুর কষ্ট করতে হয়েছে, তারপরে খেতেও ভালো হয়েছিল, তাছাড়া যখন ফিচার্ড হয়েছিল তখনো বেশ খুশি হয়েছিলাম আর আজকে যখন এই পোস্ট নিয়ে কথা বলছি, বলতে গেলে আনন্দের মাত্রা দ্বিগুণ।
দ্বিতীয় অতিথিঃ @selina75
ভেরিফাইড সদস্য, আমার বাংলা ব্লগ
মনোনীত পোস্টঃ লিংক
মতামতঃ এই রেসিপিটা মূলত আমার মায়ের কাছ থেকে শেখা। যেহেতু আমরা ছোটবেলা থেকেই সরকারি কোয়ার্টারে ছিলাম, সেখানে অনেক এলাকার মানুষ ছিল, তাই তাদের কাছ থেকেই শেখা এই রেসিপিটা। যেহেতু আমি ও আমার স্বামী দুজনেই পিঠা খেতে ভালোবাসি, তাই এই পিঠা বানিয়েছিলাম। যদিও অঞ্চলভেদে এই পিঠার নাম বিভিন্ন রকম, ফেনী দিকের মানুষেরাই এই পিঠা বেশি খেয়ে থাকে। তাছাড়া দুই ফ্লেভারে বানানো যায়, একটাতে লবণ দিয়ে বানানো যায় আরেকটা চিনি দিয়ে। যেটা লবণ দিয়ে বানানো হয় সেটা পরের দিন ভেজে মাংসের ঝোল দিয়ে খেতে ভালো লাগে। আমি অবশ্য নারকেলের পুর দিয়েছিলাম চিনির সমন্বয়ে। এটা খেতেও বেশ দারুণ হয়েছিল। তাছাড়া ফিচার্ড হয়েছে এবং এই পোস্ট নিয়ে আপনাদের সঙ্গে গল্প করছি, ব্যাপারটা সত্যিই অন্যরকম। মনে হচ্ছে কষ্টটা সার্থক।
তৃতীয় অতিথিঃ @tanjima
ভেরিফাইড সদস্য, আমার বাংলা ব্লগ
মনোনীত পোস্টঃলিংক
মতামতঃ এ গল্প সত্যিকারের ঘটনার উপর ভিত্তি করেই লেখা। গল্পে যে নারী ও পুরুষ চরিত্র ছিল তা মূলত আমাদের এলাকার। ছেলেটা মেয়েটাকে প্রচুর ভালোবাসে আবার মেয়েটাও ছেলেটাকে প্রচুর ভালোবাসে, তবে মেয়েটার পরিবার কোনভাবেই রাজি হচ্ছিল না, কেননা পারিপার্শ্বিক ও সামাজিক অবস্থার কারণে পরিস্থিতি অনেকটাই জটিল হয়ে গিয়েছিল। যেহেতু, ছেলেটা তার ভালোবাসার মানুষকে পাচ্ছিল না , তাই বাধ্য হয়েই আত্মহত্যা করে। আত্মহত্যা কোন অবস্থাতেই কাম্য না, তবে ছেলেটা অনেকটাই ভেঙ্গে পড়ে এবং অনেক কষ্টে সিদ্ধান্ত নেয়। আমি আমার এই পোস্টের মাধ্যমে যে কথাটা তুলে ধরেছি তা যেমন সত্য, তবে আজ আবারো সবার উদ্দেশ্যে বলছি, ভালোবাসুন আর যাই করুন, আত্মহত্যা কোন অবস্থাতে কাম্য না। নিজের পরিবারের কথা চিন্তা করতে হয়, ক্যারিয়ার অন্যান্য বিষয় নিয়েও ভাবতে হয়। তাছাড়া ভালোবেসে যে কাছে পেতেই হবে এমনটা তো কোন মানে নেই । দূরে থেকেও ভালোবাসা যায়।
অতিথি ও শ্রোতাদের শুভেচ্ছা পুরস্কার তাৎক্ষণিক পাঠিয়ে দেওয়া হয়েছে।
পুরস্কার বিতরণের সম্পূর্ণ অবদান @rme দাদার
মূলত এভাবেই আয়োজন করা হয়েছিল এবিবি ফিচার্ড পোস্ট সংক্রান্ত আড্ডা। আমাদের চিন্তাধারা প্রতিনিয়তই ব্যতিক্রম, তাই সব ব্যতিক্রম চিন্তা-ভাবনা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই প্রতিনিয়ত সামনের দিকে। আশাকরি আমাদের সঙ্গে সকলেই থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি।
ধন্যবাদ সবাইকে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR







Upvoted! Thank you for supporting witness @jswit.
এবিবি ফিচার্ড পোস্ট সংক্রান্ত আড্ডার পর্ব গুলো সত্যিই খুব ভালো লাগে। কারণ ইউজারদের মুখ থেকে তাদের ফিচার্ড পোস্ট সম্পর্কে শোনা যায়। বেশ উপভোগ করেছিলাম এই পর্বটিও। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।